পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে চেনকালের কথা "ילSל ( ২৮ জুলাই ১৮২৭ । ১৩ শ্রাবণ ১২৩৪ ) বাঙ্গালি স্ত্রীলোকেরদিগের পাঠশালা।—বাঙ্গালি স্ত্রীলোকেরদিগের শিক্ষা হেতু যে সকল পাঠশালা স্থাপিত হইয়াছে তাহার তৃতীয় রিপোর্টেতে প্রকাশ পাইয়াছে যে এ সমুদয় বিষয়ে অতি শুভ দেখা যাইতেছে কিন্তু বৰ্দ্ধমানস্থা বিবি পীরণ র্তাহার স্বামির পীড়াপ্রযুক্ত বিলাত গমন করাতে ঐ দেশস্থ ১২ টা পাঠশালার মধ্যে ৯ টা বদ্ধ আছে এবং এই বিবির গমনেতে স্ত্রীলোকেরদিগের শিক্ষারো অনেক হানি হইয়াছে এরূপ এক নূতন ইস্কুল টলিগঞ্জে ও অন্য২ স্থানেও তিনট খোলা গিয়াছে এই কলিকাতাস্থ তাবৎ পাঠশালার পাঠিক প্রায় ৬• হইবেক এবং ইহার মধ্যে ৪০০ প্রতি দিন হাজির হইয়া পাঠশালায় পাঠ করিতেছে ও শেষ পরীক্ষাতে প্রকাশ পাইয়াছে যে ইহারদিগের শিক্ষা অতি সৌন্দর্ঘ্যরূপে হইতেছে পরম্ভ ইহার মধ্যে এক অন্ধ বালিকা সৰ্ব্বাপেক্ষ অধিক বিদ্যোপার্জন করিয়াছে ও শিক্ষাতে বড় নিপুণ হইয়াছে এই পাঠশালার নিমিত্ত এক্ষণে মাসিক ও বার্ষিক চান্দায় প্রায় ৫৮৭৬ টাকা শালিআন উৎপন্ন হয়। এই নূতন পাঠশাল যাহার মূল পত্তন ১৮২৬ সালের মে মাসে হইয়াছিল সে এমারত প্রায় এক্ষণে প্রস্তুত হইল এবং সকল পাঠিকাকে একত্র করিবার আশয়ে বিবি উইলসন তদবধি ঐ বালিকারদিগকে ঐ বাটার নিকটবর্তি স্থানে একত্র করিতে আরম্ভ করিয়াছেন বাঙ্গালি স্ত্রীলোকেরদিগকে শিক্ষণ করাইতে বিলক্ষণ মনস্থ আছে এমত নিদর্শন পাওয়া গিয়াছে যেহেতুক ঐ রিপোর্টেতে প্রস্তাব করে যে বাঙ্গালিরা তাহারদিগের কন্যারদিগকে অধিক বয়সপৰ্য্যন্ত পাঠশালাতে রাখিতে আরম্ভ করিয়াছেন শুনা গিয়াছে যে বৰ্দ্ধমানে ১৪১৫ বর্ষ বয়স্ক বালিকারা পাঠশালাতে পড়িতে আইসে। সং চং [ সমাচার চন্দ্রিক ] ( ২৮ জুন ১৮২৮ । ১৬ আষাঢ় ১২৩৫ ) বালিকারদিগের বিদ্যাভ্যাস —গত মঙ্গলবারে শ্ৰীশ্ৰীযুত লার্ড বিসপের বাটতে এতদেশীয় বালিকারদিগের বিদ্যাভ্যাসকরণ বিষয়ের বাৰ্ষিক সন্তান্ত বিবি সাহেবেরদিগের এক সভা হইয়াছিল ইহাতে প্রায় এক শত বিবিলোকের অধিক আগমন করিয়াছিলেন এবং শ্ৰীযুত লার্ড বিসপ ও শ্ৰীযুত চিপজুষ্টিস ও ঐযুক্ত রাজা বৈদ্যনাথ রায় ও শ্ৰীযুত বাৰু কাশীনাথ মলিক ও আর২ কএক জন সংজ্ঞাস্ত বাঙ্গালি ভদ্রলোক উপস্থিত ছিলেন পরে বিবি জেমেস সভাপতি হইয়t এই সমাচার পাঠ করিলেন ষে সেনটেরেল নামে একটা পাঠশালা প্রস্তুত হইয়াছে এবং এইরূপ আর ২৯ টা পাঠশাল যে প্রধান২ স্থানে আছে ও তাহাতে যত পাঠক বিদ্যাভ্যাস করে তাহ ঐ সভাতে প্রস্তাব করিলেন বিশেষতঃ সেনটেরেল নামে পাঠশালাতে প্রতিদিন ৭• জন বালিকা পাঠ পড়িতে আইসে খাম বাজারের পাঠশালাতে ৩০ জন করিয়া পড়ে ইহাতে জুমলা ২৪° জন হইল এবং ইহা ভিন্ন বদ্ধমান গ্রামেতে এইরূপ চারিট পাঠশালা বিবি ডিয়রের ভাবে আছে তাহাতে প্রায় ১০০ বালিকা পড়ে তদনন্তর ঐ সভ্যগণের এই পাঠশালার প্রধান শ্রীমতী