পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8为8 。 মgবাদ পত্রে মোকালের কথা সংপ্ৰতি জীযুক্ত নবাব গবরনর জান্দরেল বাহাদুরের আজ্ঞানুসারে গ্ৰীলক্ষ্মীনারায়ণ স্বায়ালঙ্কার কতৃক গৌড়ীয় ভাষায় সংগৃহীত হইল এ গ্রস্থের প্রতিপাদ্য অষ্টাদশ বিবাদ ও বিবাদ শঙ্কর নিরূপণ তাহার এই ক্রম প্রথম ব্যবহার মাতৃকা ॥১ তদনন্তর ভুক্তি প্রকরণ ॥২ ততঃ ঋণাদান ॥৩ নিক্ষেপ । I৪ সাক্ষি প্রকরণ ॥৫ লেখ্য প্রকরণ ॥৬ দিব্য প্রকরণ ॥৭ দায়ভাগ প্রকরণ ॥৮ সীমাবিবাদ I৯ স্বামপাল বিবাদ ॥১• অস্বামি বিক্রয় ॥১১ দত্তাপ্রদানিক ॥১২ ক্রীতাকুশয় ॥১৩ অভু্যপেত্যশুশ্রীব ০১৪. সম্বিদ্ব্যতি ক্ৰম ॥১৫। বেতন দান ॥১৬ দূত সমাভয় ॥১৭। বাকৃপাক্ষ্য ॥১৮ দণ্ডপারুয্য । It১৯। সাহস ।২০। বিক্ৰীয়া সংপ্রদান ॥২১। সস্তুয় সমুগান ৷৷২২৷ স্তেয় ॥২৩৷ স্ত্রীসংগ্ৰহণ ॥২৪। প্রকী র্ণক ॥২৫। এই পঞ্চবিংশতি প্রকরণেতে জড়িত এই মিতাক্ষরা দর্পণকে অপরাক্ক"কৃত টীকা ও বীর মিত্রোদয় নায়ী টাকা এবং দীপ কলিকা বালম ভট্টীয়া সুবোধিনী এই পঞ্চটীকার মধ্যে যে স্থানে যেমত ব্যাখা উত্তম সঙ্গত হয় আর দেশ কাল পাত্র বিবেচনাতে যে সুসিদ্ধ হয় তদনুসারে গৌড়ীয় ভা যায় গদ্য প্রেবন্ধে ব্যাখ্যা করিয়া সুপ্রিম কোট আদালতের ও সদর দেওয়ানি আদালতের এবং কালেজ কৌশলের ও গবনরমেন্ট সংস্কৃত পাঠশালার সমস্ত পণ্ডিত দিগের সম্ম তিতে প্রস্তুত করিলাম সাধুলোকের দর্পণের ন্যায় দর্পণে তে অবলোকন করুণ ইহার নির্ঘণ্ট অঙ্কের এই ক্রম ঋৰি বচনের পরে ভাষার প্রথম প্রকরণের মধ্যে অঙ্কের নিয়ম জানিবেন আর অন্ধ হইতে অন্ত অঙ্কপর্যাপ্ত ব্যবস্থ। জানিবেন ৷e !! ( e ) Daya Krama Sangraha, A Compendium of the Order of Inheritance, by Krishna Terkalankara Bhattacharya. IJaya Taiwa, A Treatise on the Law of Inheritance, by Raghunandana Bhattacharya. Vyavahara Tatwa, A Treatise on Judicial Proceedings, by Raghunandana Bhattacharya. এই তিনখানি পুস্তক একত্ৰে ৰাধা ও প্রকাশিত। সমগ্র অংশ দেবনাগরী অক্ষরে মুক্ৰিত । visą fez-sifaz startotta qsx witts –“Edited By Lakshmi Narayan Serma, Librarian, Sanscrit College. I — ] Published under the authority of the Committee of Public Instruction. — | Printed at the Education Press 1828.” (৪) হিতোপদেশ । ১৮৩০ । পৃ. সংখ্যা ৫১৪ । ইহা দেবনাগরী, বাংলা, ও ইংরেজী অক্ষরে মুদ্রিত । পুস্তকে তিন ভাষায় তিনখানি আখ্যাপত্র । বাংলা আখ্যাপত্র এইরূপ —