পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミBS2 মgবাদ পত্রে মোকানের কথা আছে ও তাহার সঙ্গে যে খণ্ড ও অংশ ভূমি অনুমান বিশ বিঘা তাহ কিছু বেশী হউক বা কমী হউক এবং তাহার সঙ্গে নীল প্রস্তুত করিবার যে সকল দ্রব্যাদি আছে সে সকলেতে ও সে সকলের মধ্যে ও সে সকলের উপর পূৰ্ব্বোক্ত আসামীর যে স্বত্ব ও অধিকার ও সম্পর্ক আছে তাহা উপরে লিখিত কাল ও স্থান ও নিয়মানুসারে বিক্রয় হইবেক । এবং পুৰ্ব্ব লিখিত জিলাতে মহবৎপুর পরগণায় ছাব্বিশ মৌজায় যে এক তালুক আছে তাহাতে ও তাহার মধ্যে ও তাহার উপর পূৰ্ব্বোক্ত আসামীর যে স্বত্ব ও অধিকার ও সম্পর্ক আছে তাহা উপরে লিখিত কাল ও স্থান ও নিয়মানুসারে বিক্রয় হইবেক । এবং কলিকাতা নগরের মধ্যে ষোড়াসাকোতে স্থতালুটির সামিল ও তন্মধ্যস্থিত যে ইষ্টকনিৰ্ম্মিত দোভালা গৃহ বাট বসতি অনুমান দুই বিঘা ভtহ কিছু বেশী হউক বা কমি হউক তাহাতে ও তাহার মধ্যে ও তাহার উপর পূৰ্ব্বোক্ত আসামীর যে স্বত্ব ও অধিকার ও সম্পর্ক আছে তাহ উপরে লিখিত কাল ও স্থান ও নিয়মানুসারে বিক্রয় হইবেক । # ( ১৭ জুন ১৮২৬ । ৪ আষাঢ় ১২৩৩ ) মিত্রের প্রতি –১২২৪ শালে জঙ্গীপুরের দেওয়ান কীৰ্ত্তিচন্দ্র দত্তের পরলোকপ্রাপ্তি হইলে তাহার প্রথম পুত্ৰ শ্ৰীযুত বাবু মহানন্দ দত্ত অপ্রাপ্তব্যবহারপ্রযুক্ত তৎকালে তাহার তাবৎ বিষয় ও জমীদারী কোর্ট আফ ওয়ার্ডসের তাবে ছিল এক্ষণে ১২৩৩ শালের প্রথম বৈশাখ অবধি বাবু মৌম্বফ বয়ঃপ্রাপ্তহওয়াতে শ্ৰীযুত সাহেবান আলিসানের হুকুমানুসারে আপন পৈতৃক তাবৎ বিষয়ের অধিকারী হইয়া ২৮ জ্যৈষ্ঠ শুক্রবার আপন পৈতৃক মসলদে বসিয়াছেন এবং তদুপলক্ষে বাবুজী নানা দেশীয় ব্রাহ্মণ পণ্ডিতেরদিগকে অনেক ধনদান করিয়াছেন ও দীন দুঃখিরদিগকেও আপ্যায়িত করিয়াছেন । আরো শুনা যাইতেছে যে এই আনন্দোৎসবে মাসাবধি মজলিস ও নৃত্যগীতাদীর বাহুল্য হইয়াছিল । ( ৭ এপ্রিল ১৮২৭ । ২৬ চৈত্র ১২৩৩ ) মরণ —আমরা অতিশয় খেদপূর্বক প্রকাশ করিতেছি যে দৌলৎ রাও সিন্ধিয়া বাহাদুর ৪৮ বৎসরবয়স্ক হইয়া সংপ্ৰতি কালপ্রাপ্ত হইয়াছেন সেইহেতুক গত সপ্তাহে কলিকাতার গড়ে ৪৮ তোপ হইয়াছে । তাহার উত্তরাধিকারির বিষয়ে যে কোন বিভ্ৰাট ঘটিবেক এমত সম্ভাবনা নাই । ( ১১ আগষ্ট ১৮২৭ । ২৭ শ্রাবণ ১২৩৪ ) বাবু কানাই মল্লিকের লোকাস্তর গমন ।—আমরা অতিশয় দুঃখিত হইয়া প্রকাশ করিতেছি যে ২৮ শ্রাবণ শুক্রবার বেলা আড়াই প্রহরের মধ্যে বাৰু নিমাইচরণ মল্লিকের চতুর্থ পুত্র বাৰু রামকানাই মল্লিক লোকান্তর গমন করিয়াছেন তদ্বিবরণ এই শুনা গিয়াছে কোন পীড়া