পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ● গৌরমোহন পণ্ডিত ঐ সকল গুরু ও বালককে র্তাহারদিগের সম্মুখে আনাইয়া পরীক্ষা লইলেন পরে তাহা দেখিয়া সকল সাহেব লোক ও বাঙ্গালি লোক সন্তুষ্ট হইয় সেই২ গুরু ও বালকেরদিগের পরিতোষার্থে টাকা ও বহি দিতে আজ্ঞা করিলেন ঐ পণ্ডিত সাহেব লোকের আজ্ঞানুসারে গুরুরদিগকে যথোপযুক্ত টাকা ও বালকেরদিগকে বহি দিলেন সোসৈয়েটার এই রূপ স্থধারা দেখিয়া এবং বালকেরদিগের জ্ঞানোদয় দেখিয়া সভাস্থ ভাগ্যবস্ত বাঙ্গালি সকল সোসৈয়েটার সাহায্য করিতে স্বীকৃত হইলেন । আর গত শনিবার স্কুল সোসৈয়েটার বিষয় ছাপাইয়াছিলাম তাহার মধ্যে লিখা গিয়াছিল যে কলিকাতা স্কুল সোসৈয়েটার ৬ পাঠশালার কতৃত্ব করিতে শিক্ষা করিবার জন্তে মেং উইলার্ড সাহেবকে বৰ্দ্ধমান পাঠান গিয়াছে তাহাতে সেখানকার কাপ্তান আর্ট সাহেবের পত্র দ্বারা জানা গেল যে ঐ সাহেব বড় জ্ঞানী ও তৎকৰ্ম্মোপযুক্ত অতএব অনুমান হয় যে ঐ সাহেব যে পাঠশালার উপর কতৃত্ব করিবেন তাহার স্থধারা অবশু হইতে পারে । ( ১১ সেপ্টেম্বর ১৮১৯ । ২৭ ভাদ্র ১২২৬ ) কলিকাতায় স্কুল সোসায়িটার ইস্তাহীম –গত সপ্তাহে শনিবারে ২০ ভাদ্র মোং কলিকাতার শ্ৰীযুত রাজা গোপীমোহন দেবের বাটীতে কলিকাতার বাঙ্গালী পাঠশালার বালকেরদের ইস্তাহাম হইয়াছে পূৰ্ব্বে নিজ কলিকাতা ও শ্রীরামপুর ও চুচুড়া প্রভৃতি নগরের পণ্ডিত ও ভাগ্যবান লোকেরদের আহবানার্থ এক২ পত্র গিয়াছিল তাহাতে অনেক২ পণ্ডিত ও জ্ঞানবান অথচ ভাগ্যবান ইংগ্লণ্ডীয় লোক ও বাঙ্গালি লোকেরদের সমাগম হইয়াছিল এবং দেড় শত বালক সেখানে প্রত্যেকে ইস্তাহাম দিয়াছিল তাহাতে সে সকল বালকেরদিগকে লিখা পড়াতে উপযুক্ত দেখিয়া সকলে সন্তুষ্ট হইলেন ও তাহারদের শিক্ষকের প্রতিজন সরকারহইতে উপযুক্ত পারিতোষিক পাইয়া পরিতুষ্ট হইল। ঐ ইস্তাহাম সাড়ে তিন ঘণ্টার সময়ে আরম্ভ হইয়া ছয় ঘণ্টাপৰ্য্যন্ত হইয়াছিল। ( ৯ জুন ১৮২১ । ২৮ জ্যৈষ্ঠ ১২২৮ ) স্কুল শোসইটী –গত ২ জুন শনিবারে স্কুল শোসইটার বৎসরীয় বিবেচনা কারণ টেনহালে অর্থাৎ সাধারণ ঘরে সংপ্রদায়ের দ্বিতীয় বার বসিয়াছিলেন তাহাতে প্রধান জজ শ্ৰীযুত ইষ্ট, সাহেব ছিলেন তাহাতে রিপোর্ট জানা গেল যে কলিকাতার মধ্যে বাজে স্কুল ২১১ দুই শত এগার অাছে তাহার মধ্যে চারি হাজার নয় শত বালক । ইহাতে শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত উমানন্দ ঠাকুর ও শ্ৰীযুত রামচন্দ্র ঘোষ ও শ্ৰীযুত দুর্গাচরণ দত্ত এহারা আপন২ নিকটস্থ স্কুলের তদারক করিয়াছেন ইহা জানিয়া সাহেব লোকেরা তাহারদিগের প্রতি তুষ্ট হইয়াছেন। এবং স্কুল শোসইটার বাঙ্গালি কোমেটর মধ্যে শ্ৰীযুত মিরজা মহম্মদ অস্করি নিযুক্ত হইয়াছেন।