পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CBB EBYS LBDBBBD DBaa مسون عنتيلا . লোক সেই মেলা দর্শনার্থ ও গঙ্গাস্নানার্থ আইসে এই বৎসর সেখানকার মেলার সমাচার লিখা যাইতেছে। সেখানে ছাব্বিশ তীর্থ স্থান আছে বিষ্ণুকুও ও মনসা দেবী ও রামকুও ও সীতাকুণ্ড ও লক্ষ্মণকুও ও স্বৰ্য্যকুণ্ড ও ভীমকুণ্ড ও স্বৰ্গদ্বার ও ভদ্রঘাট ও গোঘাট ও কুশাকৃত ও চণ্ডিকাদেবী ও লীলেশ্বর মহাদেব ও বিষ্ণুতীর্থ ও সপ্তসমূদ্র ইত্যাদি এই সকল স্বান পরস্পর দূর। এবং হরিদ্বার যাহাকে কহে সে পাচ পুরী সেখানে দুই হাজার ব্রাহ্মণ অধিকারী আছে কিন্তু তথাপি কোন২ ব্যক্তি আপনারদের পৈতৃক পুরোহিতদ্বারা কৰ্ম্ম করিয়া তাহাকেই দক্ষিণাপ্রভৃতি দেয় ঐ অধিকারিরদিগকে দেয় না। এই বৎসর লোকযাত্রা সেখানে বিস্তর হয় নাই যেহেতুক আগামি বৎসরের ষে মেলা হইবেক সে অতিশয় তাহার নাম কুম্ভিকামেলা সে মেলা বার বৎসর অস্তরে একবার হয় । এই বৎসর পঞ্জাবহইতে অনেক লোক আসিয়াছিল এবং পেশোর শহরহইতে এক হাজার ব্রাহ্মণ আসিয়াছিল । # অনেক হিন্দুরা সেখানে আসিয়া গঙ্গার মধ্যে স্বর্ণ মোহর ও টাকা ফেলিয়া দেয় অধিকারিরা তাহ উঠাইয়া লয়। কতক বৎসর হইল কতক চামার ও মুচির ব্ৰহ্মকুণ্ডেতে স্নান করিয়াছিল। ইহাতে ব্রাহ্মণের কহিল যে অপবিত্র জাতিস্পর্শেতে গঙ্গা জল রক্ত বর্ণ হইয়াছে ইহাতে সেখানকার ব্রাহ্মণের অনেকে তাহারদিগকে লাঠী মারিয়া তাড়িয়া দিল তদবধি চামারের সেখানে যায় কিন্তু সে অপহতার ব্ৰহ্মকুণ্ডে স্নানাদি করিতে পায় না । - এই বৎসরে সেখানে এক হিন্দু পুণ্যার্থে কতক পয়সা লইয়া গিয়াছিল অধিকারির জন পাচ সাত ঐ পয়স কাড়িয়া লইতে তাহার প্রত্যেক অঙ্গ ধরিল । তাহাতে ঐ হিন্দু গঙ্গার মধ্যে সে সকল পয়সা ফেলিয়া দিয়া কহিল যে তোরদিগকে কেন দিব গঙ্গাজীকে দিলাম । এক ভাগ্যবান তৈর্থিক আপন টাকা কাপড়ে বান্ধিয়া গঙ্গাতীরে রাখিয়া স্নানার্থে জলে প্রবিষ্ট হইল । ইত্যবসরে এক বানর আসিয়া ঐ বস্ত্র শুদ্ধ টাকা লইয়া এক বৃক্ষের উপরে সমুদায় টাকা এক২ করিয়া গঙ্গাতে ফেলিয়া দিল। অধিকারিরা কহিল ষে এই বানর এই টাকা গঙ্গাকে দিল ইহা কহিয়া আপনার লইতে জলে ডুবিতে লাগিল কিন্তু কেবল কাদা পাইল । সেখানে তিন চারি মোন পিতলের এক মহাঘণ্টা ছিল সে ঘণ্টা এই মেলাতে চোরে l { ৫ ফেব্রুয়ারি ১৮২৪ ৷ ২৪ মাঘ ১২২৬ ) হরিদ্বারের যাত্রা –হরিদ্ধারে কুম্ভকামেলা নামে এক যাত্রা আগামি কুম্ভসংক্রাস্তিতে হুইবেক । সে যাত্রা বার বৎসর অন্তরে একবার হয় তাহার কারণ এই যে যে বৎসর স্থৰ্য্য ও বৃহস্পতি কুম্ভরাশিগত হন৷সেই বৎসর কুম্ভযাত্রা সেখানে হয় যেহেতুক বৃহস্পতি বার বৎসর