পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

તે 8 মংবাদ পত্রে মোকালের কথা পয়ারপ্রভৃতি নানাবিধচ্ছন্দে বিজ্ঞতম পরম পণ্ডিত অভয়াচরণ তর্কবাগীশ ভট্টাচাৰ্য্য মহাশয় কতৃক রচিত ভূপালকদম্বনামক এক গ্রন্থ প্রস্তুত আছে সেই গ্রন্থের স্থল বৃত্তাস্ত সংগ্ৰহ করিয়া গুণিজন সমাজে প্রেরণ করিতেছি ইহাতেই বুঝিতে পরিবেন যে এ গ্রন্থ প্রকাশে কিপর্য্যস্ত উপকার হইতে পারে প্রথমতঃ ভূগোল শাস্ত্রোক্ত ঈশ্বরের আদ্য স্বষ্টি পত্তন কস্কিদেবের জন্ম ও তপস্যাদি বর্ণনপূর্বক জম্বুদ্বীপের বিভাগ বিশেষতঃ ভারতবর্ষের দেশ ও পৰ্ব্বত নদীপ্রভৃতি তন্মধ্যে যে যে বংশে দিল্লীর সাম্রাজ্য হইয়াছিল তাহার বিশেষ২ নাম ও রাজ্যভোগের বৎসর সংখ্যা যুধিষ্ঠির রাজাদির জন্ম ও পরিক্ষিতের বংশের শেযপৰ্য্যন্ত সংখ্য তথা গৌতমের বুদ্ধমতাবলম্বী হওয়া তদনন্তর দিল্লীতে যাবদীয় রাজা সম্রাট হন তাহার সংক্ষেপ নিরূপণ ও ইন্দ্রশাপে তৎপুত্ৰ গন্ধৰ্ব্ব সেনের পৃথিবীতে আগমন ও র্তাহার ধাররাজার কন্যার সহিত বিবাহ এবং তদৌরসে ভতৃ হরি ও বিক্রমাদিত্যের জন্ম এবং মালবা দেশে রাজা ভতু হরির রাজ্যভোগানস্তর বৈরাগ্যপ্রাপ্তি পরে বিক্রমাদিত্যের রাজত্ব র্তাহার সাম্রাজ্য বিধান জন্য নানা দিগদেীয় রাজার সঙ্গে যুদ্ধপ্রসঙ্গে কোচবেহারের রাজার চরিত্র ও তদেশের বিস্তার ও র্তাহার সহিত বিক্রমাদিত্যের যুদ্ধে বিক্রমাদিত্যের জয় এবং বিক্রমাদিত্যের নাশে সমুদ্রপাল যোগী বিক্রমাদিত্যের পুত্র বিক্রমসেনের প্রাণহরণ করিয়া রাজা হন তদবধি তাহার চেলা গোবিন্দপাল সম্রাট হইলেন ও র্তাহার বংশ বিস্তার পরে আদিশূর বল্লালপ্রভৃতি পরে রাজপুত জাতি জীবন সিংহ ও পৃথুরাজার চরিত্র বিস্তার বর্ণন অনস্তর জবন জাতীয় সুলতান শাহাবুদ্দীন কোতবুদ্দীনপ্রভৃতি বাদশাহের বর্ণন পরে ইঙ্গরেজের এতদ্দেশে আমলকরণ যুদ্ধাদি তদধিকার বর্ণন এই স্থল বৃত্তান্তের বাহুল্যরূপে রচনায় রচিত ঐ পূৰ্ব্বোস্ত গ্রন্থ বঙ্গদূত যন্ত্রালয়ে ছাপা হইতেছে মূল্য ৪ চারি তস্কামাত্র যে কেহ গ্রহণেচ্ছুক হন কলিকাতায় ঐ যন্ত্রালয়ে পত্র পাঠাইলে গ্রন্থ প্রস্তুত হইলে পাইতে পরিবেন । ইং ১৮২৯ সাল ১২ দিসেম্বর । শ্রীরাজনারায়ণ চট্টোপাধ্যায়স্য । বঙ্গদূত । ( ১৯ ডিসেম্বর ১৮২৯ । ৬ পৌষ ১২৩৬ ) ভক্ত হরি ত্রিশতক —শ্ৰীমন্মহারাজাধিরাজ নিখিল রাজনীতি রীতিবিৎ বিচক্ষণ ভূমণ্ডলস্থ মণ্ডলেশ্বর নিকরকর গ্রাহক বেতালাদি অষ্টসিদ্ধ যে রাজা বিক্রমাদিত্য র্তাহার বৈমাত্রেয় বিখ্যাত বিক্রান্ত শাস্ত দাস্ত তেজস্বী যশস্বী দূরদর্শী মনস্বী সকল মতুন্তেশ্বরাগ্রগণ্য মান্য শ্ৰীমন্মহারাজাধিরাজ রাজা ভতু হরি যিনি দিল্লীর সিংহাসনস্থ চক্রেশ্বর হইয়া পৃথিবীস্থ যাবদীয় ভূপাল শাসনপূৰ্ব্বক প্রজাবর্গের প্রতিপালন করিয়াছিলেন এবং সুরপতিপুত্র গন্ধৰ্ব্বসেনের ঔরসজাত পুত্র বিখ্যাত যিনি বয়োবসানে রাজ্য পরিত্যাগপূর্বক তপোবন আশ্রয় করিয়া ঈশ্বরধ্যানে সমাধিপ্রাপ্ত র্তাহার স্বনাম খ্যাত স্বপ্রণীত নীতিশতক বৈরাগাশতক ও শৃঙ্গারশতক এতক্রিখণ্ডে শতত্ৰয় শ্লোকের গৌড়ীয় সাধু ভাষায় পয়ারচ্ছদে অর্থ সঙ্কলনপূৰ্ব্বক সংস্কৃত মূল সমভিব্যাহারে এক গ্রন্থ বঙ্গদূত যন্ত্রালয়ে মুদ্রান্ধিত করা যাইতেছে ছাপার ব্যয়ের আমুকুলার্থে