পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ? B সংবাদ পত্রে মেকালেৰ কথা পরিবার লোককে ও লওয়াজিমা দ্রব্য সকল একেবারে চুচড়ায় পহুছিয়া দিবেক তাহাতে ঐ সৈন্য কলিকাতায় কোন লেটার মধ্যে যাইতে পরিবেক না । ইহাতে উভয়দিগে উপকার দর্শিয়াছে সৈন্তেরদের উপকার এই যে তাহারা এখানে পহুছিবামাত্র অধিক শাসনের নীচে থাকে। কোম্পানির উপকার এই যে পূৰ্ব্বাপেক্ষা অল্প লোক মরে । যেহেতুক যত গোরা সৈন্ত ইংগ্রগুহইতে এভদেশে আইসে তাহারদিগের প্রত্যেককে কেবল এ দেশে আনিবার কারণ হাজার টাকার কম লাগে না। ( ১১ অক্টোবর ১৮২৮ । ২৭ আশ্বিন ১২৩৫ ) মহেশতলার জমাদার শ্ৰীযুত বাৰু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তত্রস্থ শ্ৰীযুত বাবু অভয়চরণ বন্দ্যোপাধ্যায়ের সহিত দাঙ্গাকরণ অপরাধে কারাগারে কএদ হইয়াছে পরে বিচারে যাহা হয় বিশেষ অবগত হইয়া সমুদায় বিস্তারিত প্রকাশ করা যাইবেক । ; ( ২১ ফেব্রুয়ারি ১৮২৯ । ১১ ফাল্গুন ১২৩৫ ) বেগারেরদিগকে রাস্তাতে ধরণ —লার্ড হেষ্টিংস সাহেবের আমলে এই মত এক হুকুম হইয়াছিল যে কোম্পানির কোন এক সেনাপতি পথিমধ্যে যাত্রাকরত যদি গ্রামস্থ কোন ব্যক্তিকে বেগার ধরিয়া আপনার জিনিসপ্রভৃতি বহান তবে তাহার শাস্তি হইবে আমরা সংপ্রতি শুনিতেছি যে শ্ৰীশ্ৰীযুত লার্ড কম্বরমীর সাহেব সেইমত হুকুম করিয়াছেন এবং যদি কেহ তাহা উল্লঙ্ঘন করেন তবে তাহার অতিশয় শাস্তি হইবে । ( ১৩ জুন ১৮২৯ ৷ ১ আষাঢ় ১২৩৬ ) বিচারকর্তার নূতন নিয়ম –সংপ্রতি শুনা গেল যে জিলা হুগলির বিচারকর্তা শ্ৰীলশ্ৰীযুত স্মিথ সাহেব সকল গ্রামে এই নূতন নিয়ম করিয়াছেন যে নীচ জাতিরা সকলে একত্র হইয়া মিলিয়া রাত্রি কালে যষ্টি হস্তে করিয়া গ্রামের ভিতরে চৌকি দিবেক এই হুকুম দিয়াছেন কারণ ডাকাতি কিম্ব কোন হঙ্গাম উপস্থিত হইলে সকলে জনরব করিবে তাহাতে গ্রামের পাইক পেয়াদা এবং মণ্ডল ও অবশিষ্ট রাইয়ত লোক প্রভৃতি সকলে একত্র হইয়া যাহাতে তাহা নিবারণ হয় তাহা করিবেক অন্তথা বিচার কৰ্ত্তার নিকট যথা বিধি শাস্তি প্রাপ্ত হইবেক –তিং নাং । ( ৮ আগষ্ট ১৮২৯। ২৫ শ্রাবণ ১২৩৬ ) সুপ্রিমকোর্ট —গত বুধবার ব্যাঙ্গাল হেরেন্ডনামক সমাচারপত্রাধ্যক্ষ শ্ৰীযুত মাৰ্ত্তিন সাহেব ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু নীলরত্ব হালদার ও শ্ৰীযুত বাবু রামমোহন রায়ের নামে সুপ্রিমকোর্টের ওয়াইটনামক উকীল সাহেবের গ্লানিপ্রকাশকরণাপরাধবিষয়ে যে