পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম9বাদ পত্রে মেকাল্ডেনৰ কথা سواتي لا يج নাই । ইহার অনেক কারণ দর্শন যায়। কলিকাতাস্থ অনেক বড়২ ঘর এখন দরিদ্র হইয়া গিয়াছে র্যাহারা ইহার পূৰ্ব্বে মহাবাবু এবং সকল লোকের মধ্যে অতিশয় প্রসিদ্ধ ছিলেন র্তাহারদের মধ্যে অনেকেরি এখন সেই নামমাত্র অাছে। কেহ সুপ্রিমকোর্টে মোকদ্দমাকরণেতে নিঃস্ব হইয়াছেন কেহ২ আপনারদের অপরিমিত ব্যয়ে দরিদ্র হইয়াছেন কেহবা অধিকারের যে অংশকরণেতে বাঙ্গালিরা ক্রমে২ হ্রাসপ্রাপ্ত হন তাহাকরণে নিধন হইয়া গিয়াছেন । এতদ্দেশে পূজা ও বিবাহ ও শ্রাদ্ধ এই তিন ব্যাপার টাকা ব্যয়ের প্রধান কারণ এবং ইহাতে অনেকে দরিদ্র হইয়া যান বিশেষতঃ এই তিন ব্যাপারে স্থখ্যাতি প্রাপণার্থে এমত অপরিমিতরূপে ব্যয় করেন যে তাহাতে ঋণেতে একেবারে ডুবিয়া গিয়া পুনৰ্ব্বার ঐ সকল ব্যাপারকরণে অক্ষম হন । উৎসবের হ্রাসহওনের আরো এক কারণ এই যে জ্ঞানবৃদ্ধি। হিন্দুশাস্ত্রে লেখে যে যাহারা জ্ঞানকাণ্ডে আসক্ত র্তাহার কৰ্ম্মকাণ্ডে অনাসক্ত কলিকাতাস্থ মান্য লোকেরদের মধ্যে এখন বিদ্যার অতিশয় অনুশীলন হইতেছে এইপ্রযুক্ত বহুব্যয়সাধ্য যে কৰ্ম্মেতে মানসিক সন্তোষ অল্প এবং বন্ধসম্পত্তির নাশ এমত কৰ্ম্মেতে লোকেরা প্রবৃত্ত হন না। সমারোহপূর্বক এই উৎসবকরণ অল্প কাল হইয়াছে এবং তাহ প্রায় কেবল বঙ্গ দেশেই হইয়া থাকে। রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথমতঃ এই উৎসবে বড় জাকজমক করেন এবং তাহার ঐ ব্যাপার দেখিয়া ক্রমে ২ ব্রিটিস গবর্ণমেণ্টের আমলে যাহারা ধনশালী হইলেন তাহারা আপনারদের দেশাধিপতির সমক্ষে ধন সম্পত্তি দৰ্শাইতে পূৰ্ব্বমত ভীত না হওয়াতে তদৃষ্টে এই সকল ব্যাপারে অধিক টাকা ব্যয় করিতেছেন। ( ১৪ এপ্রিল ১৮২১ । ৩ বৈশাখ ১২২৮ ) চুচুড়ার সং —গত সপ্তাহে মোকাম চুচুড়াতে অনেক২ আশ্চৰ্য্য সং করিয়াছিল । তাহার মধ্যে শ্ৰীশ্রীরামজীকে রাজা করিয়াছিল ও শ্রীমতী রাধাকে রাজা করিয়াছিল এবং স্বন্দর নৌকাতে নৌকাখও যাত্রা হইয়াছিল এবং শরৎ কালীন দশভূজ মূৰ্ত্তি এবং শুম্ভ নিশুম্ভের যুদ্ধ এইং রূপ অনেক প্রকার সং হইয়াছিল ইহার অধ্যক্ষ চুচুড়া শহরবাসী সকল ও কলিকাতাস্থ অনেক কিন্তু দুই ভাগে দুই কৰ্ম্মকৰ্ত্ত এক জনের নাম খোড়া নৰু দ্বিতীয় চোরা নবু। এবংসর এ সংগে খোড়া নবুর জয় হইয়াছে। গত বৎসর সং হইয়াছিল না এ বৎসর উত্তম রূপ হইয়াছে ইহাতে অনুমান হয় প্রতিবৎসর হইতে পারে। (২৩ ডিসেম্বর ১৮২৩ । ৬ পৌষ ১২৩০ ) নূতনগৃহ সঞ্চার –মোং কলিকাতা ১১ দিসেম্বর ২৭ আগ্রহায়ণ বৃহস্পতি বার সন্ধ্যার পরে প্রযুত বাৰু দ্বারিকানাথ ঠাকুর স্বীয় নবীনবাটাতে অনেক২ ভাগ্যবান সাহেব ও বিবীরদিগকে নিমন্ত্ৰণ করিয়া আনাইয়া চতুৰ্ব্বিধ ভোজনীয় দ্রব্য ভোজন করাইয়া পরিতৃপ্ত করিয়াছেন এবং ভোজনাবসানে ঐ ভবনে উত্তম গানে ও ইংল্পগুীয়