পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ రిల ( ২৬ জানুয়ারি ১৮২৮ । ১৪ মাঘ ১২৩৪ ) হিন্দু কলেজ —দুই সপ্তাহ হইল কলিকাতার গবর্ণমেণ্ট ঘরে হিন্দুকলেজের ছাত্রের একত্র হইল পরে শ্ৰীশ্ৰীযুত ও শ্ৰীমতী ও শ্ৰীযুত বেলী সাহেব ও অন্য২ ভাগ্যবান সাহেবলোকেরা ও মেমলোকেরাও তথাতে আগমন করিলেন । যদ্যপি ইহার পূৰ্ব্বে শ্ৰীযুত উইলসন সাহেব মনোযোগপূর্বক তাহারদের পরীক্ষা লইয়া তাহারদের পটুত অপটুতার বিশেষ অবগত হইয়াছিলেন তথাপি ঐ ঘরে শ্ৰীশ্ৰীযুতের সাক্ষাৎ বালকেরদিগকে ভূগোল ও অন্য২ প্রকার প্রাচীন ইতিহাসের কতক জিজ্ঞাস করা গেল এবং তাহারা এমত উত্তমরূপে তাহার উত্তর দিল যে তাহাতে সকলেই সস্তুষ্ট হইলেন। পরে শ্ৰীশ্ৰীযুত স্বহস্তেতে প্রথম ও দ্বিতীয় ক্লাশের বালকেরদিগকে পারিতোষিক দিলেন । - বড় সাহেবের চৌকির পশ্চাদিগে এক মেজের উপর পাচ ক্লাশের বালকেরা যে নানাপ্রকার লিখিয়াছিল তাহ রাখ। গিয়াছিল । তৎপরে শ্ৰীশ্ৰীযুতের সম্মুখে বালকের ইংল্লওঁীয় নাটক শাস্ত্রের অনুসারে বাক্কৌশল করিতে লাগিল তাহাতে তাহারা ইংরাজি ভাষা এমত উত্তমরূপে উচ্চারণ করিল যে সকলেই আশ্চৰ্য্যজ্ঞান করিলেন । এই ইস্তেহামেতে বালকের ইংরাজি ভাষায় যেমত উত্তম পরীক্ষা দিয়াছে তদ্রুপ ইহার পূৰ্ব্বে কথন দেখা যায় নাই। যে সাহেব লোকেরা সেখানে ছিলেন র্তাহারা কহেন যে আমরা এই বালকেরদের ইংরাজি শুদ্ধ উচ্চারণ শুনিয়া চমৎকৃত হইয়াছি। পূর্বে ইংরাজের এমত বুঝিতেন যে বাঙ্গালির কেবল কেরাণীগিরির উপযুক্ত যৎকিঞ্চিৎ ইংরাজি শিক্ষা করে কিন্তু এখন দেখা গেল যে তাহার। আপনারদের দেশভাষার স্তায় ইংরাজি শিক্ষা করিতেছে অতএব আদালতের মধ্যে ইংরাজী ভাষায় সওয়াল ও জবাব করিবার কি আটক । এখন বাঙ্গল দেশের মধ্যে তাবৎ আদালতে পারসি ভাষা চলিতেছে তাহ জজ সাহেবের ভাষা নয় ও উকীলেরদের ভাষা নয় আসামী ফরিয়াদীর ভাষা নয় এবং সাক্ষিরদের ভাষাও নয়। অামারদের বিবেচনায় এই হয় যে যদি আদালতে কোন বিদেশীয় ভাষা চালান উচিত হয় তবে ইংরাজি ভাষা চালান উপযুক্ত। পূৰ্ব্বে তাহার এই প্রতিবন্ধক ছিল যে বাঙ্গালি লোকের ইংরাজি বুঝিতে পারিত না ও কহিতে পারিত না এবং লিখিতেও পারিত না কিন্তু সে বাধা এখন ঘুচিয়া গিয়াছে যেহেতুক আমরা দেখিতেছি যে কলিকাতার হিন্দু কলেজে চারি শত বালক ইংরাজি শিক্ষিতেছে এতদ্ভিন্ন কলিকাতার মধ্যে অন্য২ ইস্কুলে যত বালক ইংরাজি শিক্ষিতেছে তাহারদের সংখ্যা করিলে এক হাজারের নূ্যন হইবে না এবং তাহার। এমত ইংরাজি শিক্ষা করিতেছে যে আদালতের মধ্যে সওয়াল জবাব করিতে তাহারদের আটক হয় না। অতএব যদি আদালতের মধ্যে ইংরাজি ভাষা চলন হয় তবে এই বিদ্যা শিক্ষার ফল দেখা যায় কিন্তু বাঙ্গালি লোকেরদিগকে তাহার উদ্যোগ করা উচিত। কলিকাতাস্থ লোকেরদের উচিত যে র্তাহারা এই বিষয়ে হজুরে এমত এক দরখাস্ত করেন যে কালক্রমে আদালতে পারসি উঠিয়া (t