পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় 3յաՓ ব্ৰজমোহনের পুস্তকের ইংরেজী অম্বুবাদের এক খণ্ড রাধাকাস্ত দেবের লাইব্রেরিতে আছে । ইহার পু, সংখ্যা ৬৮। কিন্তু অনুবাদকের কোন ভুমিকা দেখিতেছি না ; কেবল মলাটের উপর মুদ্রিত আছে – A TRA«T AGAINST TIIE PREVAILING SYSTEM of IHINDoo II»oi,ATRY. Price (Jne Rupee. শেষ পৃষ্ঠার শেয কয় পংক্তিতে রচনাকাল ও গ্রন্থকারের নাম পাওয়া যায় – In the year 1742, the 7th of Joisthya according to the Hindoo chro nology, or the 19th of May 1820, according io the Christian Era. BRAJAMOIIAN DEI:As11YA. ব্ৰজমোহনের পুস্তকখানি পাদরি মর্টনও অনুবাদ করিয়৷ ১৮৪৩ সনে প্রকাশ করিয়াছিলেন । তিনি ভূমিকায় লিখিয়াছেন – - The treatise on the worship of Spirit, in argument with the advocates of Hindu Idolatry, composed by Braja Mohan Deb, an early sriend and disciple of the late Rajah Ram Mohan Ray, was first published in 1820. A translation of it, by the late Rev. Deocar Schmid, of Calcutta, appeared in 1821... Calcutta, 15th February 1813. W. Morri'ON. পাদরি মর্টন এই সঙ্গে মূল বাংলা পুস্তকখানিও পুনমুদ্রিত করেন ; তাহার আখ্যাপত্রটি এইরূপ : ও তৎসং । । অর্থাৎ খ্ৰীযুত ব্ৰজমোহন দেবকর্তৃক বিরচিত তথ্যপ্রকাশ পুনৰ্ব্বার শুদ্ধীকরণ পূর্বক টাকা সহিত | মুদ্রাঙ্কণ করা গেল । ] কলিকাতা ইম্পিরিয়াল লাইব্রেরিতে মটনের পুস্তকখানির এক খণ্ড আছে । ১৮৪৬ সনে তত্ত্ববোধিনী সভা ব্ৰজমোহনের পুস্তকখানি পৌত্তলিক প্রবোধ’ নামে প্রকাশ করেন । এই পুস্তক বঙ্গীয়-সাহিত্য-পরিযদু গ্রন্থাগারে ও রাধাকান্ত দেবের লাইব্রেরিতে আছে । ইহার আখ্যাপত্রটি এইরূপ :– একমেবাদ্বিতীয়ং ] পৌত্তলিক প্রবোধ ! শ্ৰীযুক্ত ব্ৰজমোহন দেবের কৃত গ্রন্থ হইতে । প্রাজ্ঞ ও পৌত্তলিকের | প্রশ্নোত্তর ছলে উদ্ধত হইয় | ২৪ কাঙিক ১৭৬৮ শক তত্ত্ববোধিনী সভা | কলিকাতা | তত্ত্ববোধিনী সভার যন্ত্রালয়ে মুদ্রিত হইল । ]

  • কলিকাতা স্কুলবুক সোসাইটির দ্বিতীয় বার্ষিক ( ১৮১৮-১৯ ) রিপোটের ৪র্থ পৃষ্ঠায় প্রকাশ :– Birjoomohan-Mojoomdar and the Brothers Pulit, three Hindoos who had claimed and obtained the patronage of the Society for their translation into Bengalee of loergusson's Introduction to Astronomy, state in a recent letter to the Hindoo Native ScCretary of this Institution that the translation has been completed, and 96 pages printed.

স্কুলবুক সোসাইটির তৃতীয় বার্ষিক ( ১৮১৯-২- ) রিপোটের শেষে যে আয়-ব্যয়ের হিসাব আছে, তাহtয় ব্যয়-বিভাগের একটি দফা এইরূপ — Birjoomohun Mojoomdar and Palits, for 90 pp. of Fergusson’s Astron. translated, etc. ... 168-0-0.