পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় a૨ઉં রামচন্দ্র তর্কবাগীশের পুরাণ-চতুষ্পাঠী । ইহার ছাত্র-সংখ্যা ৩১ । এই চতুষ্পাঠীর ছাত্রদিগকে পুরাণ শিক্ষা দেওয়া হইত। ১৮২৩ সনে তর্কবাগীশ অর্থসাহায্য ভিক্ষা করিয়া সরকারকে জানান ষে গর্ত নয় বৎসর এই চতুষ্পাঠী তিনি পরিচালন করিয়া আসিতেছেন । তাহাকে বার্ষিক ২৪২ টাকা মথুর করা হইয়াছিল । শান্তিপুর কালীপ্রসাদ তর্কসিদ্ধাস্তের স্মৃতি-চতুষ্পাঠা । ছাত্র-সংখ্যা ১০ । ১৮২৩ সনে তর্কসিন্ধাস্তের মৃত্যু হইলে তাহার ভ্রাতা দেবীপ্রসাদ স্কায়বাচস্পতি ভট্টাচাৰ্য্য এই চতুষ্পাঠী পরিচালনের ভার গ্রহণ করেন । রাজশাহী বাসুদেবপুরে শ্ৰীনাথ সাৰ্ব্বভেীমের ও সমাসপালাসিতে কালীনাথ বাচস্পতির ব্যাকরণ-চতুষ্পাঠী । বেজপাড়া আমহাটীতে গদাধর সিদ্ধাস্তের ও কাশীকান্ত স্যায়পঞ্চাননের চতুষ্পাঠী । চৌগা থানার অস্তভুক্ত বোরিয়ায় রুদ্রকান্ত ভট্টাচার্য্যের চতুষ্পাঠী । শ্ৰীপতি বিদ্যালঙ্কারের চতুষ্পাঠী । বিদ্যালঙ্কারের মৃত্যু হইলে তঁাচার জ্যেষ্ঠপুত্র চন্দ্রশেখর তর্কবাগীশ, এবং চন্দ্রশেখরের মৃত্যুর পর তাহার তিন ভ্রাত কাশীশ্বর বাচস্পতি, গোবিন্দরাম সিদ্ধাস্ত এবং হরেরাম ভট্টাচাৰ্য্য এই চতুষ্পাঠী পরিচালন করেন । রাজশাহীর এই সব কয়টি চতুষ্পাঠার জন্যই রাণী ভবানী বার্ষিক অর্থসাহায্যের বন্দোবস্ত করিয়া iদয়াছিলেন । পৃ. ৪৪-৫৪–সেকালের পণ্ডিত । এই গ্রন্থের তিনটি খণ্ডে সেকালের বহু পণ্ডিতের নামধাম মিলিবে । এখানে আরও কতকগুলি খ্যাতনামা পণ্ডিতের উল্লেখ করিব । সদর দেওয়ানী আদালত কর্তৃক জজদের প্রেরিত একটি সাকুলার অভর্ণর হুইতে ১৮৪০ সনে কয়েকটি জেলা-আদালতের জজ-পণ্ডিতের নামের উল্লেখ পাই । এই নামগুলি নিম্নে উদ্ধত করা হইল ঃ– মেদিনীপুর - - - কাশীনাথ তর্কালঙ্কার পূৰ্ব্ব-বদ্ধমান, - - - ভরতচন্দ্র শিরোমণি যশোহর - - - শ্রীরাম তর্কালঙ্কার হুগলী ... মধুসুদন বাচস্পতি নদীয়া ... শ্ৰীনাথ বিদ্যাবাগীশ ঢাকা ... দিগম্বর তর্কবাগীশ বাখরগঞ্জ ... নরহরি শিরোমণি ত্রিপুর। ... ভৈরবচন্দ্র তর্কভূষণ মুরশিদাবাদ * * * কৃষ্ণনাথ স্কায়পঞ্চানন বীরভূম - - পীতাম্বর তর্কবাগীশ ভাগলপুর ... দুর্গাদাস বিদ্যাবাগীশ রাজশাহী ... আনন্দগোপাল বিদ্যালঙ্কার & 8