পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షాహి ఈ মংবাদ পত্রে চেনকালের কথা ষোল ভাষাতে প্রস্তুত হইয়াছে এখনও আমারদিগের ভরসা আছে যে শ্ৰীযুত লেপটেনেন্ট এইটন সাহেব কর্তৃক নেপালীয় ভাষা ও নেওয়ারীয় ভাষাতে দুই ব্যাকরণ প্রস্তুত হইবেক । ষে সকল সাহেবের কোম্পানীর কৰ্ম্ম যোগ্য হইয়া কৰ্ম্মে চলিষ্ণু তাহারদিগের প্রতি কিছু হিতোপদেশ ও কৰ্ম্মের পরামর্শ বিধান কথনের ষে সাবকাশ আছে তাহা আমি ত্যাগ করিতে পারি না আমার যে আবশুক কথ্য তাহার মূল আমি পূর্বেই কহিয়াছি কিন্তু যে উচ্চপদে তোমরা নিযুক্ত হইতেছ তাহাতে তোমারদিগের পুনঃ২ স্মরণার্থ আমার কথনের আবশ্যকতা আছে কোম্পানীর কৰ্ম্মের প্রথম আবগুক ভারতবর্ষের ভাষা জ্ঞাত হওয়া তাহা আপন সন্ত্রমে তোমরা জ্ঞাত হইয়াছ। এখন তোমরা ইহাহইতে ভারি কৰ্ম্মে নিযুক্ত হইবা তোমরা যে সকল কৰ্ম্মে নিযুক্ত হইবা ইহাহইতে ভারি কৰ্ম্ম মনের গোচরে আইসে না কালক্রমে তোমরা অত্যন্ত্র লোক হইয়াও অনেক লোকের মধ্যে স্বদেশস্থেরদের প্রতিনিধি হইবা এবং স্বদেশের সন্ত্রম ও দেশের ব্যবস্থা তোমারদিগের ইস্তে সমৰ্পণ করা গেল । আমারদের রাজ্য এ দেশের মুখ কিম্ব দুঃখ জন্মাইবে সে তোমারদিগের হাতে। অামারদিগের অধীন লোক হইতে ধন্যপ্রাপ্ত হই কিম্বা শাপগ্রস্ত হই সে তোমারদিগের কৰ্ম্মদ্বারা প্রকাশ হইবেক এবং ভারতবর্ষীয় লোকের ইংল্পওঁীয়েরদিগের যেমত অনুরোধ রাখে ইহার তুল্য পৃথিবীর বিবরণের মধ্যে আহলাদীয় বিষয় নাই । এবং এই অতিশয় মহারাজ্য ভারতবর্ষ ইহার মধ্যে এই অনুরোধ প্রকাশ । চতুর্দিগে দেখ ও আপনারদিগকে জিজ্ঞাসা করহ যে এ অনুরোধের মূল কি এবং দেখ আমারদিগের উপর তাবৎ ভারতবর্ষীয় লোকেরা কি রূপ ভরসা রাখে এবং আমারদিগের শিক্ষার উপর ও পরামর্শের উপর ও অামারদিগের প্রীতির - উপর তাহারদিগের কি পর্যন্ত ভরসা। ও মধ্য হিন্দুস্থানীয়েরদের যে অশ্রুত বাক্য অর্থাৎ মুখ সে অামারদিগের দত্ত এই সকল আপন মনে বিবেচনা করিয়া কহ অামারদিগের রাজকৰ্ম্ম ও সৈন্তীয় কৰ্ম্মের লোকেরদিগের উদ্যোগ ভিন্ন কি ইহা হইতে পারিত আরও এই স্নিগ্ধ বৃক্ষের একটী পাতা অকৰ্ত্তব্য কৰ্ম্মম্বারা শুষ্ক করিও না কালক্রমে তোমারদিগের সকলকে এই চেষ্টা করিতে হইবে যাহাতে এই বৃক্ষের ডাল ও পাতা সৰ্ব্বদ স্নিগ্ধ থাকে। এ পর্য্যন্ত ষে শিক্ষা করিয়াছ ইহাতেই কৃতকাৰ্য্য হইয়াছ এমত মনে করিও না যেহেতুক যে ভাষাদ্বারা ভারতবর্ষীয় লোকেরদিগের মনের উপরে যে অনুরোধ করিবা ইহার কিছু সংখ্যা নাই। ষে বিষয় তাহারদিগকে জ্ঞাত করাইতে বাসন করহ যে বিষয় স্থির রূপে ও কাঠিন্যরূপ প্রকাশ ভিন্ন অন্তরূপে কখন পারিব না ভারতবর্ষীয় লোকেরদিগের কি রূপে উপকার হয় ও স্বদেশের সন্ত্রম বৃদ্ধি হয় শ্ৰীযুত কোম্পানির এতদ্ভিন্ন অন্য চেষ্টা নাই। " আমি আরও বিশেষ কিছু তোমারদিগকে কহিব তোমরা সাধু স্বভাবে সৰ্ব্বদা সৎপথে থাক ইহাও আমার বলিবার আবগুক ছিল না যেহেতুক বালক কালাবধি যে শিক্ষা পাইয়াছ ও যে সকল লোকের মধ্যে সৰ্ব্বদা রহিয়াছ ইহাতে আমার ভরসা হয় যে ইহা আমার কহার