পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ లకar সে ভূমিকম্প তাবৎ ভারতবর্ষে হইয়াছিল এতদ্দেশে তাহার পরাক্রম অধিক অনুভব হয় নাই কিন্তু অন্তই দেশে অতিশয় জ্ঞান হইয়াছে বোম্বইর নিকটবর্তি দেশে ঐ ভূমিকম্পেতে ঘর বাড়ী পড়িয়া সাত আট হাজার লোক মারা পড়িয়াছে । ( ১৫ মে ১৮১৯ । ৩ জ্যৈষ্ঠ ১২২৬ ) ডাকাতি –এই এক বৎসরের মধ্যে কলিকাতার চতুদিকে ডাকাতি প্রায় মধ্যে২ হয় এমত শুনিতে পাইতেছি এমত রাত্রি প্রায় নাই যে তাঁহাতে ডাকাতি না হয় কিন্তু এমত থাকিবে না পূৰ্ব্ব এই অঞ্চলে এমত চোর ডাকাতির ভয় ছিল যে পথিক লোক পাচ সাত জন একত্র না হইয়া পথে চলিতে পারিত না এবং মোং কৃষ্ণনগর জিলাতে অনেক ডাকাতি জমা হইয়াছিল তাহারদের সরদার বিশ্বনাথ বাৰুনামে এক দুরন্ত ডাকাতি ছিল তাহার হুকুমে দিনে ও রাত্রি ডাকাতি হইত অনেক দিবস হইল তাহার ফাসি হইয়াছে। এই অঞ্চলে এমত অনেক লোক আছে যে তাহারা পূৰ্ব্বে দস্থ্যবৃত্তি দ্বারা ধন সঞ্চয় করিয়া এখন ভাগ্যবান হইয়া ভালো মানুষ হইয়াছে। ( ১০ জুলাই ১৮২৪ । ২৮ আষাঢ় ১২৩১ ) দুষ্টের নাশ —শুনা গেল যে অল্প দিবস হইল উলা গ্রামের মুস্তফিরদের বাটাতে শিবেশমি নামে এক ব্যক্তি প্রসিদ্ধ দস্থ্য স্বসঙ্গিবর্গ বাহিরে রাখিয়া স্বয়ং বাটতে প্রবেশপূৰ্ব্বক কিঞ্চিৎ অর্থাপহরণ করিয়া প্রাচীরের উপর উঠিয়া উল্লংফনোদ্যত হইবামাত্র ঐ বাটস্থ এক জন দেখিতে পাইয়া প্রাচীরে উঠিয়া তৎপশ্চাতে লম্ফ দিয়া ভূমিতে পড়িয়া অস্ত্রদ্বারা তাহাকে এমন আঘাত করিল যে তাহাতে সে তৎক্ষণাৎ পঞ্চত পাইল । অপর শুনা গেল ষে যে ব্যক্তি এই দস্থ্যকে সংহার করিয়াছে সে জেলা কৃষ্ণনগরে প্রেরিত হইয়া পারিতোষিক প্রাপ্তিপূৰ্ব্বক স্বকৰ্ম্মে আসিয়া স্বামির নিকট স্বর্ণভরণ প্রাপ্ত হইয়াছে । ( ১৭ আগষ্ট ১৮২২ । ২ ভাত্র ১২২৯ ) পিস্তল লড়াই –মোকাম কলিকাতায় শ্ৰীযুত ডাক্তর জেমেসন সাহেব ও প্রযুত মেং ৰকিংহাম সাহেব এই উভয়ে পরম্পর বিবাদ করিয়া পিস্তল লড়াই করিতে পর্ণ করিয়াছিলেন তাহাতে প্রযুক্ত বকিংহামের পক্ষে শ্ৰীযুত মেজর হইনি সাহেব হইলেন ও শ্ৰীযুত ডাক্তর জেমেসন সাহেবের পক্ষে ঐযুত মেং গরডন সাহেব হইলেন। ৬ জুলাই রাশি চারি ঘণ্টার সময়ে এই দুই জনকে মধ্যস্থ করিয়া বাদী প্রতিবাদী একত্র হইয়া মোং কলিকাতার গড়েশ মাঠে ঘোড়দৌড়ের স্থানে এক বড় বৃক্ষের নীচে গিয়া ধারা মত দ্বাদশ পাদাস্তরে উভয়ে দণ্ডায়মান হইয়া পরম্পর এককালে পিস্তল মারিলেন কিন্তু ভাগ্যক্রমে তাহাতে কাহারে হানি হইল না দ্বিতীয়বার পিস্তলে গুলি পূরিয়া মারিলেন তাহাতেও কিছু ক্ষতি হইল না পরে ডাক্তর জেমেসন সাহেব তৃতীয়