পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏపిసి চনংবাদ পত্রে সেনকালেৰ কথা মহাশয় পাঠাইয়াছেন ৫০ টাকা তাহাকে দিবা কোন কথা কহিতে হইবেক না সে সকল মশলা গুলি দিবেক দেখ কত স্থসার আমা হইতে হইল । ঐ বাটীর চিকিৎসক ধন্বন্তরি মহাশয় আইলেন। কণ্ঠাভরণ তাহাকে দেখিয়া মহাসমাদর করিয়া কহিলেন আইস২ বাপাজী তুমি এ বাটীর চিকিৎসক ভাল২ ওগো মহাশয়েরা ঞিহাকে জিজ্ঞাসা কর আমি কেমন লোক ইনি আমার অন্ত নন আমার মাসতিতে ভায়ার পুত্র অামারদের এক ঘরের কথা । কণ্ঠাভরণ কহিতেছেন শুন বাপু আমি ব্যাধি এই নিরূপণ করিয়াছি ঔষধি এই ব্যবস্থা করিয়াছি ইহাতে এই ফর্দ দেখ যাহা ভাল হয় তাহ কর কিছু অন্ত মত হইয়া থাকে তাহাও বল । ধন্বন্তরি কহিলেন মহাশয়ের কাছে কি আমার পিতার কাছে অব্যবস্থা হইবে তবে আর কোথায় স্থব্যবস্থা হয় অতি ভাল হইয়াছে। আমি এই ঔষধি করিতে মনস্থ করিয়াছিলাম তাহী কি করিব ইহারা মহাব্যয়কুণ্ঠ মানুষ এই নিমিত্ত হয় নাই ঔষধি ভাল ব্যবস্থা হইয়াছে আহারের কি ব্যবস্থা করিয়াছেন। বাপাজী তাহা কি বাকী রাখিয়াছি তুমি কি বিবেচনা কর । মহাশয় আমি বুঝি চিনির মুড়কী দুই চারিটা এইমাত্র। ভাল২ বাপু হে না হবে কেন । ইহা শুনিয়া রোগির মাত কহিলেক ওগো বাছা আমার বড় ক্ষীণ হইয়াছে কিছু আহার দেও দুই একটা মুড়কী খাইয়া কত দিবস থাকিবেক আমি বলি পুরাণ। ভঙুলের অন্ন আর দুগ্ধ কিঞ্চিৎ দিলে ভাল হয় । কণ্ঠাভরণ কহিলেন তোমরা জান না নিদানে লিথিয়াছেন ৷ কপ পীত্তি করে মাছে কপপীত্তি করে দোই । তাহা কদাচ দেওয়া হইবেক না । পরে অনেক বেলা হইল ১৫০ টাকা লইয়া বেন্তর দোকানে ৫০ টাকা অার পেতে পাঠাইয়া দিয়া কবিরাজের ঘরে গেলেন । এখানে বেলা আড়াই প্রহরের সময়ে রোগীর প্রাণ কেমন২ করিতেছে দেখিয়া কবিরাজেরদিগকে ডাকাইলেন । কবিরাজ মুক্ত জারা মৃদ্ধ শীঘ্ৰ আসিয়া কহিলেন ভয় কি কি বলিব ঔষধি তৈয়ার করিতে দিলেক না ভাল২ এই সোনা মুক্ত জারা উহার গাত্রে মাখাও দেখ ইহাতে যদি এ ভাব সারে দ্বিতীয় জন কহিলেন আপনি বিলক্ষণ অনুভব করিয়াছেন তাহী করাইলে তবু ফিরে শেষে কহিলেন ও জানা আছে ও ব্যাধিহইতে মুক্ত কখন হয় না তুমি আমি কি করিব শিব সাক্ষাৎ হইলেও বঁাচে না আর দেখা শুনা কি গঙ্গা যাত্রা করাও ভাগ্যে আমরা আসিয়াছিলাম নতুবা গঙ্গ কদাচ পাইত না এই কথা কহিয়া বিদায় হইলেন । গঙ্গাতীরে রোগীকে রাখিয়া এক জন জ্ঞানবান কবিরাজকে ডাকাইয়া আনাইলেন । কবিরাজ আসিয়া দেখিতেছেন এমত সময়ে রোগী বিছানাতে হস্ত পদাদি ঘর্ষণ করিতেছে । অর্থাৎ শয্যাকণ্টক হইয়াছে। তাহ দেখিয়া রোগীর মাভা কবিরাজকে জিজ্ঞাসা করিলেক বিছানায় হাত বুলাইতেছে কারণ কি। কবিরাজ কহিলেন এক দ্রব্য তত্ব করিতেছে। রোগীর