পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి মংবাদ পত্রে মেকালেৰ কথা করিলেন। পরে রূপ্যময় কোটাতে করিয়া যব ও দ্রাক্ষারস ও ভৈল লইয়া ঈশ্বরের আশীৰ্ব্বাদ প্রার্থনা করিয়৷ তদুপরি অৰ্পণ করিলেন। ঐ সময় নগরস্থ অনেক লোক তদর্শনার্থ সেস্থানে একত্র হইয়া স্ত্রীরামপুর কলেজ ( ২০ মার্চ ১৮১৯ । ৮ চৈত্র ১২২৫ ) শ্রীরামপুরের টোল —শ্রীরামপুরস্থ সাহেবেরা মোং শ্রীরামপুরে এক কালেজ অর্থাৎ বিদ্যালয় স্থাপিত করিয়াছেন তাহাতে ক্রমে২ বিদ্যার্থিগণ নিযুক্ত হইতেছে এই কলেজে নানাপ্রকার বিদ্যা ও বহু প্রকার পুস্তক ও বিবিধ প্রকার শিল্পাদি যন্ত্র থাকিবে ও প্রতিশাস্ত্রের এক২ জন পণ্ডিত ক্রমে২ নিযুক্ত হইবেন যেহেতুক এই মহাবিদ্যালয় এককালে প্রস্তুত হওয়া ভার তৎপ্রযুক্ত ন্যায় ও ধৰ্ম্মশাস্ত্র প্রভৃতির পণ্ডিত ক্রমে২ নিযুক্ত হইবেন এখন কেবল জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত নিযুক্ত হইয়াছেন । এই বাঙ্গাল দেশে অন্য২ শাস্ত্রের টোল চৌপাড়ী সৰ্ব্বত্র বাহুল্যরূপে আছে এবং অনেক লোক ব্যবসায় করিয়া বিদ্যাবান হইতেছেন কিন্তু প্রকৃত জ্যোতিষশাস্ত্র লীলাবতী ও বীজ ও সুর্য্যসিদ্ধান্ত ও শিদ্ধাস্তশিরোমণি প্রভৃতি ভাস্করাচাৰ্য্যাদি প্রণীত গ্রন্থের পাঠ ও ব্যবসায় এই বাঙ্গালা দেশে নাই কিন্তু পশ্চিমে কাশীপ্রভৃতি দেশে আছে তন্নিমিত্ত শ্রীরামপুরের সাহেব লোকের প্রকৃত জ্যোতিষশাস্ত্র পারদশি শ্রযুত কালিদাস সভাপতি ভট্টাচাৰ্য্যকে এই কলেজে প্রথম স্থাপিত করিয়াছেন । অতএব যদি কাহার জ্যোতিষ শাস্ত্র পাঠ করিতে ইচ্ছা হয় তবে মোং শ্রীরামপুরে আইলে জ্যোতিষশাস্ত্র পাঠ করিতে পাইবেন । ( ৭ আগষ্ট ১৮১৯ । ২৪ শ্রাবণ ১২২৬) শ্রীরামপুরের কালেজ —আমরা পূর্ব ছাপা করিয়াছিলাম যে মোং শ্রীরামপুরে এক কলেজ হইয়াছে তাহাতে জ্যোতিষশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হইয়া অধ্যাপন করাইতেছেন এবং ব্যাকরণাদি শাস্ত্রে কৃতবিদ্য দশ জন ছাত্র অধ্যয়ন করিতেছেন। এবং ষোল জন ছাত্র ব্যাকরণ পাঠ করিতেছেন গত সোমবার তাহারদের এই বৎসরকার ইস্তাহাম হইয়াছে - সম্প্রতি পুরাতন ঘরে পাঠাদি নিৰ্ব্বাহ হইতেছে কিন্তু অল্প দিনের মধ্যে কলেজের ঘর আরম্ভ হইবেক । তাহার পাণ্ডুলেখ এই মত করা গিয়াছে যে দেড় শত ছাত্র থাকিবার কারণ পৃথক২ কুঠরী ও পাঠ করিবার নিমিত্ত ঘর ও ইস্তাহামের কারণ বড় ঘর ও নানা জাতীয় ও নানা