পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$35 মংবাদ পত্রে সেনকালেব কথা সেকালের পণ্ডিত ( ২৯ আগষ্ট ১৮১৮ । ১৪ ভাদ্র ১২২৫ ) মরণ –নবদ্বীপের রামনাথ তর্কসিদ্ধান্ত ভট্টাচাৰ্য্য তিনি ধৰ্ম্মশাস্ত্রেতে অতি খ্যাত পণ্ডিত অনেক কালপর্য্যন্ত অধ্যাপনা করিয়া সংপ্রতি কালপ্রাপ্ত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছেন। { ২১ নবেম্বর ১৮১৮ । ৭ আগ্রহায়ণ ১২২৫ ) শ্ৰীযুত রঘুমণি বিদ্যাভূষণ —অনন্যসাধারণ পাণ্ডিত্যাশ্রয় মহামহোপাধ্যায় মহারাজ গুরু শ্ৰীযুত রঘুমণি বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য্য এতাবৎ কাল বিষয়স্থখানুভব করিয়া সম্প্রতি স্বাহুরূপ পুত্রে স্বকীয় ধন সম্পত্তি শিষ্যাদি সমর্পণ করিয়া কাশী বাসাভিলাষী হইয়া প্রস্থান করিয়াছেন । * ( ৯ জানুয়ারি ১৮১৯ । ২৭ পৌষ ১২২৫ ) রঘুমণি বিদ্যাভূষণ --রঘুমণি বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য্য কাশী প্রস্থান করিয়া পথে গঙ্গাতীরে পাঞ্চভৌতিক শরীর পরিত্যাগ করিয়াছেন ইহাতে সকলের মনে অতিশয় খেদ হইয়াছে যেহেতুক তাদৃশ পাণ্ডিত্যশালী মনুষ্য এতদ্দেশে দুলভ। তিনি পূৰ্ব্বে যখন কাশী গিয়াছিলেন তখন কাশীবাসি সৰ্ব্বদেশীয় পণ্ডিতেরা তাহার আগমনবাৰ্ত্ত শুনিয়া সাক্ষাৎ করিতে আইলেন তাহাতে যিনি যে শাস্ত্রের প্রসঙ্গ তাহার নিকটে করিলেন তিনি তাহারি সদুত্তর করিয়া সকলকে নিরস্ত করিয়া আপ্যায়িত করিলেন ইত্যাদি র্তাহার পাণ্ডিত্যের অনেক কথা আছে । متحجستیک یا تعمجمعجیحجه র্তাহার বিষয়ে থেদোক্তি । কোন পণ্ডিত র্তাহার মরণের সমাচারে অতিশয় খেদাম্বিত হইয়া এই শ্লোক লিখিয়া এই দর্পণের নিমিত্তে পাঠাইলেন। বিদ্যা কল্প বৃক্ষ ছিল মন্দাকিনীতীরে। ফুলভগ্ন হেতু মগ্ন হইল সেই নীরে ॥ ব্যাপিল অজ্ঞানরূপ অন্ধকার ঘোর । রঘুমণি হরণ করিল কাল চোর ॥ অলঙ্কার নিরাধার করে হাহাকার । হইল বেদান্ত অস্ত নিতান্ত এ বার ॥ স্তন্ধ অতি শব্দশাস্ত্র আশ্রয়রহিত । মন্ত্রণ করেন তন্ত্র যন্ত্রণtযন্ত্রিত ॥