পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫీ రిఫి মাওবাদ পত্রে মেকালেৰ কহা এক বিজ্ঞপ্তি পত্র উপস্থিত করতে শ্ৰীশ্ৰীযুতের অনুমতিপ্রাপ্ত হইয়া এক অনুষ্ঠানপত্র দেবনাগর অক্ষরে হিন্দি ভাষায় এনগরে পূৰ্ব্বোক্ত মুকুলের কতৃত্বে এখানকার এবং অন্যান্ত হিন্দুস্থান ও নেপালপ্রভৃতি দেশের সজ্জন মহাজন এবং ইংগ্রওঁীয় মহাশয়েরদিগের মধ্যে প্রচার হইয়াছে এবং হইতেছে। ঐ উদন্ত মাৰ্ত্তও নিৰ্ব্বাহানুকুল্য জন্য দ্বিমুদ্রা মাসিক স্থির পাইয়াছে যে২ মহাশয়ের ঐ সমাচার পত্র লইবার বাঞ্ছা হয় তাহারা মোং আমাড়াতলার গলির ৩৭ নং বাটতে লোক পাঠাইলে জানিতে পরিবেন । সং চং । ( ১৭ জুন ১৮২৬ । ৪ আষাঢ় ১২৩৩ ) নাগরির সমাচারপত্র –সংপ্রতি এই কলিকাতা নগরের মধ্যে উদস্তমাওঁগুনামক এক নাগরির নূতন সমাচারপত্র প্রকাশিত হইয়াছে ইহাতে আমারদিগের আহলাদের সীমা নাই যেহেতুক সমাচারপত্রদ্বারা বিষয়সংক্রান্ত ও নানাদিগেদশীয় রাজসম্পৰ্কীয় বৃত্তাস্ত প্রকাশিত হইয়া থাকে তাহা জ্ঞাত হওয়াতে অবশু উপকার আছে ইউরোপদেশে প্রায় দুই শত বৎসরের অধিক কালাবধি সমাচারপত্র প্রকাশ হইয়াছে তদ্বারা সীমান্য সমাচার ও নানা বিষয়ের দোষগুণপ্রভূতি প্রেরিত পত্রে উত্তর প্রত্যুত্তরদ্ধার প্রকাশিত হওয়াতে অনেক বিষয়ের নির্য্যাস ও সংশোধন হইয়াছে এই ইংরাজীপ্রভৃতি সমাচারপত্র দৃষ্টাস্তে এতদ্দেশে প্রথম বাঙ্গলা ভাষায় সমাচারপত্র প্রকাশ হয় পরে পারসী ভাষায় হয় এবং মধ্যে কিয়দিবস গত হইল উরদু ভাষায় হইয়াছিল কিন্তু বাদলী ভাষাভিন্ন প্রেরিত পত্র প্রকাশ হয় না যাহা হউক এক্ষণে নাগরী ভাষায় এক সমাচারপত্র হওয়াতে কাশীপ্রভৃতি স্থানস্থ লোক যাহারা ঐ ইংরাজীপ্রভৃতি ভাষা অজ্ঞাতপ্রযুক্ত কিম্বদন্তীতে বিশ্বাস করিয়া প্ৰগলভভাপূৰ্ব্বক কালক্ষেপণ করেন তাহার যদ্যপি অভিনব রীতি বলিয়া তুচ্ছ না করিয়া আলস্য ত্যাগপূৰ্ব্বক তাহা গ্রহণ করিয়া পাঠ করেন তবে তাহারদিগের পক্ষে যে ফলোদয় হইবেক তাহা ক্রমে জানিতে পরিবেন । ( বাঙ্গলা সমাচারপত্রহইতে নীত । ) ( ১৫ ডিসেম্বর ১৮২৭ । ১ পৌষ ১২৩৪ ) উদস্ত মার্ভগু —আমরা অবগত হইলাম যে এই অত্যুত্তম সমাচারপত্র গ্রাহকের অপ্রতুলেতে কালপ্রাপ্ত হইয়াছে।

  • & .િ

{ ৮ জুলাই ১৮২৬ । ২৫ আষাঢ় ১২৩৩ ) নাম পরীবর্তন —সকলে বিদিত আছেন যে কলম্বিয়ন প্রেষ গেজেটিনামক ইংরাজী সমাচারপত্র প্রায় ঐ নামে এক বৎসরপর্য্যস্ত প্রকাশিত হইয়াছিল সংপ্রতি ২ জুলাই রবিবার অবধি তৎসম্পাদক ঐ কাগজের বেঙ্গাল ক্রেনিকল নাম দিয়া প্রকাশ করিয়াছেন আর নিয়ম করিয়াছেন যে মঙ্গল শুক্র ও রবি এই তিন বারে প্রকাশ করিবেন।