পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মইবাদ পত্রে সেনকালোক কথা بسيbويلا3يد সোমবার অবধি ঐ স্থানে শবের সৎকার করিতে আরম্ভ করিয়াছে ইহাতে অনেকের পরিশ্রম দূর হইয়াছে।—তিং নাং [ সম্বাদ তিমিরনাশক ] ( ১৫ নবেম্বর ১৮২৮ । ১ অগ্রহায়ণ ১২৩৫ ) ১/ কালকাতায় স্থাপিত নূতন স্তম্ভ —আমরা ইহার পূৰ্ব্বে প্রকাশ করিয়াছি ষে সর ডেবিত জাত্তরলোনির স্মরণার্থে কোন এক এমারৎ গাখিবার কারণ চাদ হইয়াছিল আমরা এখন শুনিতেছি যে সেই চাদার টাকাতে চৌরঙ্গীর সম্মুখস্থ ত্রাবাস্তরে এক উচ্চ স্তম্ভ গ্রন্থনের আরম্ভ হইয়াছে সেই স্তম্ভ মুভিকাঅবধি শৃঙ্গপৰ্য্যস্ত উচ্চে এক শত দশ হস্ত পরিমিত হইবে--- সর ডেবিড আক্তরলোনি সাহেব মুসলমানেরদের প্রতি অতি কৃপাবান ছিলেন অতএব তাহার স্বরণরাখণার্থে সেই স্তম্ভ মুসলমানেরদের এমারতের ডৌল অনুসারে গাথা যাইবে । তাহার কতক ভাগ ইষ্টকেতে ও কতক ভাগ চণ্ডালগড়ের [ চুনারের ) প্রস্তুরেতে নিৰ্ম্মিত হইবে••• এই স্তম্ভের দ্বারা সর ডেবিড় আক্তরলোনি সাহেবের স্মরণ বহুকালপর্য্যস্ত থাকিবে এবং তাহাতে শহরের অতিশয় শোভ হইবে ।

( ২৬ ডিসেম্বর ১৮২৯ । ১৩ পৌষ ১২৩৬ ) অক্তরলোনি সাহেবের স্তম্ভ —মৃত সর ডেবিড অক্তরলোনি সাহেবেব স্মরণার্থে কলিকাতায় যে স্তম্ভ হইতেছে তাহা অতিশীঘ্র সমাপ্ত হইবে । এক বৎসর গত হইল গবৰ্ণমেন্ট গেজেটে তদ্বিষয়ে যে বিবরণ প্রকাশ হইয়াছিল তদ্বারা জানা যায় যে তাহার বাহিরের চতুদিগে দুই বারান্দা হইবেক প্রথম বারান্দা মুক্তিকাহইতে ৮৬ হাত উচ্চ দ্বিতীয় বারান্দা ৯৮ হস্ত উচ্চ এক্ষণে সে স্তম্ভের কেবল বার হাত গাথিতে বাকী আছে তাহার পর প্রথম বারান্দার আরম্ভ হইবে । সেই স্তম্ভের ভিতরে এখন ১৭১ ধাপ প্রস্তুত হইয়াছে যদি প্রত্যেক ধাপ সাড়ে সাত বুরুল মোটে গণ যায় এবং স্তম্ভের নীচের ভাগ চতুদিকস্থ ভূমিহইতে চারি হস্ত উচ্চ গণ্য হয় । তবে অনুমান হয় মে তাহ ৭৫ হাত পৰ্য্যস্ত উঠিয়াছে। এই স্তম্ভ যে অতিশয় মনোহর এবং তারা ষে কলিকাতানগরের সৌন্দৰ্য্য হইবে এমত সম্ভাবনা হয় । ار # N/ ( ১৬ নবেম্বর ১৮২২ ৷ ২ অগ্রহায়ণ ১২২৯ ) নূতন দ্বার ॥—কলিকাতার ফোর্টউলিয়ম কিল্লার প্লাসি নামে যে দ্বারের নূতন রাস্থা হইয়াছে ৯ নবেম্বর শনিবার রীত্যন্তসারে ঐ দ্বার খোলা গিয়াছে এখন কলিকাতার লোকেরদের কিল্লাতে গমনাগমনের অতিস্থগম হইয়াছে ।