পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ^కి$$ ( ১৯ ফেব্রুয়ারি ১৮২০ । ৮ ফাল্গুন ১২২৬ ) গঙ্গাগোবিন্দ সিংহের দেবালয় –মোং নবদ্বীপের উত্তর পারে রামচন্দ্রপুরে দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ যে দেবালয় করিয়া দেব সংস্থাপন করিয়াছিলেন সংপ্রতি সে দেবালয়ের মন্দির সকল ভগ্নপ্রায় হইয়াছে অতএব সে সকল দেববিগ্রহেরদিগকে নবদ্বীপে রাখিয়া সেবা করিতেছেন ও মন্দির মেরামত করিতেছে মন্দির মেরামত হইলে সে সকল দেববিগ্রহেরদিগকে স্বস্বস্থানে রাখা যাইবে । ( ১৯ ফেব্রুয়ারি ১৮২০ ৮ ফাল্গুন ১২২৬ ) চুরি —মোং বাশবাড়িয়াতে নৃসিংহদেব রায় হংসেশ্বরী প্রতিমা সংস্থাপন করিয়াছিলেন এবং তাহার অলঙ্কার দুই তিন হাজার টাকার স্বর্ণরূপ্যাদি ঘটিত দিয়াছিলেন এবং প্রতি অমাবস্যা রাত্রিতে র্তাহার পূজা হইয়া থাকে সংপ্রতি গত অমাবস্যা রাত্রিতে পূজাবসান কালে তাহার সমুদয় অলঙ্কার ও অন্য২ ব্যাবহারিক দ্রব্য চুরি গিয়াছে তাহার তদারক অনেক হইতেছে । ( ના હથ્રિન > ૨૦ મા રક્ત 25 ૨૨૭ ) গঙ্গাসাগর –গঙ্গাসাগর উপদ্বীপের বন প্রতিদিন কাটা যাইতেছে এবং দিনে২ লোক বসতির অাশা বাড়িতেছে । আমরা তিন চারি মাস হইল এই বিষয় কোন সমাচার দেই নাই কিন্তু ইহারি মধ্যে অনেক২ ইংগ্রগুীয় ও এতদ্দেশীয় ভাগ্যবান লোকেরা সেখানে অনেক ভূমি ক্রয় করিয়াছেন। ষে সাহেব লোকের ঐ কৰ্ম্মের অধ্যক্ষ আছেন তাহারদের নিকটে কতক দিন হইল প্রযুত বাবু রামমোহন মল্লিক এই যাজ্ঞা করিয়াছেন যে তাহারা গঙ্গাসাগর মোকামে কপিলদেবের আশ্রমের চতুদিকে পাচ শত বিঘ ভূমি তাহাকে দেন। এবং ঐ মল্লিক সে স্থানে এক মন্দির ও সে স্থানের ঘাট বান্ধ ও ব্রাহ্মণেরদের বেতন এই২ সকল খরচের কারণ লক্ষ টাকা দিতে কল্প করিয়াছেন। এবং ঐ অধ্যক্ষ সাহেবেরদিগকে তিনি কহিয়াছেন যে এইং ব্যয়ের কারণ লক্ষ টাকা আমি তোমারদের নিকটে অপিত করি ভোমরা এই সকল খরচ করহ কেবল আমি ব্রাহ্মণেরদিগকে নিযুক্ত করিব তাহারদের বেতন তোমরা দিবা। এবং যদি এই খরচপত্র করিয়া লক্ষ টাকার কিঞ্চিৎ উদ্ভূক্ত হয় তবে কলগছী অবধি গঙ্গাসাগরপর্যন্ত এক বড় রাস্ত করা যাইবেক । ইহার কারণ এই যে ঐ অধ্যক্ষ সাহেবের না বুঝেন যে মল্পিক আত্ম লাভের নিমিত্ত এই রূপ ব্যয় করিতে প্রবৃত্ত হইয়াছেন। এই রূপ হইলে গঙ্গাসাগর ক্রমেই শহর হইতে পরিবেক যেহেতুক ক্রেতা ও বিক্রেতা লোকেরদের দ্বারা শহর জন্মে। প্রথমে ক্রেতা লোক বসতি করিলে স্থতরাং বিক্রেতা লোকেরা সেখানে আপনারা যায়।