পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ২৭৩ পেয়াদা গেলে পর কন্যা আপন স্বামীকে কহিল যে তোমাকে দেখিলেই পিতার রাগ বৃদ্ধি হয় অতএব তুমি বাট যাওঁ যদি পোনের দিনের মধ্যে তোমাকে আদরপূর্বক পিতা আনেন তবে এক শত টাকা এহাকে দিবা কিন্তু ঘূদি না আনেন তবে ষোল দিনের প্রাতঃকালে ডুলি পাঠাইবা আমি যাইব । এইরূপ কহিয় তাহাকে বিদায় করিল। পরে ব্রাহ্মণ আর২ স্থানে ও ভদ্রলোকের নিকট অনেক চেষ্টা করিল কিন্তু কেহই তাহার পক্ষ হইল না। তাহাতে ব্রাহ্মণ নিরূপায় দেখিয়া ভাবিল যদি জামাই না আনি তবে কিছু পাই না । সুতরাং চোঁদ দিবসের প্রাতঃকালে জামাই আনিতে গেলেন। জামাই শ্বশুরকে দেখিয়া মহাসমাদরপূর্বক এক শত টাকা শুদ্ধ শ্বশুর বাটীতে গিয়া শ্বশুরকে ঐ টাকা দিয়া আপন স্ত্রীকে সঙ্গে করিয়া বাট আনিল। এমত আশ্চৰ্য্য বিবাহ কখনও প্রায় শুনা যায় নাই। '

( २ भाँहैं >>२२ ! २१ कांग्लन s२२t ) বিবাহ ॥—মোং জনাইর শ্ৰীযুত বাবু রামনারায়ণ মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাৰু রামরত্ব মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু গোলোকচন্দ্র মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু হরদেব মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাৰু তারকনাথ মুখোপাধ্যায় পাচ সহোদর প্রত্যেকেই গুণবান ও ভাগ্যবান ও ধাৰ্ম্মিক ও দাতা ও দয়ালু এবং পরস্পর পঞ্চ ভ্রাতা সংপ্রীতিপূৰ্ব্বক মুখ্যাত। এহারদিগের মধ্যে কনিষ্ঠ শ্ৰীযুত বাবু তারকনাথ মুখোপাধ্যায়ের শুভবিবাহ গত ৯ ফিব্রুআfর বাঙ্গলা ২৮ মাঘ শনিবারে মোং বরাহনগরে শ্ৰীযুত গঙ্গোপাধ্যায়ের বাটীতে হইয়াছে। তাহাতে যেমত সমারোহ হইয়াছিল এরূপ গঙ্গার পশ্চিম পারে সংপ্রতি প্রায় হয় নাই। প্রথমতঃ মজলিসের ঘর ডাকের সাজ ও মোমের সাজ দ্বারা সুশোভিত এবং অপূৰ্ব্ব বিছানাতে মণ্ডিত ও শ্বেত নীল পীত রক্তবর্ণ ঝাড় ও লাষ্ঠন ও দেওয়ালগিরিপ্রভৃতি মানাবিধ রোশনাই হইয়া বিবাহের পূর্ব চারি দিবস নাচ ও গান হইল। তাহাতে বড় মিয়া ও ছোট মিয়া ও নেকী ও কাশ্মীরিপ্রভৃতি প্রধান২ গায়ক আর২ অনেক তযুফাও আসিছিল এ সকল গায়কের যে মজলিসে আইসে সে মজলিস সুখদায়ক হয়। এবং সামাজিক ব্রাহ্মণ ও অধ্যাপকেরদিগের নিমন্ত্রণপূর্বক সমাদরে আনয়ন করিয়া নানাবিধ সম্মান করিয়াছেন এবং দেশ বিদেশীয় ঘটক ও কুলীন যত আসিয়াছিলেন তাহারদিগের বিবেচনা মত পুরস্কার করণে অতিশয় স্বখ্যাতি হইয়াছে। এবং বিবাহের দিবসে মোং কাশীপুরের শ্ৰীযুত বাবু গুরুপ্রসাদ বস্থজার বাগানের নিকটহইতে গঙ্গোপাধ্যায়ের বাটপর্য্যস্ত এক ক্রোশ পথ বান্ধা রোশনাই হইয়াছিল••• (২১ ডিসেম্বর ১৮২২ । ৭ পৌষ ১২২ন ) বিবাহ –গত ১৩ কাৰ্ত্তিক শুক্রবার ত্রিপুরার রাজা শ্ৰীশ্ৰীযুত মহারাজ রামগঙ্গামাণিক্য বহাদরের পুত্র শ্ৰীল ঐযুত কৃষ্ণ কিশোর বড় ঠাকুরের বিবাহ আসাম দেশের রাজার কন্যার \odo