পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ $(2 হইয়াছিলেন ইহা অনেকে জ্ঞাত আছেন। এবং মালতী মাধব নাটক গ্রন্থে অতিমুম্পষ্ট লিখিত আছে যে মালতী চতুস্পাটীতে নানা শাস্ত্র অধ্যয়ন করিয়া বিদ্যাবতী হইয়াছিলেন। এবং কর্ণাট জবিড় মহারাষ্ট্র তৈলঙ্গ ইত্যাদি দেশে অনেক বিদ্যাবতী অদ্যাপি আছেন কেহব স্বয়ং রাজকাৰ্য্য করিতেছেন এবং সংস্কৃত বাক্য অনেকে কহেন এমত অনেক স্ত্রী কাশীতে আছেন। এবং অহল্য বাই নামে এক জন পুণ্যবতী ছিলেন তাহার কীৰ্ত্তি কাশীতে ও গয়াতে অদ্যাপি দীপ্তিমতী আছে তিনি তাবৎ রাজকাৰ্য্য স্বয়ং করিতেন ও সংস্কৃত বাক্য অনর্গল কহিতেন এখনও প্রত্যক্ষ দেখা যাইতেছে ইংল্পওঁীয় স্ত্রী গণের আনুকূল্যে কন্যারদিগের পাঠার্থে যে পাঠশালা হইয়াছে তাহাতে যে বালিকারা শিক্ষা করিতেছে তাহার মধ্যে কেহ এক বৎসরে কেহ দেড় বৎসরে লিখাপড়া শিখিয়াছে তাহারা যে ভাষা পুস্তক কথন দেখে নাই তাহ অনায়াসে পাঠ করিতে পারে। ইহাতে বোধ হয় যে স্ত্রী লোক যদি বিদ্যাভ্যাস করে তবে অতিশীঘ্র জ্ঞানপন্ন হইতে পারে। অতএব যেমত গৃহ কৰ্ম্মাদি শিক্ষা করান সেমত বালক কালে বিদ্য শিক্ষা করান উচিত । যেহেতুক স্ত্রী লোকেরা অবীরা হইলেও বার্তাবিদ্যাদ্ধারা আপন ধন রক্ষা করিয়া কাল যাপন করিতে পারে অন্তের অধীন হইতে হয় না এবং অন্যে প্রতারণা করিতে পারে না । আরও আপন মনোভিলষিত স্বামির নিকটে লিখিতে পারে। স্ত্রীলোকের পূর্বাপর সিদ্ধ ব্যবহার কৰ্ম্ম যে আছে তাহা তাহারদিগের অবশু কৰ্ত্তব্য । সে এই যে বাল্য কালে পিতা মাতার বশীভূত হইয়া আজ্ঞানুসারে চলিবে । ধেীবনাবস্থাতে স্বামির বশীভূত থাকিয় তাহার সেবা ও শ্বশুরাদির সেবা ও গৃহের রক্ষণাবেক্ষণাদি করিবে। বৃদ্ধাবস্থাতে পুত্রের বশীভূতা থাকিয়া ধৰ্ম্ম কৰ্ম্মানুষ্ঠানাদি করিবেক । অতএব স্ত্রীলোক কথন স্বতন্ত্র থাকিতে যোগ্য নহে। পিতা রক্ষতি কৌমারে ইত্যাদি। অনেক শাস্ত্রে লিখিত আছে। স্ত্রীলোকের অকৰ্ত্তব্য এই২ দুষ্ট বুদ্ধিতে অন্য পুরুষাবলোকন ও সহবাস ও যাত্রোৎসবে গমন ও একাকিনী গমন ও ব্যভিচারিণীর সংসর্গ। এ সকল কৰ্ম্ম স্ত্রীলোকের ধৰ্ম্ম নাশের কারণ হয়। যে স্ত্রী গৃহকৰ্ম্মে নিপুণ ও পতিপ্রিয়া ও প্রিয়ভাষিণী ও অপ্ৰগলভ ও লজ্জিতা ও পতিপরায়ণ ও ধৰ্ম্মশীলা সে স্ত্রী ইহকালে ও পরকালে অপার মুখভাগিনী হয় । ( ৮ মার্চ ১৮২৩ ৷ ২৬ ফাল্গুন ১২২৯ ) বালিকাপাঠশালা ॥—কলিকাতা জরনেলে ২৮ ফেব্রুআরি তারিখে পাদরি শ্রযুত করি সাহেব এক পত্র ছাপাইয়া প্রকাশ করিয়াছেন তাহার মধ্যে এই বিবরণ আছে যে মিস কুকের শাসনের মধ্যে পনেরটা বালিকাপাঠশালা ছিল তাহাতে এগার পাঠশালা প্রস্তুত হইয়াছে। প্রথমতঃ কতক দিন পর্যন্ত বালিকার ক খ লিখে তাহতে প্রস্তুত হইলে পর বাঙ্গালি ইতিহাসের ক্ষুদ্র ২ পুস্তক পাঠ করে তাহাতে নৈপুণ্য জন্মিলে পর শিল্প বিদ্য শিক্ষা করে এই কৰ্ম্মে যত লাভ হয় তাহা তাহারদিগকে পারিতোষিকের মত দেওয়া যায় সেই লাভ দেখিয়া