পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ '^4, ( ১৮ মে ১৮২২ । ৬ জ্যৈষ্ঠ ১২২৯ ) নীলকরকের দৌরাত্ম্য —মপস্বলে কোন২ নীলকারকের প্রজার উপর দৌরাত্ম্য করেন তাহার বিশেষ এই । যে প্রজা নীলের দাদন না লয় তাহারদিগের প্রতি ক্রোধ করিয়া থাকেন ও খালাসীরদিগকে কহিয়া রাখেন ষে ঐ সকল প্রজার গন্ধ নীলের নিকট আইলে সে গর ধরিয়া কুঠাতে আনিবা । তাহারা ঐ চেষ্টাতে নীলের জমীর নিকট থাকে কিন্তু যখন গর নীলের নিকট আইসে যদ্যপি নীলের কোন ক্ষতি না করে তথাপি তখনি সে গরী ধরিয়া কুঠাতে চালান করে সে গরু এমত কএদ রাখে যে তৃণ ও জল দেখিতে পায় না। ইহাতে প্রজা লোক নিতান্ত কাতর হইয়া কুঠীতে যায়। প্রথম তাহারদিগকে দেখিয়া কেহ কথা কহে না পরে গন্ধ অনাহারে যত শুষ্ক হয় ততই প্রজার দুঃখ হয় ইহাতে সে প্রজা রোদনাদি করিয়া সরকারলোককে কিছু ঘুম দিয়া ও নীল দাদন লইয়া গরু খালাস করিয়া গৃহে আইসে । এবং নীলের দাদন যে প্রজা লয় তাহার মরণপৰ্য্যন্ত খালাস নাই যেহেতুক হিসাব রফা হয় না প্রতিসনেই দাদন সময়ে বাকীদার কহিয়া ধরিয়া কএদ রাখে। তাহাতে প্রজারা ভীত হইয়া হালবকয়৷ বাকী লিখিয়া দিয়া দাদন লইয়া যায় । এইরূপ যাবৎ গোবৎসাদি থাকে তাবৎ ভিটায় থাকে তাহার অন্যথা হইলে স্থান ত্যাগ করে যেহেতুক দাদন থাকিতে অন্য শস্য আবাদ করিয়া নিৰ্ব্বাহ করিতে পারে না । সমাচার চন্দ্রিকাদ্বারা এই সমাচার পাওয়া গিয়াছে। ( ৫ আগষ্ট ১৮২৬ । ২২ শ্রাবণ ১২৩৩ ) নূতন বিমা আপিস —আমরা আহলাদ পূর্বক প্রকাশ করিতেছি ধে গেঞ্জেসরিবর ইন্সোরেন্স কোম্পানিনামক এক নূতন বিমা করিবার আপিস ১ আগষ্ট তারিখে ওলদ কোট ইস্ত্রিটে শ্ৰীযুত পামর কোম্পানির দপ্তরখানার বাটীর লাগাও উত্তরে ৫৯ নং বাটতে খোলা যাইবেক তৎকৰ্ম্মাধ্যক্ষ শ্ৰীযুত এন আলেক্সান্দর টি আলপোর্ট ডবলিউ এ লিবিংষ্টোন ই মেণ্ডিস সাহেবের আগামি বার মাহার অর্থাৎ হালসালের ১ পহিলা আগষ্ট অবধি ১৮২৭ সালের জুলাই মাহাপর্য্যস্ত ঐ কৰ্ম্মে স্থির থাকিবেন এবং ঐ বিমা কৰ্ম্ম কিপ্রকার করিবেন তাহার ধারা এই যদ্যপি কোন ব্যক্তি নৌকাযোগে বাণিজ্যের দ্রব্যাদি বিশ হাজার টাকাপৰ্য্যস্ত মূল্য কলিকাতাহইতে শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের অধীন সকল দেশে নানা নদীর দ্বারা পাঠাইতে ও সে দেশহইতে এ দেশে আনাইতে ইহার উপর বিমা করিতে বাঞ্ছা করিলে পূৰ্ব্বোক্ত সাহেবেরা এক পালিস অর্থাৎ ঐ সকল দ্রব্যাদির ঝুঁকি লইলেন এমত লিখিত এক রসিদের ন্যায় দস্তাবেজ দিবেন। আরো শুনা যাইতেছে যে সওদাগরী জিনিসের বিশ হাজার টাকাপৰ্য্যন্ত ঝু"কী লইবেন এবং নগদ টাকা রূপা সোণার বাসন কিম্বা গহনা এই সকলের ত্রিশ হাজার টাকাপধ্যস্ত বিমা করিবেন অর্থাৎ ঝুঁকি লইবেন ।