পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ సిపిక মুপাত্রের বিবাহ হয় নাই। ভাল বাপু চিন্তা করিও না। নকড়ি কহিলেন ভরসা তুমি যাহাতে বংশ রক্ষা হয় তাহ কর এবং বিবাহ সংস্কার প্রধান তাহা ব্যতিরেকে দেহ শুদ্ধি হয় না । শাস্ত্রও এই সংস্কারাদ্বিজমুচ্যতে। ঘটক সান্থনা করিয়া কহিলেন আমি এবিষয়ে চেষ্টা করিব যে হউক মূল ভবিতব্য প্রজাপতির নির্বন্ধ আর তোমার অদৃষ্ট এবং আমার হাত যশ ভাল বাপু তোমার সঙ্গতি কি আছে। নকড়ি কহিলেন নগদ কিছু ও ভূম্যাদি তদ্ভিন্ন ভিক্ষ শিক্ষাতে যত পারি। ঘটক কহিলেন শুন বাপ আহার ব্যবহারে চ ত্যক্ত লজ্জ সদা হবে । অতএব বাপু আমাকে অধিক দিতে হইবে না নগদ দুই শত টাকা আর পারিতোষিক যাহা দেও কেননা তুমি ঘরের ছেলে যে হউক কন্যার পণাপণ এখন কিছু কহিতে পারি না জানিয়া কহিব ইহা কহিয়া ঘটক চেষ্টাতে গেলেন । পরে ঘটক জাহানাবাদ পরগণার আমড়াগাছী গ্রামের ঐকেনারাম ঘোষালের বাটতে উপস্থিত হইলে ঘোষাল সমাদরপূর্বক আসন দিয়া জিজ্ঞাসা করিলেন। মহাশয় বাকুল ছাড়া কবে । ঘটক কহিলেন আমারদিগের গ্রামের তিনের হাটের দিন। পরে জিজ্ঞাসা করিলেন আহারাদির কি হইয়াছে। ঘটক কহিলেন স্যাখেরদের বড় পথুরের পাড়ে হাত পা ধোয়া হইয়াছে কন্তু এখনপর্য্যন্ত ব্যাতে কুট কাটি নাই ইহা শুনিয়া ঘোষাল এক পাথর গুড়মুড়ি জলযোগের কারণ দিলেন পরে অম্বল সম্বলিত সদ্যো রোহিত মৎস্য ও কাচা কলাইর ডাইল ও পুইশাক পাক হইয়া ঘটকের ভোজন হইল। পরে ঘোষাল জিজ্ঞাসা করিলেন কহ মহাশয় এ দেশকে কিসকে আগমন ৷ ঘটক কহিলেন যে যে ব্যবসায় করি তাহাতে সৰ্ব্বত্রেই যাইতে হয় সম্প্রতি একটি অপুৰ্ব্ব পাত্র উপস্থিত বাসন করি তোমার কন্যা প্যারিমণির সহিত শুভসম্বন্ধ করিয়া দি । পাত্র উত্তম কোন অংশে ক্রটি নাই জাত্যংশে ফুলের মুখুটী দাস্থর্বাডুৰ্য্যার সস্তান কাশুপগোত্র নাম নকুড় মোহন গাঙ্গুলী কিন্তু চক্রবর্তিরূপে খ্যাত। পাত্র গুণবান বানান সিদ্ধিফলা জানে এইক্ষণে পাণ্ডববিজয় পড়িতেছে এবং চাকরি আছে নাগসরকারের বাটীতে ঠাকুরের সেবা করে । মেয়েট দুঃখ পাইবে না দুইটা হাল্যে গরু আছে শুন ঘোষাল মহাশয় অন্যান্য ঘটকের মত আমি মিথ্যা কহি না তথাপি আপনি দেখিলেই জানিতে পরিবেন ফলায় নম পরিচায় নম অর্থাৎ ফলেন পরিচয়তে। ঘোষাল কহিলেন সে সকল কন্যার কপাল সম্প্রতি পণাপণের কি ৪০০ টাকা অনেকে কহে কিন্তু পাচ বৎসরের কন্যার পণ ৫০ ০ টাকার কম হইলে মুনাফা থাকে না ইহাতে যদ্যপি সম্মত হন তবে কৰ্ত্তব্য কেননা ঘরবর ভাল । পরে ঘটক বরের নিকটে যাইয়া কহিলেন যে বাপ শুভকৰ্ম্ম এক প্রকার স্থির করিয়াছি এখন তোমার শক্তি লইয়া কথা । আমড়াগাছি গ্রামের শ্ৰীকেনারাম ঘোষালের কন্য। মেয়েট উত্তম শু্যামবর্ণ অঙ্গ সৌষ্ঠব আছে বয়স ১১ বৎসর কিন্তু একটু লক্ষ্মীটেরা সে মঙ্গলসূচক। ঘোষাল প্রধান লোক শ্ৰীদাম স্থবল যাত্রাওয়ালার সহিত আদান প্রদান এমত ঘরের কন্যা পাওয়া ভার ৬০০ টাকা পন তদ্ভিন্ন ডেলা সেলামী ও মোড়চা ৫০ টাকা লাগিবেক গহনা যে দিবা সে তোমারি থাকিবে এই কথাতে ঐ বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ কুলশ্রেষ্ঠ বর নষ্ট ঘটকের মিষ্ট কথায় ইষ্ট