পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెఫిషి মংবাদ পত্রে মেকান্ডেনৰ কথা আলাপ করিলেন যে অদ্য বড় ক্লেশ হইয়াছে দরবারহইতে আসিতে গৌণ হওয়াতে শিরঃপীড়া হইয়া শয়ন করিয়াছিলাম । বিষয় কৰ্ম্মের কথা বাৰু কিছুই কহেন না । উম্যেদওয়ারের বাবুর মনঃসন্তোষজনক দিনফল যে যাহ২ শুনিয়াছিলেন দেখিয়াছিলেন অথবা রচনা করিয়াছিলেন ক্রমে২ নিবেদন করিলেন। পরে কোন ইংরাজ কোন কৰ্ম্মে নিযুক্ত হইল অনুমান সিদ্ধ ব্যক্ত করিলেন কোন সাহেবের কে চাকর হইল। এই প্রকার প্রায় প্রতিদিন মজলিস হয় অভাগ৷ উম্যেদওয়ারেরা যে যত টাকা অনিয়াছিলেন তাহ খরচ করিলেন পরে কর্জ করিয়া বাসা খরচ চালাইলেন যখন কর্জ না পাইলেন তখন কুটুম্ব স্বজনের বাটতে থাকিয়াও বাবুর উপাসনা করিলেন কিন্তু বাবুর অক্ষমতা প্রযুক্ত ইহাদের উপকার করিলেন না জবাবও দেন না বরং যাতায়াতের অল্পতা হইলে কহেন যে আহে। মহাশয় আপনি কোথায় গিয়াছিলেন এক কৰ্ম্ম উপস্থিত হইয়াছিল। তোমার কএক দিন না আইসাতে লৈ কৰ্ম্ম অন্তের হইয়াছে। এই প্রকারে বাবু কাল ক্ষেপ করেন। ইতি বা উপাখ্যান । " علي এই উপাখ্যান প্রচ্ছন্নরূপে কোন অজ্ঞাত লেজিস্ট্রয়াছুলন অতএব ছাপান গেল جچه سه مهماهه 苓 این اثر به ( ৯ জুন „škos ठेछार्छ స్ప్రె* বাবুর উপাখ্যান যাহা পূৰ্ব্ব ছাপান গিয়াছিল তাহার দ্বিতীয় পরিচ্ছেদ তিনি সুনৰ্ব্বার পাঠাষ্টয়াছেন । বাবুর উপাখ্যান দ্বিতীয় পরিচ্ছেদ –বাৰু লেখা পড়া কিছু শিথিলেন না অথচ সৰ্ব্বত্র মান্ত এবং পণ্ডিতেরা কহেন আপনি সৰ্ব্ব শাস্ত্রে বিচার করিতে পারেন এবং স্বশ্ব বুঝিতে পারেন এই সকল কথার দ্বারা বাৰু মহাভিমানী হইয়া মনে করেন আমার বাঙ্গালির ধারা ব্যবহার বিদ্যা নিয়ম ইত্যাদি সকলি শিখা হইয়াছে এবং তদনুযায়ি কৰ্ম্মও সকল করা হইয়াছে। এই ক্ষণে সাহেব লোকের মত হইব এবং ধারা ব্যবহার পুরুষাৰ্থ ধাৰ্ম্মিকতা সৌজন্য বিচারবাক্য সেই প্রকার প্রকাশ করিব। ইহাতে কেবল বাবুর ছাতারের মৃত্য হইল । বিশেষ দেখ । সাহেব লোকের ধারা একটা আছে সকালে বিকালে গাড়ীতে কিম্বা ঘোটকে আরোহণ করিয়া বেড়ান । বাবু আপন চাকরকে হুকুম দিয়া রাখেন তোপের পূৰ্ব্বে নিজ ভাঙ্গাইয়া দিও প্রাতঃকালে ঘোড়ায় সওয়ার হইয়া বেড়াইতে যাইব । বাৰু প্রায় সমস্ত রাত্রি বেগুলিয়ে ছিলেন চারি দণ্ড রাত্রি থাকিতে বাটতে আসিয়া শয়ন করিয়াছেন তাহার পরে চাকর নিদ্ৰা ভাঙ্গাইলেক স্বতরাং উঠিতেই হইল সেই ঘুম চক্ষে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছিলেন দেখেন রৌদ্র হইয়াছে এই ক্ষণে যে পথে সাহেব লোক গিয়াছে সে পথে গেলে লজ্জা পাইব। তাহাতে অন্য কোন পথে যাইতেছিলেন ঘোড়ায় সওয়ার ভাল চিনিতে পারে বাবুর আসন বিবেচনা করিয়া পিঠহইতে ভূমিতে ফেলিয়া দিলেক বাৰু ছাইগাদায় পড়িয়া হাতে মুখে ছাই মাথিয়। সহীসের