পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ ভূমিকা সাতুবাবুর পিত। যে-যুগের কথা বলিতেছি, তখন সহমরণ-প্রথা রহিত করার জন্ত আন্দোলনের পর সবেমাত্র সেই প্রথা বন্ধ হইয়াছে ; কিন্তু এই আন্দোলনের জের মেটে নাই। এই নৃতন আইনের বিরুদ্ধে কলিকাতার অনেক গণ্যমান্ত লোক সভা করিয়া আপত্তি করেন ও উহ রহিত করার জন্ত বিলাতে আপীল করিতে মনস্থ করেন । এই সভার উদ্যোক্তাদের নাম ও কাৰ্য্যকলাপের বিবরণ ৩০ • ও পরবর্তী কয়েক পৃষ্ঠায় আছে। এই অংশে বিন্যস্ত সহমরণ-সংক্রাস্ত বহু সংবাদের মধ্যে কয়েকটি পৃ. ২৮২-৮৩, ২৮৫ ) হইতে বুঝা যায় ষে এদেশের অনেক স্ত্রীলোক স্বেচ্ছায় সহমৃতা হইতেন । ৩০৭ হইতে ৩২৩ পৃষ্ঠা পৰ্য্যস্ত ভারতবর্ষ ও বাংলা দেশের অনেক তীর্থ, ধৰ্ম্মস্থান এবং মন্দির প্রভৃতির বিবরণ পাওয়া যাইবে। ইহাদের মধ্যে ৩১২-১৬ পৃষ্ঠায় ಇತ জগন্নাথদেবের পরিচারকদের বর্ণনায় অনেক নূতন তথ্য আছে। এই বিভাগেই রামমোহন রায়ের আত্মীয় সভা (পৃ. ৩০০ ) ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা (পৃ. ৩২০ ), ধৰ্ম্মসভা ( পৃ. ৩০৪ ) প্রভৃতির কথা আছে । এই কয় বিভাগের শেষে ‘বিবিধ’ শিরোনামা দিয়া নানা বিষয়ের সঙ্কলন করা হইয়াছে। এ-সকল সংবাদের অনেকগুলিই কলিকাতা ও মফস্বলের রাস্তাঘাট, সেতু, বাড়ীঘর নির্মাণ সম্বন্ধে । কলিকাতার সংবাদের মধ্যে অক্টারলোনী মকুমেণ্ট, নিমতলার অস্ত্যেষ্টিক্রিয়ার স্থান, প্রভৃতি নিৰ্ম্মাণের সংবাদ এবং কলিকাতায় প্রথম গ্যাসের বাতি ও প্রথম বাষ্পীয়পোত আসার সংবাদ ( পৃ. ৩৪৪, ৩৭৬ ) বিশেষ উল্লেখযোগ্য । ৩৬৯-৭৪ পৃষ্ঠায় ভারতবর্ষের নানা সম্প্রদায় সম্বন্ধে বহু সংবাদ দেওয়া হইয়াছে। ৩৭৮ পৃষ্ঠায় ভূমিকম্পের সংবাদ এবং ৩৭৬ পৃষ্ঠায় একটি বাঙালী স্ত্রীলোক কর্তৃক সন্তানরক্ষার জন্য বাঘ মারিবার সংবাদ উল্লেখযোগ্য। এই বিভাগে যে-সকল সংবাদ বিন্যস্ত হইয়াছে তাহা হইতে বাংলা দেশের বহু ভৌগোলিক তথ্য জানা যাইবে । ‘সমাচার দর্পণে যে-সকল সংবাদ পাওয়া যায় তাহ সম্পূর্ণ করিবার উদেখে সকলের শেষে (পৃ. ৩৮২-৪•• ) পরিশিষ্ট হিসাবে সে-যুগের আর একখানি সংবাদপত্র হইতে কিছু কিছু সংবাদ সঙ্কলন করিয়া দেওয়া হইয়াছে। পূৰ্ব্বেই বলা হইয়াছে যে এই কাগজখানির নাম “दछनूङ' । চিত্র-পরিচয় সমসাময়িক বিবরণের মত সমসাময়িক চিত্রাবলীও ইতিহাসের খুব মূল্যবান উপাদান। বহু ইংরেজ এবং ইউরোপীয় পরিব্রাজক ও চিত্রকর এ-দেশের জীবনযাত্রা, দৃশু, পরিধেয়, অলঙ্কার ও স্থাপত্যের চিত্রসম্বলিত পুস্তক প্রকাশ করিতেন। উনবিংশ শতাব্দীর ইতিহাস সঙ্কলনের পক্ষে এগুলি অপরিহার্ষ্য উপকরণ। এইরূপ সকল পুস্তকের তালিকা এখানে দেওয়া