পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমগজ పిపిపి কল্য বাকুরোধ ছিল অদ্য বাক্য কহিতেছে ইহা শুনিয়া আমার বাকুরোধ হইল । তবে কি ওবিষয়টা বৃথা হইল । না মহাশয় ইহার মধ্যে একট। স্বসম্বাদ আছে আহার নাই এইট শুনিয়া আসিয়াছি তাহা না শুনিলে কি এপর্য্যস্ত আসিতে পারিতাম। আর২ মহাশয়ের। সেখানে ছিলেন র্তাহারা তাহ শুনিয়া কহিলেন রাম বাচিলাম ওহে বিদ্যানিধি ভায় ন দেব:স্থষ্টি নাশকঃ । ইত্যাদি কথোপকথনের পর বাবু জিজ্ঞাসা করিলেন ভাল বিদ্যানিধি মহাশয় আমারদের এখানে কত গুলি টোল আছে। বিদ্যানিধি কহিলেন যে বাবুজী টোল অনেক আছে কিন্তু সে টোল বোলমাত্র তাহার বিশেষ কহাতে আত্মশ্লাঘ পরগ্রানি হয় তবে মহাশয় জিজ্ঞাসা করিতেছেন কহিবার বাধা কি । শুন কোন লোক অনেক ক্লেশ পাইতেন বাবু তাহাকে অনুগ্রহ করিয়া এক টোল করিয়া দিলেন র্তাহার বিদ্যা নাই ব্যবসায় কি প্রকারে করেন জনেক উপযুক্ত পড়ে রাখিলেন কখন কেহ কোন কথা জিজ্ঞাসা করিলে ঐ পড়ো উত্তর করে এবং বাসাতে ভাইপে ভাগিনেয়কে রাখেন লোকতো জানান যে তাহারা আমার পড়ে তাহারা কথন২ একবার পুথি খুলিয়া বৈসেন এইমাত্র। কখন বাৰু জিজ্ঞাসা করেন ভট্টাচাৰ্য্য মহাশয় স্বরাপানে কি পাপ হয়। উত্তর । ইহাতে পাপ হয় যে বলে তাহারি পাপ হয় ইহার প্রমাণ আগম ও তন্ত্রের দুইটা বচন অভ্যাস ছিল পাঠ করিলেন এবং কহিলেন মদ্য ব্যতিরেকে উপাসনাই হয় না। বলরাম ঠাকুরও মদপান করিয়াছিলেন ইত্যাদি মনোরমা কথাদ্ধারা বাবু তুষ্ট হইয়া টোল করিয়া দিলেন। এবং কোন ভট্টাচার্য্যের টোল কাহারে সঙ্গে ভাগে আছে। গুণাকর বাবু কহিলেন এ বড় নুতন কথা কি প্রকার কহ দেখি। শুন বলি। এক জন বিষয়ী লোক আপন বাসার এক ব্রাহ্মণকে কহিলেন । ওহে ঠাকুর এক পরামর্শ আছে পূৰ্ব্বকালে অধ্যাপক এত ছিলেন না ও বিদায়ও এত পাইতেন না এইক্ষণে দেখিলাম বিষয় কৰ্ম্মে কোন লাভ নাই যাহারা২ টোল করিয়াছেন এক২ নিমন্ত্রণ হইলে ২০০ টাকা প্রধান বিদায় তাহার বিভাগ মত মধ্যম কনিষ্ঠ ও পান আর রূপা ও সোনার ঘড়া গাডু পাওয়া যায় আইস আমি তোমার এক টোল করিয়া দি কিন্তু যত টাকা লভ্য হইবেক তাহা অামি সকল লইব তুমি ১০ টাকা হিসাবে মাহিআনা পাইবা আর বাসা খরচ ও ভোজ্যের কাপড়। উত্তর । যে আজ্ঞা আমার এই যথেষ্ট। গুণাকর বাবু কহিলেন ভাল ভট্টাচাৰ্য্য ইহারদের নিমন্ত্রণ কি প্রকারে লোকে করে। মহাশয় এ কি বড় আশ্চৰ্য্য কথা কাহারো বাবুর উপরোধ কাহারো বা যজমান কিম্ব শিষ্য কোন সাহেবের নিকটে চাকর অাছে সেই সাহেবের উপরোধ এই নানা প্রকার উপরোধে উপায় হয়। ভাল ভট্টাচাৰ্য যদি সভায় বিচার করিতে হয় কিম্ব বিদায় কালীন যদি সেই বাটীর কৰ্ত্ত বিচার শুনিয়া বিদায় করে তবে কি হয়। মহাশয় কয় স্থানে দেখিয়াছেন যে সভায় কিম্ব বিদায় কালীন বিচার হইয়া থাকে অধ্যক্ষ সুপারিশ বুঝিয় বিদায় দেয় কিন্তু এ সকল লেঠা পল্লীগ্রামে আছে সেখানে সভা হইলে বিচার হয় ও বিদ্যা বিবেচনা করিয়া বিদায় করে।