পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেনকালেৰ কথা مسيbجع عديد সরকারের দত্ত ধনহইতে সংপ্ৰতি লওয়া যাইবেক ইংরেজী ঔষধ কোম্পানির ঔষধাগারহইতে দিবেন আর২ ঔষধ ঐ স্থানে প্রস্তুত হইবেক । পরে এতন্নগরস্থ ধনি দাতা দয়ালু লোকেরা কিঞ্চিৎ২ চণদাস্বরূপ দিতে পারিবেন যদি এ বিষয় নিম্পন্ন হয় তবে ইহার অধ্যক্ষতা ও নিৰ্ব্বাহকত ইংরেজ বাঙ্গালি মহাশয়েরদিগের হইবেক আর পাঠশালার বৈদ্য ছাত্রের বিজ্ঞ ডাক্তারেরদিগের সহিত ঐক্য হইয়া চিকিৎসা করিবেন । পরিচারক ব্রাহ্মণ ও হিন্দু ভৃত্য থাকিবেক তাহাতে বিশিষ্ট ও শ্রেষ্ঠ জাতীয় লোক যাইয়া ঔষধ পথ্যদ্বার। প্রাণ রক্ষা করিতে পারিবেন । দ্বিতীয় ইংরেজী চিকিৎসা যাহা এক্ষণে বড় মান্ত ও চিকিৎসাবিষয়ে প্রধান কল্প হইয়াছে তাহার শিক্ষা হইয় এদেশে বিবেচনা ও ব্যবহারের প্রাচুর্য্য হইবেক –সং চং। মফস্বলের রাস্তাঘাট # ( ১৬ জুন ১৮২১ । ৪ আষাঢ় ১২২৮ ) নূতন রাস্থ –মোং চানকের আরদালীবাজারহইতে এক নূতন রাস্থা করিতে আরম্ভ হইয়াছে সে রাস্থা মোং ঢাকাপৰ্য্যস্ত যাইবেক তাহার অাড়ের মাপ তের কাঠা । ( ৪ মে ১৮২২ । ২৩ বৈশাখ ১২২৯ ) নূতন রাস্থ –মেদিনীপুরহইতে নাগপুর ও তথাহইতে কানপুরপর্য্যস্ত এক রাস্থা হইতেছে। এবং আগরাহইতে মালোয় রাজপুতান পৰ্য্যস্ত আর এক রাস্থা হইতেছে এই সকল রাস্থা হইলে লোকেরদিগের অনেক উপকার হইবে । { ১৯ আগষ্ট ১৮২৬ । ৪ ভাদ্র ১২৩৩ ) নূতন পথ –সংপ্রতি শুনা গেল যে যশোহর জিলার বকচরনিবাসি শ্ৰীযুত কালীপ্রসাদ পোতদার স্বর্ণবণিক এক নূতন রাস্তা প্রস্তুত করিতেছেন এই পথ যশোহরহইতে অগ্রদ্বীপ পর্য্যস্ত আসিবেক এক্ষণে ঐ জিলা মোতালকের চৌগাছা গ্রাম অবধি রাস্তা প্রস্তুত হইয়াছে অনুমান করি ফালগুণ চৈত্র তক সমুদায় সম্পূর্ণরূপে সাঙ্গ হইবেক এতদ্বিষয়ে অনেকের চিত্তোল্লাস হইতেছে যেহেতুক তৎপথগামির অতিক্লেশে শঙ্কাযুক্ত হইয়া গমনাগমন করিতেন এক্ষণে যাতায়াতে মৃগম হইল । ( বাঙ্গলা সমাচার গঞ্জহইতে নীত । ) ( ২৬ জুলাই ১৮২৮ । ১২ শ্রাবণ ১২৩৫ ) শহর মুরশিদাবাদের পারিপাট্য —মুরশিদাবাদের পত্রদ্বারা জ্ঞাত হইলাম যে ঐ শহরের গঙ্গাতীরের রাস্ত উৎকৃষ্টরূপ প্রস্তুত হইতেছে যে প্রকার কলিকাতায় হইয়াছে শুনা