পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनञ्यiंख्याः పిస్సిరీ ষে স্ত্রীর সন্তান হইয়া হত হইয়াছিল সেই মহারাণীর গর্ভহইতে পুনরায় ১৩ পৌষ এক সস্তান হইয়াছিল সে সস্তানও সেই দিবস পঞ্চভূপ্রাপ্ত হইয়াছে ইহাতে গতিকের উপর কি কহা যায় । সং কেীং । ( ১০ ফেব্রুয়ারি ১৮২৭ । ২৯ মাঘ ১২৩৩ ) খেদজনক সমাচার —শ্ৰীযুত বৰ্দ্ধমানের বড় মহারাজের শেষ বিবাহিত স্ত্রীর দুই পুত্র হইয়া মৃত হইবার সমাচার পূৰ্ব্বে প্রকাশিত হইয়াছে এক্ষণে শুনা গেল যে সংপ্ৰতি ঐ মহারাণীর গর্ভহইতে পূর্ণ অষ্টম মাসে এক পুত্র নির্গত হইয়া মৃত হইয়াছে এবং তদুপসর্গে মহারাণীও পীড়িত হইয়া বৰ্ত্তমান ১৩ মাঘ পঞ্চত্মপ্রাপ্ত হইয়াছেন। সং কৌং। ( ১৪ এপ্রিল ১৮২১। ৩ বৈশাখ ડર રદ ) ইস্তাহার –জনাই সাকীমের শ্ৰীআনন্দচন্দ্র মুখোপাধ্যায় কলিকাতার ইড়িতলার জমীদার তাহার পরলোক প্রাপ্তি হইয়াছে তাহার জমীদারি প্রভৃতি দৌলৎ যে আছে সে সকল শ্ৰীযুত রামনারায়ণ মুখোপাধ্যায়ের নামে উইল করিয়াছে. । ( ১২ মে ১৮২১ । ৩১ বৈশাখ ১২২৮, শনিবার ) মরণ —শ্ৰীযুত করনল মেকিঞ্জী সাহেব মহা জ্ঞানী ছিলেন তিনি এই ভারতবর্ষের কোন২ স্থানে কি২ অাছে এবং পূৰ্ব্ব কালের কোনহ আশ্চৰ্য্য প্রস্তর পাওয়া যায় এই সকল সঞ্চয় ও ཞྀག་ কারণ শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের তরফ নিযুক্ত ছিলেন গত বুধবারে তাহার মরণ ८छ् । ( ৪ আগষ্ট ১৮২১ । ২১ শ্রাবণ ১২২৮ ) মৃত্যু —দিল্লীর বর্তমান শ্ৰীশ্ৰীযুত বাদশাহের দ্বিতীয় পুত্র মীরজা জাহাঙ্গীর বাহাদুরের ১৮ জুলাই তারিখে মোকাম এলাহাবাদে মৃত্যু হইয়াছে। তাহার বয়ঃক্রম বত্রিশ বৎসর হইয়াছিল এবং তিনি অতিক্ষন্দর পুরুষ ছিলেন র্তাহার অপস্মর রোগ অর্থাৎ মৃগী রোগ ছিল। যে দিবস তাহার মৃত্যু হইল ঐ দিবস বৈকালে তাহার কবর দিতে যখন লইয়া গেল তখন হাতী ও ঘোড়া ও গাড়ীপ্রভৃতি সঙ্গে গেল ও হিন্দু মুসলমান প্রায় পঞ্চাশ হাজার লোক সঙ্গে গেল তাহাকে উত্তম সিন্ধুকে সবুজ বর্ণ রেশমী বস্ত্রে আবৃত করিয়া ও রেশমী চাদর উপরে টানাইয়। জুম্মা মসজিদে লইয়া গেল। তথাকার জজ ও কালেক্তর ও রেজেক্টর ও সৈন্তাধ্যক্ষপ্রভৃতি সাহেবের সে স্থানে পূৰ্ব্বে গিয়াছিলেন সকলে থাকিয়া শাহাজাদাকে মসজিদে লইলেন পরে সে দেশের অতিপ্রাচীন নব্বই বৎসরবয়স্ক ও সকল মৌলবীর মধ্যে প্রধান শ্ৰীযুত শাহ আজমল কোরাণপ্রভৃতি পাঠ করিলেন এবং পাঠ সাঙ্গ হইলে তাহার বয়ঃক্রম বৎসরের অনুসারে গড়ে