পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°8 মংবাদ পত্রে মেকানের কথা পৃ. ১৪৯, ২৩৮–স্তাগুফোর্ড আরনটু । সিন্ধ বাকিংহামের ক্যালকাটা জর্ণাল গে-যুগের একখানি উচু দরের ইংরেজী সংবাদ পত্র ছিল। ইহাতে এমন কতকগুলি লেখা বাহির হয় যাহা সরকারের নিকট আপত্তিজনক ও অনিষ্টকর বলিয়া মনে হইয়াছিল । প্রধানতঃ ইহারই ফলে সংবাদপত্র-শাসনের জন্ম ১৮২৩ সনের ৪ এপ্রিল এক কড়। প্রেস-আইন জারি হয় । এই আইনানুসারে সিল্ক বাকিংহামকে এদেশ ত্যাগ করিতে হইয়াছিল । বাকিংহামের পর তাহার সহকারী স্যাণ্ডফোর্ড আরনটু ‘ক্যালকাটা জর্ণলে’র সম্পাদকীয় কাৰ্য্য পরিচালন করিতে থাকেন। আরনটুও সরকারের বিরক্তিভাজন হইয়াছিলেন এবং অল্পদিন পরে তাহাকেও কলিকাতা হইতে সরাইয় দেওয়া হয় । বাকিংহামের স্তায় আরনটুও রামমোহন রায়ের বিশেষ বন্ধু ছিলেন। কলিকাতার সিমলা অঞ্চলে রামমোহনের একটি অবৈতনিক স্কুল ছিল। এই স্কুলে আরনটু কিছুদিন শিক্ষকতা করিয়াছিলেন । সরকার যখন আরনটকে বিলাতে নিৰ্ব্বাসিত করাই সাব্যস্ত করেন, সেই সময় এই স্কুলের পৃষ্ঠপোষক ও বন্ধুগণ আরনটকে এদেশে থাকিতে দিবার অনুমতি প্রার্থনা করিয়। ১৩ অক্টোবর ১৮২৪ তারিখে সরকারের নিকট একখানি দরখাস্ত করিয়াছিলেন। দরখাস্তে গুরুদাস মুখোপাধ্যায় ( রামমোহনের ভাগিনেয় ), লাল। কিযেণচাদ, হরচন্দ্র ঘোষ, রায় কৃষ্ণমোহন মিত্র, বিশ্বনাথ ঘোষ, বেচারাম সেন, রূপচাদ কুণ্ডু ও রামচন্দ্র বিশ্বাসের স্বাক্ষর আছে । আবেদনকারীরা লিথিয়াছিলেন : — We the undermentioned patrons and friends of a Seminary of education for the gratuitous instruction of native youth, beg leave most respectfully to represent to your Lordship in Council, that this institution having existed for nearly three years during which a portion of the pupils have made such a degree of proficiency as urgently requires increased ability in their teachers—a want which till lately we found it impossible to supply ; in the beginning of June last, Mr. Sandford Arnot immediately on his arrival here from Bencoolen and while in expectation of being permitted to remain in the country, engaged, as a means of subsistence, to superintend the education of the pupils under our charge agreeably to the wish we had long entertained of procuring the assistance of a competent European teacher · · · · · ( Cited in J. B. d€ O. I?. S., Vol. xvi. Pf. II, pp. 162-63.) বলা বাহুল্য, এই দরখাস্তে কোন ফল হয় নাই, আরনটকে স্বদেশ ফিরিয়া যাইতে হইয়াছিল । রামমোহন রায় ১৮৩১ সনে বিলাতে পৌঁছেন। সেখানে তাহার এক জন প্রাইভেট সেক্রেটরি প্রয়োজন হয় । রামমোহন এই কৰ্ম্মে তাহার পুরাতন বন্ধু তাণ্ডফোর্ড অারনটকে নিযুক্ত করেন । ১৮৩৩ সনের নবেম্বর মাসে বিলাতে রামমোহনের মৃত্যু হইলে ঐ মাসের এশিয়াটিক জৰ্ণালে’ তাহার এক সুদীর্ঘ জীবনী প্রকাশিত হয় । এই প্রবন্ধে তাহার রচনাবলী সম্বন্ধে এইরূপ মস্তব্য প্রকাশ কর। হয় যে, সেগুলিতে র্তাহার এক জন পুরাতন সাহেব বন্ধুর যথেষ্ট হাত আছে। ১৮৩৩ সনের ডিসেম্বর BB BB BBB BBBBS BBBBB BBBB BB BB SBBBB BBBBS BSBBSBS S BBBB হয় । তাহাতে প্রকাশ, বিলাতে অবস্থানকালে রামমোহনের চিঠিপত্র ও রচনাদি অারনটই লিথিয়। দিতেন ; এমন কি ভারতবর্ষে অবস্থানকালেও তিনি রচনাকাৰ্য্যে রামমোহনকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন । ১৮২৩ সনের প্রেস-আইনের বিরুদ্ধে রামমোহল ও ঠাহীর বন্ধুবৰ্গ সরকারের নিকট যে আবেদন-পত্ৰ পাঠান—এমন কি শেষে বিলাতে যে আপীল করেন, সেই আবেদনপত্র দুইখানি ও ‘রামদাস’-স্বাক্ষরিত পত্রাবলী প্রভূতিও আরন তাহার রচন। বলিয়। দাবি করিয়াছিলেন ।