পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミb〜ミ মgবাদ পত্রে মেকালের কথা & ( ৮ জানুয়ারি ১৮২০ । ২৫ পৌষ ১২২৬ ) সহমরণ — ‘‘‘হরচন্দ্র মুখোপাধ্যায় প্রধান কুলীন তিনি মাতামহ সম্পর্কে শ্রীরামপুরের নিকটবর্তি মোং বহলভপুরে বাস করিতেন তাহার বিবাহ অনেক ছিল সংপ্রতি ৬ জানুআরি ২৩ পৌষ বৃহস্পতিবারে তাহার পর লোক প্রাপ্তি হইয়াছে পরে তাহার দুই পত্নী সহগমন করিয়াছেন তাহারদের মধ্যে এক জনের বয়ঃক্রম অকুমান পয়ত্রিশ বৎসর আর এক জনের বয়ঃক্রম সাইত্রিশ বৎসর ছিল। ( ৭ এপ্রিল ১৮২১ । ২৬ চৈত্র ১২২৭ } সহমরণ —গত মহাবারুণী যোগে উড়িষ্যা প্রদেশের অনেক লোক গঙ্গাস্নানে আসিয়াছিল তাহার মধ্যে মোং বাশবাড়িয়া গ্রামে এক ব্যক্তি আপন স্ত্রী প্রভৃতি পরিজন সমৃেত রহিয়াছিল দৈবাৎ শনিবারে গঙ্গাস্বান করিয়৷ সেই রাত্রিতে তাহার পীড়া হইয়া প্রাণ ত্যাগ হইল । পর দিন রবিবার তাহার স্ত্রী সহমরণে যাইতে নিশ্চয় করিয়া ঐ মোকামে গঙ্গাতীরে চারি দিকে চারি হস্ত প্রমাণে এক কুণ্ড কাটাইল ও ঐ কুণ্ড কাষ্ঠ ও চন্দন কাষ্ঠ ও ধুনী ও আর২ স্বগন্ধি মসালাতে পূর্ণ করিয়া তাহাতে অগ্নি সংযোগ করিল। পরে ঐ কুণ্ডের অগ্নি অত্যন্ত প্ৰজলিত হইল দেখিয়া আপন মৃত স্বামির শরীর ঐ প্রজলৎ কুণ্ডে নিক্ষেপ করিল। অনস্তর ঐ স্ত্রী গঙ্গাস্নান করিয়া ও সূৰ্য্যাৰ্য্য দিয়া এক ইtড়ী স্থত কক্ষদেশে করিয়া ঐ অগ্নিকুণ্ডে ঝম্প দিয়া পড়িল এবং তৎক্ষণাৎ ভস্মসাৎ হইল তাহার আত্মীয় লোকেরা হরিধ্বনি করিতে লাগিল । এতাদৃশ সহমরণ ব্যবহার এতদ্দেশে নাই তৎপ্রযুক্ত বিশেষ করিয়া লিখা গেল । ( ৭ জুলাই ১৮২১ । ২৫ আষাঢ় ১২২৮) সহমরণ ॥—দুই সপ্তাহ হইল জিলা বৰ্দ্ধমানের পূর্বস্থলী গ্রামের খামশঙ্কর ভট্টাচার্ষ্য অকুমান পঞ্চাশ বৎসর বয়স্ক হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছেন তাহার স্ত্রী চল্লিশ বৎসর বয়স্ক তাহার সহিত মোকাম গোপীপুরের গঙ্গার তীরে চিতারোহণ করিয়া আত্ম শরীর পরিত্যাগ করিয়াছে। র্তাহারদের দুই পুত্র ও দুই কন্যা বর্তমান আছে । ( ১৮ আগষ্ট ১৮২১ । ৪ ভাত্র ১২২৮ ) সহমরণ ॥—এই সহমরণবিবরণ এক সাহেবের পত্র প্রমাণে মোং কলিকাতার ইংরেজী সমাচারপত্রে ছাপা হইয়াছে তদৃষ্টে আমরাও ছাপা করিতেছি কিন্তু কোন মোকামে ও কোন লোকের মধ্যে তাহ লিখিত নাই । কোন স্থানে এক ব্যক্তির মৃত্যু হইলে পর তাহার ত্রিশ বৎসরবয়স্ক স্ত্রী সহগমন করণার্থে আজ্ঞাপেক্ষা করিয়া তথাকার জজ সাহেবের নিকটে আসিয়াছিল পরে বৈকাল বেলাতে শ্ৰীযুত জজ সাহেব ও ষে সাহেব এই পত্র লিথিয়াছেন এই