পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:సెసిడి সংবাদ পত্রে সেনকালেৰ কথা এতদেশীয় লোকেরদের ছাপার কৰ্ম্মের এমত উন্নতি হইয়াছে। প্রথম যে পুস্তক মুদ্রিত হয় তাহার নাম অন্নদামঙ্গল শ্রীরামপুরের ছাপাখানার এক জন কৰ্ম্মকারক শ্ৰীযুত গঙ্গাকিশোর ভট্টাচার্য তাহ বিক্রয়ার্থে প্রকাশ করেন। যে পুস্তকের ফাঁদ এক্ষণে আমরা প্রকাশ করিলাম সেই ফর্দে দৃষ্ট হয় যে গতবৎসরে বাঙ্গল ভাষায় ছোট বড় ৩৭ খান পুস্তক হয়। ইহার মধ্যে কএক থান পামূপ্লেট অর্থাৎ অতি ক্ষুদ্র বটে তথাপি হিন্দুরদের মধ্যে পুস্তক গ্রহণকরণে যে এমত লালসা হইয়াছে যে তাহাতে বিক্রয়ার্থে এইরূপ পুস্তক মুদ্রিতকরণে লোকেরদের সাহস জন্মিয়াছে এ অতিশয় আহলাদের বিষয়। ঐ২ পুস্তকের অধিকাংশ হিন্দুরদের ধৰ্ম্মসংক্রান্ত কিন্তু যদমুসারে এতদেশীয় লোকেরদের বিদ্যার চর্চা হয় তদনুসারে বুঝি যে অন্য২ নানাবিধ বিদ্যাসম্পৰ্কীয় মুদ্রিত পুস্তকসকল আরো বিদ্যাথি লোককর্তৃক গৃহীত হইবেক এবং হিন্দু লোকেরদের মধ্যে অনেকেই বাঙ্গল ভাষায় তরজমা করিয়া তাদৃশ পুস্তক মুদ্রাঙ্কিত করিতে উদ্যত হইবে ইহা অসম্ভব নহে । # আমরা ইতস্ততে নিরীক্ষণ করিয়া অবগত হইলাম যে পূৰ্ব্বাপেক্ষ এতদেশীয় সম্বাদ কাগজের গ্রাহক গত বৎসরের মধ্যে দ্বিগুণ হইয়াছে। এবং তৎকাগজ প্রকাশক মহাশয়েরাও পূৰ্ব্বাপেক্ষ ক্রমশঃ দূর দূরদেশীয় সম্বাদ ঐ পত্রে প্রকাশ করিতেছেন ইহার কারণ আমরা હાફે বোধ করি যে লোকেরদের পূর্বাপেক্ষ জ্ঞানের, অতিশয় বৃদ্ধি হইয়াছে ইহার পূর্বে বারে বৎসরে যখন প্রথম সম্বাদ পত্র প্রকাশ হয় তখন আমারদের এই দর্পণগ্রাহকের মধ্যে অনেকেই তিরস্কারপূর্বক আমারদিগকে লিখিতেন যে যে২ দেশের নামপৰ্য্যন্তও কখন আমারদের কর্ণগোচর হয় নাই তত্ত্বদেশীয় সম্বাদ তোমরা কি নিমিত্তে পত্রে প্রকাশ কর । কিন্তু এক্ষণে আমরা অতিআহলাদপূৰ্ব্বক দেখিতেছি যে কলিকাতানগরে এতদেশীয় লোককতৃক যে কাগজ মুদ্রিত হয় তাহাতে পৃথিবীর নানা দেশীয় সম্বাদ প্রকাশিত হইতেছে । ভিন্নদেশের যে সকল নানা ঘটনা বিশেষতঃ ইংগ্রগুদেশে যে সকল ব্যাপার চলিতেছে তাহতে এতদেশীয় লোকেরদের অত্যন্ত শুশ্ৰুষ হইয়াছে। ইহার এক বিশেষ আশ্চৰ্য্য প্রমাণ অল্পকাল হইল আমারদের প্রত্যক্ষ হইয়াছে। বিশেষতঃ কলিকাতায় প্রকাশিত এক সম্বাদ পত্রের অনুষ্ঠানে ব্যক্ত হইল যে তৎপত্র সম্পাদক পৃথিবীর নানাদেশীয় সম্বাদ প্রকাশ করিবেন এবং তত্তদেশের নাম বিশেষ করিয়া তৎকতৃক লিখিত ছিল কিঞ্চিৎ কালানন্তর আমারদের সম্বাদ পত্র মফসলনিবাসি কোন গ্রাহকের এক লিপি পাওয়া গেল তাহাতে ইহা লিখিত ছিল যে পূৰ্ব্বোক্ত সম্বাদপত্রে যত দূরদেশীয় সম্বাদ ব্যক্ত থাকে তত্তদেশীয় তত সম্বাদ দর্পণে অৰ্পণ না করিলে আমি দপণ ত্যাগ করিব । শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রালয়ে নীচে লিখিত পুস্তক প্রকাশ হইয়াছে — শঙ্করীগীতা । বায়ুরহ্ম। . আসাম বুরঞ্জি । ভাগবতের একাংশ ছাপা হইতেছে।