পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 公8° ( ৭ এপ্রিল ১৮২৭ ৷৷ ২৬ চৈত্র ১২৩৩ ) কুস্তি লড়াই –সংপ্ৰতি মোং পাতরিয়াঘাটানিবাসি শ্ৰীলশ্ৰীযুত দেওয়ান নন্দলাল ঠাকুরের বাটীর সম্মুখে প্রত্যহ বৈকালে বালিকাপ্রভৃতির মল্লযুদ্ধ হইয়া থাকে। তাহাতে তত্রস্থ বাঙ্গালির বালক প্রভৃতি দুই২ জন এক২ বার মল্লযুদ্ধ করিয়া থাকে। বিশেষতে বালিকারদিগের যুদ্ধ সন্দর্শনে কে না আহলাদিত হন কিন্তু যত লোক সেখানে কুস্তি করিতে আইসে তাহারা পরাজয়ী হইলে গণ্ডগোল করিবার উদ্যোগ করে কিন্তু দেওয়ানজি মহাশয়ের শাসনেতে কেহ কোন বিবাদ করিতে পারে না –তিং নাং । ( ১৬ অক্টোবর ১৮২৪ । ১ কীৰ্ত্তিক ১২৩১ ) স্ত্রীলোকের সাহস —কএক দিবস হইল অষ্টাদশ বর্ষীয়া এক স্ত্রী কলিকাতার নিমতলার ঘাটে মানার্থ আসিয়াছিল তাহাতে ক্রীড়াছলে কুতুহলে সস্তরণদ্বারা অবলীলাক্রমে গঙ্গা পার হইয়া গেল ইহা দেখিয়া অনেকেই চমৎকৃত হইয়াছে। ( ১০ ডিসেম্বর ১৮২৫ । ২৬ অগ্রহায়ণ ১২৩২ ) কলিকাতা —অনেকে অবগত আছেন ষে কলিকাতায় অনেক দিবসাবধি থিয়াটরমেকানিক নামে একটা যাত্রা মধ্যে২ রাত্রিযোগে হইত। সেখানে পৃথিবীর কতক উৎকৃষ্ট নগর ও স্থানের নক্সা উত্তমরূপে লোকেরদিগকে দর্শান যাইত। গত মঙ্গলবার ঐ যাত্রী শেষবার হইয়াছে এবং সেই যাত্রাকর সাহেব সেই সকল ছবি বিক্রয় করিতে উদ্যত হইয়াছেন যদি কলিকাতায় বিক্রয় হয় তবে ভালই নতুবা তিনি সে সকল ছবি ফ্রান্সদেশে ফিরিয়া লইয়া যাইবেন। ( ২২ ডিসেম্বর ১৮২৭ ৮ পৌষ ১২৩৪ ) ঘোড়দৌড় —কলিকাতার প্রথম ঘোড়দৌড়েতে একটা দুৰ্দ্ধৈব উপস্থিত হইয়াছিল বিশেষতঃ তাহাতে শ্ৰীযুত মেজর গিলবর্ট সাহেব ও শ্ৰীযুত বারবেল সাহেব স্ব২ অশ্বারোহণ করিলেন এবং যে সময়ে অতিবেগে তাহারদের ঘোটক নিরূপিত স্থানে আসিতেছিল সেই সময়ে এদেশীয় এক বালক একটা টাটু আরোহণ করিয়া তাহারদের সম্মুখে পড়িল তাহাতে ঐ দ্রুতগামি অশ্বেরদিগকে থামাইতে না পারাতে ঘোড়া ঐ টাটুর উপরে পড়িল তাহাতে র্তাহারা অশ্বহইতে পতিত হইলেন তাঁহাতে র্তাহারা অতিশয় আঘাতী হন নাই কিন্তু ঐ বালকের চোআল একেবারে ভাজিয়া গিয়াছে।