পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBb* চনংবাদ পত্রে মেনকালের কথা জনহিতকর অনুষ্ঠান ( ২৯ আগষ্ট ১৮১৮ । ১৪ ভাদ্র ১২২৫ ) কুষ্টিলোকের কারণ চিকিৎসালয় —আমরা শুনিয়াছি ঐ রূপ এক চিকিৎসালয় মোং কলিকাতায় প্রস্তুত হইবে তাহাতে কলিকাভাস্থ ভাগ্যবান লোকেরা সম্মত হইয়া টাকা দিয়াছে এবং ইহাও শুনা আছে যে কোন এক ভাগ্যবান এই বিষয়ে অনেক টাকা ও ভূমি দিয়াছে। ইহার বিস্তারিত আগামি সপ্তাহেতে ছাপান যাইবে । ( ৫ সেপ্টেম্বর ১৮১৮ । ২১ ভাদ্র ১২২৫ ) কুষ্ঠি লোকেরদের কারণ চিকিৎসালয় – আমরা পূৰ্ব্বে লিথিয়াছিলাম যে প্রক চিকিৎসালয় কুষ্টি লোকের নিমিত্ত কলিকাতায় প্রস্তুত হইয়াছে । ১৮১৮ সালে ২২ আগস্ত সাধারণ ঘরে এই বিষয় এক সম্প্রদায় নিযুক্ত হইল । এই নিবন্ধের নাম এই বুষ্ঠি লোকের নিমিত্ত কলিকাতায় চিকিৎসালয় । তাহীতে কৰ্ম্ম এই হইবে কুষ্ঠি লোকেরদের তত্বাবধারণ ও তাহারদের রোগ প্রতীকারের কারণ ঔযধাদি প্রস্তুত করণ এবং এতদ্দেশে কোন নগরে যদি এমত চিকিৎসালয় হইয়া থাকে তবে তাহার উপকার করণ। এই নিবন্ধের নানা কৰ্ম্ম চব্বিশ জন অধ্যক্ষের দ্বারা করা যাইবে তাহারদের মধ্যে এক ভাগ এতদেশীয় লোক। খ্ৰীযুত বাৰু কালীশঙ্কর ঘোষাল এই কৰ্ম্মে পাচ হাজার টাকা ও বার বিঘা ভূমি দিয়াছেন অতএব যাবজ্জীবন তিনি এ বিষয়ের এক অধ্যক্ষ থাকিবেন। যে২ লোকেরা এ বৎসর ও আগামি বৎসর এ নিবন্ধের অধ্যক্ষ হইবে তাহার এই২ । শ্ৰীযুত কলিকাতার প্রধান ধৰ্ম্মাধ্যক্ষ সাহেব । শ্রযুত জোসেফ বারেটো সাহেব।...শ্ৰীযুত কলবিন সাহেব । শ্ৰীযুত লসিংতন সাহেব।...শ্ৰীযুত দিসুজা সাহেব।--শ্ৰীযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায়। শ্ৰীযুত কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। এতদ্ভিন্ন পাচ জন এতদ্দেশীয় লোক এ বিষয়ের অধ্যক্ষ হইবে । এই বিষয়ে শ্ৰীযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায় প্রথম দুই শত টাকা দিয়াছেন ও প্রতি বৎসর পঞ্চাশ টাকা করিয়া দিবেন এবং শ্ৰীযুত কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ও ঐ নিয়মে টাকা দিয়াছেন ও দিবেন । অতএব এই উত্তম কৰ্ম্ম কেবল পরোপকারার্থক এ কৰ্ম্মের আমুকুল্য করিলে উত্তম হয় যে হেতুক অনন্ত গতিক অনাথ নিধন মহাব্যাধিগ্রস্ত লোকের আহার প্রদান ও রোগ প্রতীকারার্থ ঔষধ প্রদান করা এ নিবন্ধের মুখ্য কৰ্ম্ম । শ্ৰীযুত বাবু কালীশঙ্কর ঘোষাল প্রভৃতিরা যে রূপ এ কৰ্ম্মে সাহায্য করিয়াছেন সে রূপ সাহায্য যদি অন্য২ ধাৰ্ম্মিক লোকেরা করেন তবে এ নিবন্ধের বাহুল্য প্রযুক্ত সহস্র২ দুঃখি রোগগ্রস্ত লোকেরদের মহোপকার হয় ।