পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম R SS్చ দগ্ধ করেন এই রীতি চলিত করিলেন। ওই স্ত্রী পরম্পরা দাহের রীতি স্বার্থপর এবং পরামুগামি ইতর লোকের ও অত্যন্ত মনোনীত হইবাতে তাহারা ও তদনুরূপ ব্যবহারে ঝটিতি প্ৰবৰ্ত্ত হইয়া আপনারদের অত্যন্ত মান্য শাস্ত্র উপনিষৎ ও ভগবদগীতাকে অবহেলন করিয়া এবং ভগবান মন্থ যিনি প্রথম ও সৰ্ব্বশ্রেষ্ঠ ধৰ্ম্মবক্ত হন তাহার যে আজ্ঞা অর্থাৎ ক্ষমা আবলম্বন ভপোরাপ ধৰ্ম্মযাজন আর আপনাকে কায়িক সুখ হইতে রহিত করণইত্যাদি ধৰ্ম্ম আমরণাস্ত বিধবা করিতে থাকিবেন ৫ অধ্যায় ১৫৮ শ্লোক, তাহাকে ও তুচ্ছ করিলেন। বাস্তবিক ইহারা স্ত্রী পরম্পরার প্রতি আপন২ সন্দিগ্ধান্তঃকরণের সাত্বনার নিমিত্ত এইরূপ ব্যবহারে উদ্যত হইলেন কিন্তু লোকেতে এমত গৰ্হিত কৰ্ম্ম হইতে আপনাদিগগে নির্দোষ করিবার মিথ্যা বাসনায় সাক্ষাৎ দুৰ্ব্বল শাস্ত্রের কতিপয় বচন যাহাতে স্বেচ্ছাপূর্বক বিধবাকে স্বামির জলচ্চিতারোহণ করিবার অনুমতি দিয়াছেন তাহ পাঠ করিতেন যেন তাহারা এরূপ স্ত্রীদাহ ব্যবহারকে শাস্ত্রের আজ্ঞানুসারে করিতেছিলেন কিন্তু স্ত্রীলোকের প্রতি সন্দেহে মুগ্ধ হইয়া করেন নাই । বস্তুত ইহা অতিশয় সৌভাগ্য যে শ্ৰীলশ্ৰীযুত ইংলণ্ডীয় এতদ্দেশাধিপতিরা র্যাহাদের আশ্রয়ে ঈশ্বরপ্রসাদাৎ এদেশীয় স্ত্রী পুরুষ তাবৎ প্রজাদের জীবন সমৰ্পিত হইয়াছে তাহারা বিশেষ অনুসন্ধান দ্বারা নিশীয় রূপ জানিলেন যে ওই সকল দুৰ্ব্বল শাস্ত্রের বচন যাহাতে বিধবাদিগগে ইচ্ছাপূৰ্ব্বক জলচ্চিতারোহণের অনুমতি আছে তাহাকে কার্ধ্যের দ্বারা অমান্ত করিতেছিলেন এবং ওই সকল বচনের শব্দের ও তাৎপর্ঘ্যের সম্পূর্ণ মতে অন্যথা করিয়া পতিবিহীনাদের আত্ম অন্তরঙ্গের હરું বিহলাদের দাহকালীন তাহাদিগ্‌গে প্রায় বন্ধন করিতেন এবং তাহার চিতা হইতে পলাইতে না পারেন এ নিমিত্ত তদোগ্য রাশীকৃত তৃণ কাষ্ঠাদি দ্বারা তাহদের গাত্র আচ্ছন্ন করিতেন মনুষ্য স্বভাবের ও করুণার সৰ্ব্বথা বিরুদ্ধ এই ব্যাপার ভুরি স্থানে পুলিসের সংক্রান্ত গ'ল" যাহার প্রাণির রক্ষার ও লোকের শান্তি ও স্বচ্ছন্দতার নিমিত্তে ব্যৰ্থ নিযুক্ত হইছেন তাহাদের অস্পষ্ট অনুমতিক্রমে সম্পন্ন হইতেছিল। অনেকস্থলে যেখানে সক্ষম মাজিষ্ট্রেট সাহেবের আশঙ্কায় পুলিসের এতদেশীয় আমলারা আপন২ ইচ্ছানুরূপ আচরণে নিবারিত ছিল কেই২ বিধবা কিঞ্চিৎ দগ্ধ হইয়া চিতাহইতে পলায়নপূৰ্ব্বক আপন প্রাণ রক্ষা করিয়াছেন কেহ২ বা ভয়ঙ্কর ব্যাপার দেখিয়া চিতার নিকট হইতে নিবৰ্ত্ত হইলেন যাহার দ্বারা তাহারদের প্রবত্ত্বকদের মরণ তুল্য নৈরাশ জন্মিল। কোন স্থানে বিধবাদিগগে এরূপ মরণ উচিত নহে ইহা বিশেষ মতে বোধগম্য করতে এবং তাহীদের রক্ষার ও যাবজীবন প্রতিপালনের অঙ্গীকার করিবাতে র্তাহারা আপনারদের জ্ঞাতি ও আত্মীয়কর্তৃক ভৎসন রাশিকে আপনাদের উপর স্বীকার করিয়াও সহমরণ হইতে নিবৰ্ত্ত হইয়াছেন। তাবৎ সহমরণ ঘটিত ব্যাপার যাহা স্বয়ং অভিদারুণ ও কুৎসিং এবং ইংলণ্ডীয় অধিকারের নীতির অস্তি বিরুদ্ধ তাহার প্রণিধানপুৰ্ব্বক শ্ৰীলশ্ৰীযুত কৌন্সলে বিচার ও ক" উভয় প্রদর্শিত নীতির বিশেষানুষ্ঠানে উছ্যক্ত হইয় ইংলণ্ডীয় নামের মহিমা স্বচনার্থ আবখ্যক কৰ্ত্তব্য বোধ এই২ নিয়মকে নিৰ্দ্ধারিত করিলেন যে শ্ৰীলশ্ৰযুতের হিন্দুপ্রজাদের স্ত্রীলোকের প্রাণরক্ষা অধিক যত্ন পূৰ্ব্বক