পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sరిరి মংবাদ গাত্রে মেকালের কথা গিয়াছে তাহারদিগের উপচয় না হইয়া অপচয় হইয়াছে, এ ঘটনার কারণ এই ষে প্রব্যের মূল্য লাঘব হইলেই ক্রেতার ক্রয়করণের ইচ্ছা জন্মে অথবা কোন নূতন অদৃষ্ট দ্রব্য দৃষ্ট হইলে গ্রাহকের গ্রাহকত হয় এমতে দ্রব্যাদির যথোপযুক্ত মূল্য লাভ সম্ভাবনায় এদেশীয় দ্রব্য সেদেশে এবং সে দেশীয় দ্রব্য এদেশে গমনাগমনের প্রয়োজন দেখা যায় অতএব উভয় দেশীয় জব্যদ্বারা ভারতবর্ষে ও ইংগ্রওে অধিকতর বাণিজ্য বিস্তার অবগু কৰ্ত্তব্য ইহাতে যদি ইংলগু ভারতবর্ষীয় উৎপন্ন প্রব্যের সাপেক্ষিত হয়েন তবে এতদেশীয় দ্রব্যপ্রেরণের প্রতিবন্ধক মামুলকুপ ত্ৰিশূল সংহরণ না করিলে পৌছিতে পারে না । এই ভারতবর্ষ হইতে কোম্পানী বাহাদুরের অধিকারে প্রতি বৎসর ৪ • • • • • • লক্ষ পৌণ্ড রাজস্বরূপে সংগ্রহ হয় তন্মধ্যে ২• • • • • • লক্ষ ঐ কোম্পানীর অংশিতে কৃতাংশ হয় অবশিষ্ট ইংলণ্ডাধিকারের বেতন বণ্টনে পৰ্য্যাপ্ত। এতদ্বিষয়ে অধিক যাহা লেখিতব্য আছে তাহা বিবেচনা মতে পশ্চাৎ প্রকাশ করা যাইবেক সংপ্রতি পাঠকবর্গের প্রতি নিবেদন যে এতদেশীয় লোক কালোনিজেশুন অর্থাৎ এদেশে য়োরোপীয় লোকের চাস বাসে এতদ্দেশীয় লোকের যে অসম্মতির জনরব হইয়াছে সে কুরব নীরবকরণে উদযুক্ত হউন অর্থাৎ এদেশীয় সকলে একবাক্য হইয়া পালিমেণ্ট নামক মহাসভায় এতদ্বিযয়ে এক প্রার্থনা পত্র প্রেরণ করিলে অনায়াসে প্রায়াস সিদ্ধি হইবেক । { s জুলাই ১৮২৯। ২২ আষাঢ় ১২৩৬ ) নরবলি ॥-কিয়দিবস হইল জেলা হুগলির অন্তর্বৰ্ত্তি কালীপুর গ্রামে এক সিদ্ধেশ্বরী আছেন তাহাকে পূজা করিয়া একদিবস পূজারিরা দ্বারবদ্ধ করণানস্তর গমন করিয়াছিল পরদিবস তথায় আসিয়া ঐ পূজারিরা দেখিলেক যে কতকগুলিন ছাগ ও এক মহিষ ও এক নর ঐ সিদ্ধেশ্বরীর সম্মুখে ছেদিত হইয়া পড়িয়া আছে ইহাতে তাহারা অনুমান করিলেক যে পূৰ্ব্ব রজনীতে কেহ পূজা দিয়া থাকিবেক, ইহাতে পূজারিরা নরবলি দেখিয়া রিপোর্ট করাতে তত্রস্থ রাজপুরুষ অস্ত্ৰ শস্ত্রাদি সম্বলিত বহুলোক সমভিব্যাহারে তথায় মাসিয়া অনেক সন্ধান করিলেন কিন্তু তাহাতে কিছু অবধারিত হয় নাই আমরা অনুমান করি যে দস্থ্যরদিগে কর্তৃক এরূপ কৰ্ম্ম হইয়া থাকিবেক ॥ -