পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ St>S লিখিতব্য অভিপ্রায়ে কলিকাতানিবাসি সাহেব লোকেরদের এক বৈঠক হইবেক । কোম্পানির ফরমানের মিয়াদ অতীতে চীনদেশ ও ইংল্পগুদেশে যে বাণিজ্যব্যাপার চলে তাহাতে সৰ্ব্বসাধারণ লোকের অধিকার ও ইউরোপীয় লোকেরা স্বচ্ছন্দে ভারতবর্ষে আসিয়া বসতি করিতে পারেন এই উভয় কৰ্ম্মের নিমিত্তে পালিমেণ্টে দরখাস্ত প্রেরণ করিবেন। কলিকাতাস্থ ইঙ্গরেজী সমাচার পত্র পাঠ করিয়া আমারদের বোধ হয় যে সেই সভায় অনেক সাহেবলোক একত্র হইবেন এবং সেখানে যে বাদামুবাদ হইবে তাহার শুশ্রুষা সকলেরি হইবে । ( ২৬ ডিসেম্বর ১৮২৯ । ১৩ পৌষ ১২৩৬ ) টেনহালে সভা —শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের ইজারার কাল উত্তীর্ণ হইলে হিন্দুস্থান ও চীনদেশের মধ্যে বাণিজ্যকাৰ্য্য সৰ্ব্বসাধারণ হয় আর ইউরোপীয় লোকের এদেশে আসিয়া ভালুকদারী ও কৃষিব্যবসায় করিতে পারেন এভদভিপ্রায়ে কলিকাতাবাসি কতকগুলীন সওদাগর ইঙ্গরেজ ও বাঙ্গালী বাবুর ইংল্লণ্ডের মহাসভায় দরখাস্ত পাঠাইবার পরামর্শ স্থিরনিমিত্ত গত ১৫ দিসেম্বর মঙ্গলবার টেনহালে এক সভা করিয়াছিলেন শ্ৰীযুত জান পামর সাহেব সভাপতি হইয়া উক্তবিষয় ব্যক্ত করাতে মেং জান স্মিত সাহেবপ্রভূতি কএক জন সওদাগর আপন২ অভিপ্রায় প্রকাশ করিলেন এতদ্দেশীয়েরদিগের মধ্যে ঐ সভায় আর কেহ না গিয়া থাকিবেন কিন্তু কেবল শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর দ্বিতীয় শ্ৰীযুত বাৰু প্রসন্ননাথ ইঙ্গরেজী কাগজে লিখিয়াছে অল্পমান হয় বাবু প্রসন্নকুমার ঠাকুর হইবেন ইহারদিগের অভিপ্রায় ঐ সাহেবেরদিগের সহিত ঐক্য হইল কিন্তু শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের সিবিল কিম্ব মিলিটরি চাকর কেহ ঐ সভায় যান নাই এবং তাহারদিগের মধ্যে কাহার মত আছে ইহাও কোন কাগজে প্রকাশ পায় নাই । এতদ্বিষয়ে আমারদিগের অভিপ্রায় কিঞ্চিৎ ব্যক্ত করিতে অভিলাষ হইল অতএব লিখি ইউরোপীয় লোকের এ অভিলাষ অর্থাৎ ইঙ্গরেজ তালুকদার ও কৃষক হইলে তাহারদিগের মঙ্গল আছে বিশেষতঃ নীলওয়ালা লোকের মহোপকার হইবেক যেহেতুক ইউরোপীয় লোক এক্ষণে এতদেশীয় লোকের দ্বারা ভূমি ইজার লইয়া কৰ্ম্মনিৰ্ব্বাহ করিতেছেন ইহার পর জমাদার বা তালুকদার হইয়া সংপূর্ণ স্বামিত্বরূপে এ দেশের দীনদুনিয়ার মালিক হইবেন সে যাহা হউক বাঙ্গালী মহাশয়ের র্যাহারা ঐ প্রার্থনাপত্রে স্বাক্ষর করিয়াছেন বা করিবেন তাহারদিগের ইহাতে কি উপকার তাহ জানিতে বাঞ্ছা করি যদি পাঠকবর্গের মধ্যে কেহ লিখিয়া বাঙ্গল সমাচার পত্রে প্রকাশ করেন তবে এতদেশীয় অনেকে ঐ কৰ্ম্মে প্রবৃত্ত হইয়া তত্ত্বৎপন্ন মবলের অংশ হইবার চেষ্টা করিতে পারেন । সং চং ( ২ জানুয়ারি ১৮৩৩ । ২০ পৌষ ১২৩৬ ) ক্লেনিজেসিয়ান অর্থাৎ ইঙ্গরেজলোকের এপ্রদেশে চাসবাসবিষয়ক —শ্ৰীযুত চন্দ্রিকপ্রকাশক মহাশয় সমীপেযু।