পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\○8の মংবাদ পত্রে চেৰকালের কথা আমদানি রপ্তানি হয় তাহ নিৰ্ভয়ে অনায়াসে ঐ খাল দিয়া কলিকাতায় আসিতে ও বাইতে পারে। অন্ত এক খালও কাটিবার কারণ কথা হইতেছে অবর্ষ সময় উত্তর ও পশ্চিমহইতে যত দ্রব্য কলিকাতায় আইসে তাহারা ইছামতী নদী দিয়া শিবনিবাস পর্য্যস্ত আইসে ও সেখানহইতে হরধামের খাল দিয়া গঙ্গায় আইসে কিন্তু গঙ্গায় আসিবার সময় নিত্য দক্ষিণে বাতাস পায়। এবং গঙ্গায় পন্থছিলে জোয়ার ভাট পায় ইহাতে অনেক গহরি হয় ও অনেক নৌকার ক্ষতি হয় যদি হরধামের খাল অবধি কলিকাতার পূৰ্ব্বপৰ্য্যস্ত একটা খাল কাটা যায় তবে এতদ্দেশীয় বাণিজ্য অবিলম্বে নির্বিঘ্নে রাজধানীতে পহুছে । হরধাম অবধি কলিকাতার পূৰ্ব্বপৰ্য্যস্ত পচিশ ক্রোশ হইবে এবং যদি যমুনা নদীর সহিত সম্মিলিত করা যায় তবে কেবল কুড়ি ক্রোশ কাটিতে হয় যদি ইছামতীহইতে কাটা যায় তবে পোনর ক্রোশ কাটিতে হয় । ; এই খাল কাটিলে কলিকাতার লোকেরা অনায়াসে ভাল জল পাইবে ও জাহাজের লোকেরা যে জল লইবার কারণ নৌকা পাঠাইত তাহারাও ঐ খালহইতে ভাল জল পাইবে । অনুমান হয় যে এই খাল কাটিতে এই ব্যয় হইবে যদি খাল কুড়ি ক্রোশ লম্বা হয় এবং যদি খালের গোড়া ষাটি হাত চৌড় ও খালের মুখ কুড়ি হাত চৌড়া করে ও পৌনে পোনের হাত গহেরা হয় তবে খাল কাটিবার খরচ পাচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা লাগিবে । জমীর মূল্য এই যদি চৌড়াতে এক শত চল্লিশ হাত জমী লওয়া যায় তবে তাহার সকল জমীর মূল্য পঞ্চাশ হাজার টাকা হয় এই হিসাবে ফি বিঘা জমীর মূল্য দশ টাকা করিয়া ধরা গিয়াছে এবং কলিকাতার নিকটে ষে জমী তাহার কারণ কুড়ি হাজার টাকা ধরা গিয়াছে। তৈনতাঁর এই খরচ যদি তিন বৎসর লাগে ও পাচ শত টাকা করিয়া মাসে ধরা যায় তবে আটার হাজার টাকা হয় সৰ্ব্ব শুদ্ধ ছয় লক্ষ আঠার হাজার টাকা। যদি ইহার উপর বাজেখরচের নিমিত্ত আর কিছু ধরিয়া দেয় তবে সাড়ে ছয় লক্ষ টাকা হয় যদি খালের উপর নৌকার হাসিল লওয়া যায় তবে অনুমান প্রতিবৎসর পয়ষটি হাজার টাকা উৎপন্ন হইতে পারে ইহাতে আসল ব্যয় টাকার সকল সুদ পেষাইতে পারে । কলিকাতার পূৰ্ব্বে টালির থাল দিয়া যে নৌকা যায় তাহার হাসিলে প্রতিবৎসর পয়ষটি হাজার টাকা উৎপন্ন হয় অতএব এই খাল হইলে অবশ্য ইহার অধিক হাসিল হইতে পরিবেক এবং টালির খালে যে উপকার হইতেছে তাহাহইতে দশ গুণ উপকার এই খালে হইবেক — { ১৬ জুন ১৮২৭ । ৩ আষাঢ় ১২৩s ) নূতন খাল —সংপ্রতি অবগত হওয়া গেল যে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের রাজপথের শ্রম দুরকরণজন্ত মোকাম টাকির দক্ষিণ পাশ্বইইতে এক বৃহৎ খাল আসিয়া কুড়ের হাটখোল+