পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ S్సఆసి যায় এবং কখন২ চীনদেশীয়েরা মিলায়নামক স্থানেতে ইহারদের সহিত সাক্ষাৎ করিতে আইসে । চীনদেশীয়েরা আপনারদের দেশহইতে তাম্র ও হরিতাল ও হিঙ্গুল ও লৌহপাত্র ও রূপা রেউচিনি চা উত্তম মধু রেশম মদিরা মৃগনাভি বেরদি শুষ্ক ফল এবং কতক২ টাটকা ফল ও কুকুর ও মুরগমনোহরনামক পক্ষিবিশেষ আনে। চীনদেশীয় মহাজনের ক্ষুদ্র২ খচ্চরের উপর আইসে এবং তাহার কহে যে আমারদের দেশহইতে এই স্থানে আসিতে অামারদের দুই মাস লাগে । চীনদেশীয়েরা বিক্রয়ার্থে যে চা আনে সে কাল ও তাহারা তাহার ক্ষুদ্র২ গুলি করিয়া আনে সে চ অভিমুম্বাদু ও যে কাল চ ক্যানটান নগরে বিক্রয় হয় তদপেক্ষা উত্তম । এই চা কিছু দুৰ্ম্মল্য স্বতরাং যাহারা ভাগ্যবান তাহারাই তাহ লয় কিন্তু এমত উক্তি আছে যে ব্রহ্মদেশে এক প্রকার চা জন্মে তাহা স্বমূল্য এবং সাধারণ লোক তাহাই ব্যবহার করে । তাহার ভোজনের পর রক্ষন ও তিলের সহিত মিশ্রিত করিয়া চা পান করে । এবং কোন লোক আইলে প্রথম ঐ দ্রব্য দিয়া সম্বৰ্দ্ধনা করে এক্ষণে এতদ্দেশে যেমন তামাকু । ব্ৰহ্মদেশহইতে চীনদেশে এই২ বস্তু প্রেরিত হয় বিশেষতঃ তুলা হস্তিদন্ত মোম এবং বিলাতি বনাত। আরো শুনা গিয়াছে যে সত্তরি হাজার গাইট তুলা বৎসর২ ব্রহ্মদেশহইতে চীনদেশে যায় সে সকল তুলা প্রায় তাহারা পরিষ্কার করিয়া পাঠায় ব্রহ্মদেশের দক্ষিণ ভাগে যে তুলা জন্মে সে তুলা কিছু খাটো কিন্তু উত্তর ভাগে যে জন্মে সে লম্বা। আরো আমরা শুনিতেছি যে পিগুদেশহইতে চট্টগ্রামে যে তুলা আইসে সেই তুলা দ্বারা ঢাকাই উত্তম মলমল প্রস্তুত হয়। ব্ৰহ্মদেশে আর এক প্রকার বাণিজ্য আছে বিশেষতঃ যে দেশকে ইংগ্লণ্ডীয়েরা লাওস বলেন এবং চীনদেশীয়েরা সান বলে তদেশীয়েরদের সহিত ব্ৰহ্মদেশীয়েরদের নানাপ্রকার বাণিজ্যবাহুল্য আছে অবর্ষাকালে তাহারা জাবাহইতে চারি ক্রোশ দক্ষিণে প্লেকনামক স্থানে আসিয়া মোম ও একপ্রকার বকম কাষ্ঠ এবং গোদ ও রেশম ও তুলাভরা মাজ ও পেয়াজ রক্ষন হরিদ্র ও মসাল বিক্রয় করে এবং তাহারা ব্ৰহ্মদেশহইতে লবণ ও শুষ্ক মৎস্য লইয়া যায়। ঐ প্লেক স্থান বিনা ঐরাবতী নদীর তীরে মধ্যে২ গোলাগঞ্জ আছে তাহাতে দেশীয় লোকেরা আপনারদের মধ্যে বাণিজ্য করে । ( ২৪ নবেম্বর ১৮১৯ । ৬ আগ্রহায়ণ ১২২৬ ) এই সপ্তাহের বাজার ভাও – ' জালুন তুলা আটার টাকা মোন । কাছোড়া তুলা সতর টাকা মোন । পাটনাই তণ্ডুল তিন টাকা বার আনা মোন। পাছড়ি তণ্ডুল উত্তম তিন টাকা দুই আনা মোন । মধ্যম তণ্ডুল দুই টাকা দশ আন মোন । মুগী ততুল উত্তম এক টাকা বার আনা মোন। মধ্যম তণ্ডুল এক টাকা এগার জানা মোন । 을