পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8のミ চনংবাদ পত্রে সৈনকালেৰ কথা (২) দায়কৌমুদী । এবং ! দত্তককৌমুদী { এবং । ব্যবস্থাসংগ্ৰহঃ । । ঐরামজয় তর্কালঙ্কার কৃত: কলিকাতায় । চর্সমিশন ছাপাখানাতে মুদ্রিত হইল। ! ইংরেজী ১৮২৭ শাল । বাঙ্গাল ১২৩৪ শাল । ] ৩ ডিসেম্বর ১৮৫৭ তারিখে রামজয় তর্কালঙ্কারের মৃত্যু হয়। র্তাহার মৃত্যুতে সংবাদ প্রভাকর লেখেন ৪— “আমরা শোকসাগরে নিমগ্ন হইয়। প্রকাশ করিতেছি, গত ১৯ অগ্রহায়ণ দিবসে সুপ্রিম কোর্টের ব্যবস্থাদায়ক পণ্ডিত বহুশাস্ত্র বিশারদ 9রামজয় তর্কালঙ্কার মহাশয় এতন্মায়াময় সংসার বিনিময় করত জগদীশ্বর স্মরণ করিতে করিতে যোগ্যলোকে গমন করিয়াছেন, তিনি বহুগুণান্বিত সুপণ্ডিত এবং সৰ্ব্বপ্রিয় ছিলেন,•••।” ( ‘সংবাদ প্রভাকর, ২৮ অগ্রহায়ণ ১২৬৪ ) পৃ. ৪—কলিকাতা স্কুল সোসাইটি । কলিকাতা স্কুলবুক সোসাইটি স্থাপিত হইবার অল্প দিন পরে কমিটির সভ্যগণের অনেকেই স্বপরিচালিত বিদ্যালয়ের অভাব বিশেষভাবে বোধ করিতে লাগিলেন। এই ব্যাপারে তাহার যে আন্দোলন স্বরু করেন তাহার ফলে ১৮১৮ সনের ১লা সেপ্টেম্বর কলিকাতার টাউন হলে হারিংটন সাহেবের নেতৃত্বে একটি সভার অধিবেশন হয় । এই সভায় কলিকাতা স্কুল সোসাইটি নামে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব গৃহীত হয় । এই সোসাইটি গঠনের উদ্দেশু—দেশবাসীর জ্ঞানবিস্তারে সহায়তা করিবার জন্ত কলিকাতায় যে-সব বিদ্যালয় আছে তাহদের সাহায্য ও উন্নতিবিধান, এবং প্রয়োজনমত নুতন বিদ্যালয় স্থাপন ও পরিচালন । ইহা ছাড়া, কলিকাতা স্কুল সোসাইটি-পরিচালিত বিদ্যালয়-সমূহের কৃতী ছাত্রদের অধ্যয়নের সুবিধার জন্ত উচ্চতর বিদ্যালয় স্থাপনেরও প্রস্তাব হয়, কারণ এই শ্রেণীর বিদ্যালয় হইতে এক দল যোগ্য শিক্ষক ও অমুবাদক গড়িয়া তুলিতে পারিলে তাহদের দ্বার প্রচলিত শিক্ষাপদ্ধতির সংস্কার সম্ভব হইবে । রাধাকান্ত দেব স্কুল সোসাইটির নেটিব সেক্রেটরি, এবং ডেবিড হেয়ার সদস্য ও ইউরোপীয়ান সেক্রেটরি ছিলেন । কলিকাতা স্কুলবুক সোসাইটির প্রথম রিপোর্টের পরিশিষ্টে, এবং লাশিংটন সাহেবের The Ilist, Design and Present State of the Religious, Benevolent and Charitable Institutions ( 1824) পুস্তকের ১৬৮-৮৪ পৃষ্ঠায় স্কুল সোসাইটি-প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যাইবে । পৃ. ৪, ৬–গৌরমোহন বিদ্যালঙ্কার । গৌরমোহন বিদ্যালঙ্কার সে-যুগের এক জন খ্যাতনাম পণ্ডিত এবং সংস্কৃত কলেজের স্বপ্রসিদ্ধ অধ্যাপক বজরাপুর-নিবালী জয়গোপাল তর্কালঙ্কারের ভ্রাতুষ্পপুত্র। - কলিকাতা স্কুলবুক সোসাইটি ও কলিকাতা স্কুল সোসাইটির প্রতিষ্ঠাকাল হইতে গৌরমোহন এই দুই প্রতিষ্ঠানের সহিত যুক্ত ছিলেন। তিনি স্কুলবুক সোসাইটির গ্রন্থপ্রকাশাদি কার্য্যে সহায়তা করিতেন এবং স্কুল সোসাইটির হেড পণ্ডিত ছিলেন । এই কার্ষ্যে তিনি ২০ বৎসর কাটাইয়াছিলেন, তাহার পর স্বথসাগরের মুন্সেফ হন । ية গৌরমোহন কয়েকখানি পুস্তক রচনা করিয়াছিলেন ; তন্মধ্যে আমি দুইখানির সন্ধান পাইয়াছি। পুস্তক দুইখানি এই – ( ১ ) স্ত্রীশিক্ষাবিধায়ক । ইহা ১৮২২ সনে প্রথম প্রকাশিত হয় । (২) কবিতামৃতকূপ । ১৮২৬ । পৃ. ৪৪ ৷