পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NLස ෆ মংবাদ পত্রে সেনকালেৰ কথা শ্ৰীশ্ৰী গদাধরের পাদপদ্মে ১০০ স্বর্ণ পুত্তলিকা ওজন ৬০ তোলা স্বর্ণ তুলসীপত্র এবং তুলসীমঞ্জরী আর হীরার কলিকা ১০০ জরির হাসিয়া পাল্লাদার দোশালা ৩ এই সকল দ্রব্য দিয়া পূজাপূর্বক পিণ্ডদান করিয়া দক্ষিণা এক লক্ষ ছেষটি হাজার টাকা দিলেন পরে অক্ষয়বটমূলে শ্রাদ্ধ সাঙ্গ করিয়া পুনৰ্ব্বার পাচ হাজার টাকা দক্ষিণ দিলেন আর২ দ্রব্য ও ব্রাহ্মণভোজনের পরিপাটীর কি লিখিব দক্ষিণার সংখ্যা বিবেচনায় বিবেচনা করিবেন তথাকার গয়ালিরা কহেন যে এতাদৃশ ঘটাপূর্বক শ্ৰাদ্ধ দুই শত বৎসরের মধ্যে কেহ করেন নাই যাহা হউক এক ব্রাহ্মণকে একেবারে অদৈন্ত ও অযাচক করিয়া দিয়াছেন। সং চং আত্মীয়সভা

{ ২২ মে ১৮১৯ । ১০ জ্যৈষ্ঠ ১২২৬ ) বেদাস্ত মত –৯ মে রবিবার শ্ৰীযুত রাধাচরণ মজুমদারের পুত্ৰ শ্ৰীকৃষ্ণমোহন ও শ্রব্রজমোহন মজুমদারের ঘরে শ্ৰীযুত রামমোহন রায় প্রভৃতি সকল বৈদাস্তিকেরা একত্র হইলেন এবং পরস্পর আপনারদের মতের বিবেচনা করিলেন । আমরা শুনিয়াছি যে সেই সভাতে জাতির প্রতি বিধি কিম্বা নিষেধ বিষয়ে বিচার হইল ও খাদ্যের প্রতি ষে নিষেধ আছে তাহারও বিষয়ে বিচার হইল। এবং যুবতি স্ত্রীর স্বামি মরণানন্তর সহমরণ না করিয়া কেবল ব্রহ্মচর্য্যে কাল ক্ষেপ কৰ্ত্তব্য এই বিষয়েও অনেক বিবেচনা হইল এবং বৈদিক কৰ্ম্মের বিষয়ে বিচার হইল সেই সময়ে বেদের উপনিষদহইতে আপনারদের মতানুযায়ি বাক্য পড়া গেল ও তাহার অর্থ করা গেল ও র্তাহারা বেদান্তের মতানুসারে গীত গাইলেন । ( ১২ জুন ১৮১৯ । ৩১ জ্যৈষ্ঠ ১২২৬ ) বৈদাস্তিক —৩০ মে তারিখে মোং খিদিরপুরে দেওয়ান মোতিচান্দের ঘরেতে অনেক২ বৈদtiস্তকের একত্র হইলেন ও সকলে আপনারদের মতের অনেক বিবেচনা ও প্রশংসা করিলেন ও স্বমত সিদ্ধ গান করিলেন । ঐ তারিখে ঐ স্থানে যত বৈদাস্তিক লোক একত্র হইয়াছিলেন এত বৈদাস্তিক লোক কখনও অশুভ্র একত্র হন নাই । ধৰ্ম্মসভা ( ২৩ জানুয়ারি ১৮৩০ । ১১ মাঘ ১২৩৬ ) ধৰ্ম্মবিষয়ে সভা —৫ মাঘ ১৭ জামুআরি রবিবার সংস্কৃত কলেজে কলিকাতাস্থ হিন্দু ঙ্গিালী ও হিন্দুস্থানী প্রধান লোকেরদিগের এক সভা হইয়াছিল ঐ সভায় সম্রাপ্তসমূহ সমাগত