পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ১S এই সংবাদ আনন্দিত হইয়া প্রকাশ করিলাম যেহেতুক পূৰ্ব্বে সমাজ স্থাপন সময়ে অনেকে অনেক প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করিয়া কহিতেন যে এ সমাজে কাহারো মনোযোগ হইবেক না কিন্তু এইক্ষণে পরমেশ্বরের ইচ্ছাবশত দশ মাসের মধ্যে অনেক বিজ্ঞ ভাগ্যবান লোকের মনোযোগ হইয়াছে এবং হইতেছে ইহাতে বোধ হয় যে ঐ সমাজ চিরস্থায়ী হইয়া এতদ্দেশস্থ লোকের সৎ ফলদায়ক হইবে । ( ৩ জুলাই ১৮২৪ । ২১ আষাঢ় ১২৩১ ) গৌড়ীয় সমাজ – ১৪ আষাঢ় শনিবার রাত্রিকালে শহর কলিকাতায় গৌড়ীয় সমাজের বৈঠক হইয়াছিল তাহাতে নানা বিষয়ের প্রশ্নোত্তর হইয়া অনেক বিষয় স্থির হইল তন্মধ্যে ইহাও স্থির হইল যে অল্প দিবসের মধ্যে বেদপাঠারম্ভ হইবেক। ক্যালকাটা মেডিক্যাল এণ্ড ফিজিক্যাল সোসাইটি ( ১৫ মার্চ ১৮২৩ । ৩ চৈত্র ১২২৯ ) নূতন চিকিৎসক সভা ॥—১ মার্চ শনিবার কতক চিকিৎসক সাহেবের একত্র হইয়া স্থির করিয়াছেন যে কলিকাতা শহরের মধ্যে এমত এক সোসয়িট স্থাপন করা যাইবে তাহাতে শ্ৰীযুত ডাক্তর হের সাহেব ঐ সোসটির অধ্যক্ষ হইবেন ও শ্ৰীযুক্ত ডাক্তর আদম সাহেব লেখক হইবেন এবং এক পুস্তকালয় করা যাইবেক ইহার অস্তঃপাতি এক২ সাহেব ঐ বিষয়ের এক২ মাসের খরচ দিবেন। স্ত্রীশিক্ষা ( ৬ এপ্রিল ১৮২২ । ২৫ চৈত্র ১২২৮ ) স্ত্রী শিক্ষা —এতদেশীয় স্ত্রীগণের বিদ্যাবিধায়ক এক গ্রন্থ পূৰ্ব্ব২ প্রমাণ সহকারে মোকাম কলিকাতায় ছাপা হইয়াছে তাহার কিঞ্চিৎ দেওয়া যাইতেছে। এতদ্দেশীয় স্ত্রীগণেরা ইদানী বিদ্যাভ্যাস করেন না কিন্তু বিদ্যাভ্যাস করণে দোষ লেশও নাই। যদ্যপি শাস্ত্রীয় ও ব্যাবহারিক দোষ থাকিত তবে পূৰ্ব্বতন সাধী স্ত্রীগণের বিদ্যাশিক্ষাতে অবগু পরামুখ হইতেন। তথাচ যাজ্ঞবল্ক্যপত্নী মৈত্রেয়ী অনুসূয়া দ্রৌপদী রুক্মিণী চিত্ৰলেখা লীলাবতী কর্ণাটরাজস্ত্রী লক্ষ্মণসেনের স্ত্রী ও খন ইত্যাদি পূৰ্ব্বতন স্ত্রী সকল অশেষ শাস্ত্রাধ্যয়ন করিয়া তত্তং শাস্ত্রের