পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—“ৰঙ্গদূত’ হইভে সঙ্কলিত مع دمياميه টাকার নীল উৎপন্ন করিতেছেন ইহাতে বঙ্গদেশের ভূমি কিপর্য্যন্ত উৰ্ব্বর। তাহ। এই প্রমাণেই সাব্যস্ত করিলেন ॥ ( ১৩ জুন ১৮২৯ ৷ ১ আষাঢ় ১২২৬ ) যশোহর —যশোহরের নীলের কৃষিকৰ্ম্মকরণ বিষয়ে এবং তদ্‌ঘটিত আইনের বিষয়ে কলিকাতার ইংরাজী সমাচারের কাগজে অনেক লিখনপঠন হইয়াছে তাহার মৰ্ম্ম এই যে ইংরাজী ১৮২৩ সালে নীলকর সাহেবেরদের প্রজা লোকের সহিত বন্দোবস্ত করণ বিষয়ে যে আইন হইয়াছিল তাহার অর্থ সংপ্রতি সরকারী কৰ্ম্মকারক সাহেবের এই মত করিয়াছেন যে তাহাতে নীলকর সাহেবের আপনারদের ক্ষতির বিষয়ে অতিশয় ভাবিত হইয়াছেন তদ্বিষয়ের প্রকৃতাৰ্থ আমরা অবগত নহি কিন্তু অনুমান করি যে সেই আইনে এমত লিখিত আছে যে যদি প্রজা লোক নীলকর সাহেবের স্থানে দাদনী লইয়া নীলের আবাদ তরফুদ না করে তবে ঐ সাহেব ঐ প্রজার নামে নালিশ করিয়া দাদনীর টাকা ও সেই টাকার শতকরা বাধিক বার টাকার হিসাবে স্বদ ধরিয়া তাহার স্থানে পাইতে পারেন। এক্ষণে এমত অনুমান হয় যে কৰ্ম্মকারক সাহেবেরা তাহার এই অভিপ্রায় বোধ করিয়াছেন যে কোন প্রজা লোক নীলের দাদনী লইয়া কালক্রমে তাহার চাসবাস করিতে না পারিলে ঐ দাদনীর টাকা এবং শতকরা বার টাকার হিসাবে স্থদ ধরিয়া সুদসমেত দাদনীর টাকা ফিরিয়া দিলে প্রজা লোক ঐ দায়হইতে মুক্ত হইতে পারে। এই বিবেচনাতে সেখানকার নীলকর সাহেবেরা অতিশয় উদ্বিগ্ন হইয়াছেন তাহারা কহেন ষে যদি আইনের অর্থ এইরূপ করা যায় তবে কোন প্রকারে নীলের কৰ্ম্ম সমাপ্ত করা যাইতে পারে না যেহেতুক ষদি কোন ব্যক্তি আকৃটোবর মাসে ৫ পঞ্চাশ হাজার টাকা নীলের দাদনী দেন তবে এইমত হইতে পারে যে এপ্রিল মাসের পূৰ্ব্বে নীলের কিছু আবাদ হইতে পারে না যদি প্রজা লোকেরা এই সাত মাসের মধ্যে সেই টাকা অন্ত কাহার স্থানে টাকা প্রতি ১· অৰ্দ্ধ জানা স্বদে কর্জ দিয়া থাকে তবে তাহারা এপ্রিল মাসে শতকরা ১২ টাকার হিসাবে স্বদ ও দাঙ্গনীর টাকা অক্লেশে ফিরিয়া দিতে পারে এবং যদি সকল প্রজালোক এইরূপ করে তবে কোন প্রকারে সেই বৎসরে নীল জন্মিতে পারে না এবং ষে ব্যক্তি এরূপে নীল পাওনের ভরসাতে এরূপ টাকা ব্যয় করিয়াছেন তিনি সহজে দেউলিয়া হইতে পারেন যেহেতুক তিনি যখন ৫ - পঞ্চাশ হাজার টাকা দাদনী দিয়াছেন তখন তিনি অবশু চাকর নফরের মাহিয়ানাতে এবং অন্তঅন্য প্রকারে আর ২৫ হাজার টাকা ব্যয় করিয়াছেন অতএব যখন তিনি নীল পাওনের ভরসা করেন সেই সময়ে যদি তাহার ঐ দাদনীর ৫ • হাজার টাকা ও তাহার স্বদ ফিরিয়া দেওয়া যায় তবে যেরূপ ক্ষতি হয় তাহা সকলেই বুঝিতে পারেন । নীলকর সাহেবের আরও কহেন যে নীলের প্রজারা সহজে আপনারদের স্বাভাবিক 数冷