পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 ১নংবাদ পত্রে মেকালের কথা সাহেব লোক হিন্দী কথা কহেন তাহাতে ত কার দ কার স্থানে ট কার ড কার উচ্চারণ করেন । বাবুকে যদি কেহ জিজ্ঞাসা করে তোমার নাম কি ডাটারেম গোষ অর্থাৎ দাতারাম ঘোষ এই সকল ছাতারের মৃত্য কি না বিবেচনা করিবেন। ( ২৬ মে ১৮২১ । ১৪ জ্যৈষ্ঠ ১২২৮ ) চৈতন্য মঙ্গল গান শ্রবণের ফল অতিমুমধুর কথা –কোন স্থানে চৈতন্যমঙ্গল গান হইতেছিল সেই স্থানে নিমন্ত্রিত হইয় অনেক লোক শ্রবণ করিতে গিয়াছিল বিশেষতঃ স্ত্রী লোক অধিক। ইতোমধ্যে গায়ক আপন. গুণ প্রকাশ অনেক করিতে লাগিল এবং অঙ্গভঙ্গী ও কটাক্ষ নৃত্য অনেক দেখাইল । তাহাতে কোন ধনাঢ্য ব্যক্তির স্ত্রী অতিগুণগ্রাহিকা ও গুণবতী ঐ সকল দেখিয়া মুগ্ধ হইয়। আপন পুত্রের হস্তে গায়ককে পেল দিবীর নিমিত্ত আটট টাকা দিলেন। সে বিশ বৎসরের বালক বাবু গায়ককে পেল দিলে গায়ক আপন নায়ককতৃক যে পুপমালা প্রাপ্ত হইয়াছিল তাহ বাবুর গলে দোলায়মান করিলেক এবং কানে২ কি কহিয়৷ দিলেক । পরে ঐ শিশু প্রামাণিক বাবু ঐ মালা গলে দিয়া তাহার জননীর নিকটে যাইবামাত্র গুণবতী ঐ মালা সস্তানের গলহইতে আপন গলে দোলায়মান করত রূপ ঐশ্বৰ্য্য মাৎসর্ঘ্য প্রকাশ করিতে লাগিল। পরে কোন সুরসিক বিধবা স্ত্রী তিনিও মহাধনাঢ্য লোকের স্ত্রী তিনি বিবেচনা করিলেন যে আমি সত্বে এই মালার পাত্রী অন্য কেহ নহে ইহাতে ঐ গুণবতীকে কহিলেক ষে আমাকে মাল৷ দেহ । গুণবতী উত্তর করিলেক যে কারণ কি । সুরসিক কহিতে লাগিল ষে বিবেচনা কর যদি ধনের সংখ্যা করিস তবে ধনাঢ্য বলিয়া আমার স্বামির নাম খ্যাত ছিল রাঢ়ে বঙ্গে কে না জানে যদি সৌন্দৰ্য্য বিবেচনা করিস তবে আমার রূপ দেখ এবং এই সভার স্ত্রী পুরুষ সকলে দেখিতেছে আর ঐ গায়ককেও জিজ্ঞাসা কর যদি ভাবিস যে তুই সধবা অনেক অলঙ্কার গায়ে দিয়াছিস আমার গলে যে মুক্তার মালা ও হস্তে যে হীরার আঙ্গুঠী আছে তোর সকল অলঙ্কারের মূল্য ইহার একের তুল্য হইবেক ন যদি বয়সের গরিমা করিস তবে দেখ তোর বয়স পয়ত্রিশ বৎসরের অধিক নহে আমার বয়স চল্লিশ বৎসর হইয়াছে যদি সস্তানের অভিমান করিস তোর চারি পুত্র বিনা নহে আমার পাচ পুত্র ও পৌত্র ও দৌহিত্র হইয়াছে। পরে গুণবতী কহিলেক যে গায়ক ঠাকুর এ মালা আমাকে দিয়াছেন আমার পুত্রের কানে২ কহিয়াছেন এবং আট টাকা পেলা দিয়াছি চক্ষুখাগী তাহ কি দেখিস নাই। পরে সুরসিক কহিলেক তুই আট টাকা পেলা বই দিস নাই আমি বিলাতি ধুতি ঢাকাই একলাই চেলির জোড় সোনার হার বাজু দিয়াছি আর আমার সঙ্গে অনেক কালের জানা শুনা । এই প্রকার কথোপকথনদ্বারা বড় গোল হইলে গানভঙ্গ