পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ২৯৭ বাৰু জগন্মোহন মল্লিক ও শ্ৰীযুত বাবু রূপলাল মল্লিকের মাতৃশ্ৰাদ্ধ হইয়াছে তাহাতে রূপ্যময় চারি দানসাগর ও স্বর্ণময় চারি যোড়শ ও তদুপযুক্ত শয্যা ও আর২ দ্রব্য সকল অকৃত্রিম হইয়াছিল। এতদ্ভিন্ন তাহার পৌত্রের। পাচ সহোদর নিজালয়ে পৃথগানস্থান করিয়া দুই রূপময় দানসাগর ও দুই স্বর্ণময় ষোড়শ ও তদুপযুক্ত আর২ দ্রব্য এবং শ্রেণীক্ৰমে থাল পূর্ণ মুদ্র উৎসর্গ করিয়াছেন । এই শ্রাদ্ধে নানা দিগেদশহইতে যে সকল কাঙ্গালি আসিয়াছিল তাহারদিগকে অবচ্ছেদাবচ্চেদে এক ও দুই টাকা করিয়া দান করিয়াছেন ইহাতে কোন বিষয় ক্রটি হয় নাই । ( ১৪ মে ১৮২৫ । ২ জ্যৈষ্ঠ ১২৩২ ) কীৰ্ত্তিৰ্ধস্য স জীবতি —মহানগর কলিকাতার মধ্যে ২০ বৈশাখ রবিবার বাবু রামদুলাল সরকার মহাশয়ের আদ্য শ্রাদ্ধ হইয়াছিল তাহার শৃংখলা ও ব্যয় দেখিয়া সকলেরি চমৎকার বোধ হইয়াছে স্বর্ণ রূপ্য নিৰ্ম্মিত তৈজস এবং হস্তী ও নৌকা গাড়িপ্রভৃতি কত ২ দান সামগ্রী প্রস্তুত হইয়াছিল তাহা সৰ্ব্বত্র এক দৃষ্টান্ত স্থলের ন্যায় হইয়াছে এমত বৃহদ্ব্যাপারে যে কোন অংশে ক্রটি হয় নাই ইহাতে তৎ সস্তানের ও অধ্যক্ষ সকলে ধন্যবাদের ভাগী হয়েন । কাশী ও কাশ্মীর ও সৌরাষ্ট্র ও মহারাষ্ট্র ও কাঞ্চী ও কান্তকুঞ্জপ্রভৃতি নান দিগেদশীয় অধ্যাপকেরদিগের নিকট নিমন্ত্রণ প্রেরিত হইয়াছিল অর্থাৎ এতদ্দেশীয় ব্রাহ্মণ পণ্ডিত শুদ্ধা প্রায় সাত আট সহস্ৰ জন হইবেন এ হারদিগের বিদায়ের বিষয় যেরূপ শুনা যাইতেছে তাহা অতিবাহুল্য অধিকন্তু ভাগ্যের কৰ্ম্ম এই হইয়াছে যে লক্ষ২ কাঙ্গালী বিদায়কালীন কোন গোলযোগ হয় নাই সকলেই কষ্টব্যতীত প্রত্যেকে এক২ টাকা পাইয় বিদায় হইয়া গিয়াছে । ইহাতে কত লক্ষ টাকা ব্যয় হইয়াছে তাঁহা অনুমান করা যাইতে পারে নাই যেহেতুক অম্মদাদির দৃষ্টিগোচর নহে ধাহা হউক বাস্তবিক তাহার বিশেষ বর্ণনে বর্ণীভাব হয় –সং কেীং ( ૨8 cમ sઝ૨૬ | ૨ | ૨૭ર ) শ্রাস্কোপলক্ষে দান –বাবু রামদুলাল সরকারের শ্রাদ্ধে যে সকল দানাদি উৎসর্গ হইয়াছিল তাহা পূৰ্ব্বে প্রকাশ করা গিয়াছে। শ্রাদ্ধ দিবসে দানাদির সহিত স্থসজ্জিত সভার শোভার বিষয় বিশেষ বর্ণন করিয়া প্রকাশ করিতে অামারদের মানস ছিল কিন্তু অনুসন্ধান করা গেল ষে সকল লোক সভারোহণ করিয়াছিলেন তাহার কেহ বিশেষ লিখিয়া প্রেরণ করেন মাই স্বতরাং তদ্বিষয় বর্ণনে ক্ষান্ত হইলাম। এক্ষণে সকল দান দ্রব্যাদি এবং মুদ্রাদিদ্বার অধ্যাপক ভট্টাচাৰ্য্য নিমন্ত্রণাহুত রবাহত উপস্থিত ব্রাহ্মণ পণ্ডিতেরদিগের যাহা বিদায় করিয়াছেন এবং কাঙ্গালি বিদায়ের বিশেষ যাহা জনশ্রুতি তাহা প্রকাশ করিতেছি । নবদ্বীপাদি নানাদেশবাসি প্রধান২ অধ্যাপকেরদিগকে নগদ ১৭১ মুদ্র ও রূপার ঘড়া এক । Var