পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

女88 মংবাদ পত্রে মেকালেৰ কথা তোসামুদে ইয়ার মোসাহেবলোক সমভিব্যাহারে খোস মেজাজে থাকিতেন রাজার নিকট অনেক লোক প্রতিপালিত হইত আপন বিষয় কৰ্ম্ম নিৰ্ব্বাহার্থে দেওয়ান খাজাঞ্চি মুহরির মুন্সি কেরাণি পদাতিক প্রভৃতি ভিন্ন ও অনেক লোক মসহরা পাইত তাহারা কেবল দিনান্তে একবার আসিয়া রাজার সহিত সাক্ষাৎ করিতমাত্র অতএব এমত লোকের মৃত্যুতে কিপৰ্য্যস্ত দুঃখ হয় তাহ বর্ণনা করা যায় না –সং চং ( ৬ জুন ১৮২৯। ২৫ জ্যৈষ্ঠ ১২৩৬ ) রাণীর পঞ্চভূপ্রাপ্তি।—এভন্নগরস্থ মৃত মহারাজ মুখময় রায় বাহাদুরের কএক বাটী আছে তন্মধ্য নিজ বাটীতে র্তাহার মহারাণী থাকিতেন তিনি কোন বিশেষ পীড়ায় ক্লিষ্ট ছিলেন ১৪ জ্যৈষ্ঠ মঙ্গলবার বেলা দুই প্রহরের পর পরলোকপ্রাপ্ত হইলেন পরে তাহার বৰ্ত্তমান দুই পুত্ৰ শ্ৰীলশ্ৰীযুত রাজা বৈদ্যনাথ রায় বাহাদুর ও শ্ৰীযুত রাজা নৃসিংহচম্র রায় বাহাদুর মহারাণীর শব লইয়া নৌকাযোগে কাশীপুরে তাহারদিগের নিজ ঘাটে জাহ্নবীর তটে চন্দনাদি কাষ্ঠে ও স্বত ধূনাদিদ্বারা দাহ করিয়াছেন মহারাণী ভাগ্যবতী ও পুণ্যবতী বটেন যেহেতুক রাজপত্নী রাজজননী ইহাতে ভাগ্যের সীমা কি পুণ্যবতী ও অতিযথার্থ কেননা প্রপৌত্ৰ দেখিয়া লোকান্তর গমন করিলেন । ( ১৬ জুলাই ১৮২৫ । ২ শ্রাবণ ১২৩২ ) বদ্ধিষ্ণু লোকের মৃত্যু —মোং বহুবাজারনিবাসি দুর্গাচরণ পিতড়ী যিনি একাল পৰ্য্যস্ত কলিকাতার সরিপ দপ্তরের মুংমুদী হইয়া মুখে কাল যাপন করিতেছিলেন তিনি কালবশে গত রবিবার কালপ্রাপ্ত হইয়াছেন। এক্ষণে র্তাহার কৰ্ম্ম শ্ৰীযুত বাৰু গৌরীচরণ বন্দ্যোপাধ্যায়' করিতেছেন ও তাবৎ বিষয়াংশীও তিনি হইয়াছেন এবং যৎকিঞ্চিৎ বিষয় শ্ৰীযুত বাৰু বিশ্বনাথ মতিনাল মহাশয় পাইয়াছেন –তিমিরনাশক । ( ৬ আগষ্ট ১৮২৫ । ২৩ শ্রাবণ ১২৩২ ) মৃত্যু —কাচড়াপাড়ানিবাসি রামসুন্দর ঘটক মহাশয় যিনি নবলভ্য ব্রহ্মদেশীয় রাজ্যস্ত:পাতি আরাকাণ প্রদেশে বর্তমান নিয়োজিত পেমেষ্টর অর্থাৎ বক্সি সাহেবের তহবিলদারী কৰ্ম্মে নিযুক্ত ছিলেন তিনি জররোগে পীড়িত হইয়া পঞ্চভূপ্রাপ্ত হইয়াছেন। সং কেীং । ( ২০ আগষ্ট ১৮২৫ ৬ ভাত্র ১২৩২ ) মৃত্যু —সেরাজুদিন আলী খাঁ নামে কাজি উল কোঙ্গত অর্থাৎ প্রধান কাজি সংপ্ৰতি কলিকাতায় পরলোকগত হইয়াছেন তিনি আরবিব ও পারসি বিদ্যাতে অতিনিপুণ ছিলেন এবং মুসলমামেরদের ব্যবস্থাগ্রস্থেতে ও কাব্য শাস্ত্রেতে অদ্বিতীয় ছিলেন । ইনি চল্লিশ বৎসর