পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nడి:్సSల সংবাদ পত্রে লোকালেৰ কথা ৫১ খড়গধোয়ানিয়া ৷ পশ্চিম দিগহইতে জগমোহননামক স্থানপৰ্য্যন্ত উচ্ছিষ্ট মার্জন। করে । ৫২ নাগাধ্যাস ॥ মহাপ্রভূর স্বানের বস্ত্র কাচে ও শুকায় । ৫৩ দারিগানী ॥ মহাপ্রভুর চন্দন লেপনের পূৰ্ব্বে গীত গায় । ৫৪ পুরাণ পাগু| মহাপ্রভুর দ্বারে পুরাণ পাঠ করে । ৫৫ বীণকার ॥ বীণা বাজায় । ৫৬ তনবোবক জগমোহননামক স্থানেতে নৃত্য করে । e৭ শংখুয়া । পূজার সময় শংখ বাজায়। ৫৮ মাদলী | পূজার সময় মাদল বাজায় । ৫৯ তুরীনায়ক । তুরী বাজায়। ৬০ মহাসেট ॥ মহাপ্রভুর বক্স ধৌত করে । ৬১ পানীপাইমাহার ॥ বেড়ার ভিতর হইতে ময়লা বাহির করে । ৬২ হাকীমী সেরেস্তার বড় পরিছ। হাকিমী করিয়া সকল বুঝে ও স্বর্ণবেত্র ধারণ করে ও দেউলের সকল বিষয়ে তত্বাবধারণ করে এমতে মধ্যম পরিছ ও ছোট পরিছ। করে । এবং ভোগ বিবেচনা করিয়া পরিচারক সকলের বিষয়ু লেখে ও জমা খরচ লিখে ও মহাপ্রভুর নিয়মিত কৰ্ম্ম করায় ও মহাপ্রভুর ভাড়ার ঘরের হিসাব লিখে এবং রাজকীয় হিসাবও দেখে । মহাপ্রসায়েত ॥ পৰ্ব্বযাত্রায় দ্রব্যাদি দেয় ও রাজভোগের মহাপ্রসাদ যাহারদিগের পাওনা তাহারদিগকে দেওয়াইয়া দেয় । চটায়েত চর্চা করে । ভাড়ার করণ । ভাড়ারের হিসাব লেখে ।

( ২৬ মে ১৮২৭ । ১৪ জ্যৈষ্ঠ ১২৩৪ ) শ্ৰীক্ষেত্রের নিষ্করহওন মনস্থ —আমরা মহাহৰ্ষযুক্ত হইয়া প্রকাশ করিতেছি জনরব হইয়াছে যে স্কপ্রিম কৌন্সলের মেম্বর মহামহিমান্বিত ক্রযুক্ত হারিংটন সাহেব বায়ুসেবনাৰ্ছ শ্ৰীক্ষেত্রাঞ্চলে ভ্রমণ করত পুরীর তাবৎবিষয় বিশেষামুসন্ধান করিয়া জ্ঞাত হইয়াছেন যে ইংরাজের পুরুষোত্তমের বিষয় সম্পূর্ণ রূপ আপনারদিগের অধীনে রাথিয়াছেন তাহার কেবল দর্শন করিবার জন্তে পরবান দেন এমত নহে ইংরাজের দ্বার রঞ্চপৰ্য্যন্তও প্রস্তুত হইয়া থাকে । ইহাতে ঐ দয়াবান সাহেব দয়ার্ডচিত্ত হইয় এমত চেষ্টায় আছেন যাহাতে যাত্রিরদিগের দর্শনজন্তে কর উঠিয়া যায় এবং গবর্ণমেণ্ট ঐ সকল তীর্থ বিষয়ের সাহায্য করণহইতে একেবারে হস্ত উঠাইয়া লন এবং পুরীর কৰ্ম্মনিৰ্ব্বাহের ভার খোরাদার রাজার উপরে অর্পণ করা যায় । গবর্ণমেণ্ট ক্ষেত্র যাইতে যে রাস্ত প্রস্তুত করিয়া দিয়াছেন এবং য়ে সকল সরাই করিয়াছেন ইহাতে অনেক টাকা ব্যয় হইয়াছে তন্নিমিত্ত ঐ পথে গমনকারিদিগের