পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ২৬৫ মধ্যে বৈদ্যবাটীতে ওলাউঠারোগে অধিক লোক মারা গিয়াছে ইহাতে বোধ হয় ষে ওলাউঠাও বুঝি ষোগেতে বৈদ্যবাটতে গঙ্গাস্নান করিতে আসিয়াছিল এবং সেখানে তাহার শাসক কেহ না থাকাতে অবাধিতরূপে ঐ সকল বিদেশীয় যাত্রিকেরদের উপর আপন পরাক্রম প্রকাশ করিয়াছে । ( ২৭ এপ্রিল ১৮২২ । ১৬ বৈশাখ ১২২৯ ) •••চৈত্র মাসে গয়া মোকামে মধুগয়া উপলক্ষ্যে যেমত যাত্রিক লোক উপস্থিত হইয়াছিল সেইরূপ ওলাউঠা বৃদ্ধি হইয়া অনুমান ত্রিশ চল্লিশ জন প্রতিদিন মরিয়াছে । বাঙ্গালি যাত্রিক চল্লিশ হাজার ও মহারাষ্ট্রীয় ত্ৰিশ হাজার ও অন্তই দেশীয় ত্ৰিশ হাজার একুনে কম বেশ লক্ষ যাত্রিক হইয়াছিল । ५ { ২৬ ফেব্রুয়ারি ১৮২০ । ১৫ ফাস্তুন ১২২৬ ) প্রয়াগ —বৎসর ২ নানা দেশহইতে যাত্রিকের প্রয়াগ তীর্থে মাঘমাসে গমন করে সে সময় এখন গত হইয়াছে। অন্য২ বৎসর হইতে এই বৎসরে প্রয়াগে অল্প লোক তীৰ্থ করিতে গিয়াছিল এবং পূর্ব২ বৎসর অপেক্ষায় এই বৎসরে সেখানে গঙ্গা যমুনা সঙ্গমে অল্প লোক প্রাণত্যাগ করিয়াছে। এবং সেখানে কোন২ লোক আপনারদের শরীর কাটিয়া ধনবান লোকের নিকটে গেলে তাহারা তাহারদিগকে কিছু২ ধন দেয় এমত ব্যবহার আছে এই বৎসর ঐ রূপ ছই জন লোক পরস্পর কাটাকাটি করিয়া উভয়ের হাতে উভয় মারা পড়িয়াছে। এবং এই বৎসর মহারাষ্ট্রদেশীয় এক জন রাজা প্রয়াগে তীৰ্থ করিতে আসিয়াছিল তাহার সহিত অনেক লোক আসিয়াছিল সে অনেক ধন দান করিয়াছে । ( ৬ জুলাই ১৮২২ । ২৩ আষাঢ় ১২২ন ) তীর্থ যাত্রা –জেলা মুরশিদাবাদের কান্দি গ্রামের দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ মহাশয়ের ভ্রাতৃপুত্ৰ শ্ৰীযুত দেওয়ান বিজয়গোবিন্দ সিংহ বাবুজী মহাশয় সপরিবারে গুরু পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব আত্মীয় কুটুম্ব বান্ধব ইত্যাদি এবং রাজসংক্রান্ত দেওয়ান মুৎসুন্দী উকীল ইত্যাদি প্রায় সাত আট শত লোক সমভিব্যাহারে এবং বজরা ও ভাউলিয়া ও পিনিশ ইত্যাদি আটাইশখান নৌকা সমভিব্যাহারে ত্রিস্থলী অর্থাৎ কাশী গয় প্রয়াগ এবং বৃন্দাবন দর্শনাকাজী হইয়া ১৭ বৈশাখ মোং পাটনাতে পহুছিয়া ঐ সকল লোক সমভিব্যাহারে ও গয়া ধামে গিয়াছেন এবং ঐ সকল লোকের গয়া শ্ৰাদ্ধ করণের যে ব্যয় তাহ শ্ৰীযুত দেওয়ানজী আনুকূল্য করিয়াছেন। সেখানকার কৰ্ম্ম সম্পন্ন করিয়া অবিমুক্ত বারাণশী ধামে খুলকী পথে প্রস্থান করিবেন। ー。8