পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য SෆNළං ( ২৩ মে ১৮২৯ । ১১ জ্যৈষ্ঠ ১২৩৬ ) নুতন সমাচার প্রকাশ —মোং বাঁশতলার গলির মধ্যে হিন্দু বেঙ্গল ? ] হরল্ড অর্থাৎ ' বঙ্গ দূত প্রেষ নামক এক নূতন ইংরেজী বাঙ্গলা ও পারসী এবং নাগরী সমাচার গত রবিবারাবধি প্রকাশ হইতে আরম্ভ হইয়াছে ইহার সম্পাদক শ্ৰীযুত আর এম মার্টিন সাহেব ও শ্ৰীযুত দেওয়ান রামমোহন রায় ও ত্রযুত দেওয়ান দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত দেওয়ান প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ সিংহ ও শ্ৰীযুত বাবু রাধানাথ মিত্র এই কএকজনে একত্র হইয়াছেন এই কাগজ প্রতিরবিবারে প্রকাশ হইতেছে...। ( ৭ জুলাই ১৮২৭ । ২৪ আষাঢ় ১২৩৪ ) নূতন সমাচার পত্র –গত ৪ জুলাই অবধি অরিএনটেল রিকার্ডরনামক এক নূতন সম্বাদপত্র প্রকাশ হইতেছে কিন্তু সপ্তাহের মধ্যে দুই বার প্রকাশিত হইবে ইহার মাসিক মূল্য গ্রাহকেরদিগের নিমিত্ত এক টাকা স্থির হইয়াছে —সং কৌং [ সম্বাদ কৌমুদী ] { ২০ ফেব্রুয়ারি ১৮৩০ । ১০ ফাল্গুন ১২৩৬ ) নূতন সম্বাদপত্র –সংপ্রতি প্রাথিনননামক ইঙ্গরেজী ভাষায় রচিত এক নূতন সম্বাদপত্র ইণ্ডিয়া গেজেট যন্ত্ৰালয়হইতে প্রকাশ হইয়াছে তাহ সময়ে২ মুদ্রিত হইবে অনুমান প্রতি সপ্তাহে একবার। তৎ সম্পাদক ও লেখক সকলি হিন্দুলোক। তাহার প্রথম সংখ্যার , কাগজে যে কএক প্রকরণ লিখিত আছে তাহ অতিসদ্ভাবযুক্ত রচিত এবং তাহাতে তল্লেখকের ইঙ্গরেজী পুস্তকের অতিশয় চর্চার প্রত্যক্ষ প্রমাণ দৃষ্ট হইতেছে। ( ৬ মার্চ ১৮৩০ ৷ ২৪ ফাল্গুন ১২৩৬ ) পাথিনন —যে পার্থিনন সম্বাদ কাগজ ইংগ্রওঁীয় ভাষায় এতদ্দেশীয় কএক জন অতিবিজ্ঞ বিচক্ষণ যুবা মহাশয়েরদেরকতৃক আরব্ধ হইয়াছিল তাহা এইক্ষণে স্থগিত হইয়াছে ইহা শুনিয়া আমরা অত্যন্ত খেদিত হইলাম । ( ১৩ মার্চ ১৮৩০ । ১ চৈত্র ১২৩৬ ) প্রাথিনননামক সমাচারপত্রের উত্থান ও পতন —প্রার্থনননামক ইঙ্গরেজী ভাষায় এক সমাচারপত্র সংপ্রতি প্রকাশ হইয়াছিল তাহার প্রথম সংখ্যা প্রকাশ হইলে পাঠকবর্গের গোচরার্থ গত ১২ ফালগুণ চন্দ্রিকায় আলোক করা গিয়াছে ঐ কাগজে তৎপ্রকাশকের নাম প্রকাশ হয় নাই কিন্তু কএক জন হিন্দু বালক র্যাহার উত্তমরূপে ইঙ্গরেজী বিদ্যায় স্বশিক্ষিত হইয়াছেন র্তাহারদিগের দ্বারা প্রস্তুত হইয়া প্রকাশিত হইয়াছে এমত জ্ঞাত হওয়া গিয়াছিল অপর সেই কাগজে এতদ্দেশীয়দিগের আরাধনা আচার বিচার ব্যবহারাদি বিষয়ে দোষোল্লাসকরণে