পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম లి ఇమ్ থাকেন এ কি আশ্চৰ্য্য যদিস্তাৎ বেদপাঠানস্তর গান উপলক্ষে যবনকরণক বাস্তোন্তম হইয়া থাকে তাহাতে দ্বেষপ্রযুক্ত কিম্বা শাস্ত্রমতে দোষ স্থির করিয়াছেন অহমান করি শাস্ত্রমতে না হইবেক যেহেতুক শাস্ত্রে সমাজ স্থান নীচম্পর্শে দোষাভাব লিখিয়াছেন –সং কোং সম্বাদ কৌমুদী ] ( ১৫ আগষ্ট ১৮১৮ । ৩২ শ্রাবণ ১২২৫ ) নূতন গির্জা ঘর –কলিকাতার নিকট দমদমাতে ইংমণ্ডীয়েরদিগের একটা নূতন গির্জা ঘর হবেক সে কারণ গত শনিবারে কলিকাতার প্রধান ধৰ্ম্মাধ্যক্ষ সেখানে গিয়া সেই গির্জা ঘরের আরম্ভে প্রথম এক প্রস্তর আপনি বসাইলেন সেই প্রস্তরের মধ্যে ইংগ্রওঁীয় ও অন্য২ দেশীয় কএক রকম টাকা দেওয়া গেল এবং পিত্তলের পাতে আরম্ভের সন ও বাদশাহের নাম ইত্যাদি লিথিয় তাহার মধ্যে দেওয়া গেল । ( ২৭ নবেম্বর ১৮১৯ । ১৩ আগ্রহায়ণ ১২২৬ } কলিকাতা –কলিকাতার বহুবাজারের কোম্পানির মদরসার নিকটে কোম্পানির এক গ্রিজ ঘর হইবেক ভাহার আয়োজন হইতেছে এবং সে প্রস্তুত হইলে তাহাতে এক জন উপদেশক থাকিবে ও ভtহার নিকটে এক ইংগ্র গুীয় পাঠশালা হইবেক সেখানে অনেক বালক বিনামূল্যে বিদ্যা পাইবেক । ( ১৮ নবেম্বর ১৮২৪ ৪ আগ্রহায়ণ ১২২৭ } গ্রিজ ঘর –মোকাম কলিকাতায় বৈঠকখানাতে মদরসার নিকটে এক নুতন গ্রিজ ঘর হইতেছে তাহাতে প্রধান ধৰ্ম্মাধ্যক্ষ ষ্ট্ৰীযুত লর্ড বিশপ সাহেব ও অন্য২ পাদরি সাহেবের একত্র হইয় গত মঙ্গলবারে এক প্রস্তর তাহার মধ্যে পিত্তলের পত্র তাহাতে সন তারিখ ও দেশ ও বাদশাহের নাম লিথিয়া স্থরকৗদ্বারা প্রথম গ্রথিত করিয়াছেন সে গ্রিজ ঘর সেন্ত জেমস নামে খ্যাত হইবেক এবং সেই গ্রিজা ঘরের এক প্রদেশে দরিদ্র লোকের বালকেরদিগের বিদ্যাভ্যাসার্থে এক পাঠশালাও প্রস্তুত হইবেক তাহার খরচের কারণ এক সাহেব চারি হাজার টাকা শ্ৰীযুত লর্ড বিশপ সাহেবের নিকটে রাথিয় গিয়াছেন । ( ২১ এপ্রিল ১৮২১ । ১০ বৈশাখ ১২২৮ ) নূতন গ্রিজাঘর –মোকাম কলিকাতার ধৰ্ম্মতলাতে শ্ৰীযুত টেনলী সাহেব এক নূতন গ্রিজাঘর প্রস্তুত করিয়াছেন সে গ্রিজ ঘর গত বুধবার খোলা গিয়াছে। 8 :