পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ S°వ) তাহা আপন সরকারহইতে দিবেন। এবং যে২ লোকেরা সেখানে দোকান করিতেছে তাহারদিগকে তিন বৎসরের মেয়াদে বিনা স্বদে জামিনমাত্র লইয়া দোকানের কারণ টাকা দিতেছেন। ইহার দুই ফল নূতন গঞ্জ বসান ও পুরাণ গঞ্জ নষ্ট করা। এবং বৈদ্যবাটার জমীদারও পুরাণ হাট বজায় রাখিবার কারণ অনেক চেষ্টা করিতেছেন। - ( ১৫ মার্চ ১৮২৮ । ৪ চৈত্র ১২৩৪ ) কলিকাতার নূতন বাজার –নানাপ্রকার পক্ষী ও মাংস বিক্রয়ার্থে কলিকাতায় এক বাজার বসাইবার উদ্যোগ হইতেছে ও তাহার ব্যয়ের আন্দাজি হিসাব নীচে লেখা যাইতেছে। কলিকাতার জানবাজারের ৬/১৩/ জমীর মূল্য to e so Q e o to a ইমারতী খরচ to o to ১৬e a ০ চতুৰ্দ্দিগের প্রাচীর ও দোকানের ছাত প্রভৃতি * * * 4 גלוי o ভূমি সমান করা ও পুষ্করিণী প্রভৃতির খরচ to o o & o o o উপরি খরচ o o or ৬৫ a শহরের বাহিরে পশ্বাদি পালনের স্থান খরিদ ●喙峰 У & & о ঐ স্থান ঘিরিতে খরচ 4 * * *) > o o পশ্বাদি ক্রয়ের জন্যে ■ 海 要 Wo o a to У Ф. o o o o একুনে দেড় লক্ষ টাকা এমত শুনা যাইতেছে যে এই টাকা তিন শত অংশেতে বিভক্ত হইয়া সংগৃহীত হইবেক । পরে ঐ বাজারে যে লাভ হইবেক তাহা বৎসর অন্তর হিসাব করিয়া অংশিরদের মধ্যে ভাগ করিয়া দেওয়া যাইবেক । আমরা দেখিতেছি যে শ্ৰীযুত বেলি সাহেব ও শ্ৰীযুত সর চালর্স মেটকাফ সাহেব ও কলিকাতাস্থ অন্য২ সওদাগর সাহেবলোকেরা এই বাজারের অংশী হইয়াছেন তাহাতে ৪৫ জন অংশির নাম সহী হইয়াছে অর্থাৎ ষত অংশী হইবে তাহার ছয় ভাগের এক ভাগের নাম সহী হইয়াছে। কিন্তু এই বিষয় সফল হইবে কি না তাহা এক্ষণে বলা যায় না । ( ৫ জুলাই ১৮২৮ । ২৩ আষাঢ় ১২৩৫ ) বাজার ভঙ্গ –বারাশত পরগনার মধ্যে ঠাকুর পুকুরনামক গ্রামের দক্ষিণাংশে ভট্টাচাৰ্য্যদিগের এক বাজার অাছে এবং তাহার উত্তরাংশে শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ বিশ্বাস এক বাজার বসাইতেছিলেন তাহাতে ভট্টাচার্ষ্য অনিবাৰ্য্য বিরোধ বুঝিয়া প্রভুবর্জ্য জজসাহেবের নিকট দরবার করাতে এমত আজ্ঞা দিয়াছেন যে ঐ নূতন বাজার অবিলম্বে স্বহস্তে উৎপাটন